আমি অবাক হয়ে দেখি!!!

লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ১৯ ফেব্রুয়ারি, ২০১৬, ১০:০৫:৪০ রাত

আমার চার পাশের সব কিছুই আজ মিথ্যা আর শয়তানিতে ভরা। এই সমাজ আজ আর সভ্য সত্যপ্রিয় মানুষের বসবাসের যোগ্য নয়। আর বর্তমান কথিত আধুনিক শিক্ষিত শ্রেণীর মানুষই এখন রাষ্ট্র ও সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে |

এসব দেখে আমার নিজের কাছে বড় অসহায় লাগছে। সত্যের পক্ষে কথা বলতে গেলেই এখন জীবনের ওপর ঝুঁকি এসে যায়। পুলিশ .বিচার বিভাগ .প্রশাসনের প্রভাবশালী মহল সবাই আজ অন্যান্যের পক্ষে।

বিষয়: বিবিধ

১০৫৫ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

359974
১৯ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১০:৫৪
বিবর্ন সন্ধা লিখেছেন : হাত পা যখন বাধা
তখন শুধু দেখে যাওয়া ছাড়া
কি ই বা করার থাকে ?? Crying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File