ধ্বংস হোক ভারত! !!!

লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ০৯ ফেব্রুয়ারি, ২০১৬, ০৭:২৮:২৩ সন্ধ্যা

আমি সর্বদা মনে প্রাণে ভারত নামক হায়েনাদের রাষ্ট্রটির ধ্বংস ই কামনা করছি। বিশ্বের বুকে মানবতার সব চেয়ে বড় শত্রু হল ইহুদীরা। আর তার পরই হিন্দুরা। আর এই হিন্দুত্ববাদের কট্টর সমর্থক রাষ্ট্র হিসেবে ভারত কখনোই বিশ্ব মানবতার কল্যাণ চায়না | ওরা চায় কেবল নিজেদের সার্থ। একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ওরা যে সাহায্যের হাত বাড়িয়েছিল সেই হাত নিস্বার্থ বা পবিত্র ছিলনা | সে হাত ছিল সার্থের কালিমায় কলঙ্কিত | সেই কলঙ্ককে যারা মহান বলে দেশের মানুষকে গেলাতে চাইছে দেশের প্রকৃত স্বাধীনতার প্রতি তাদের বিন্দুমাত্র শ্রদ্ধাবোধ নেই। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারী তারিখে বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের সূর্য সন্তানদের হারানোর পিছনে ভারতেরই শয়তানি হাত ছিল। ২০১৪ সালে জানুয়ারীতে সবার অংশগ্রহনে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু শয়তান রাষ্ট্র ভারতের প্রকাশ্য শয়তানিতে এদেশের মানুষ ভোটের মাধ্যমে নিজেদের পছন্দের সরকার বাছাই করে নিতে পারেনি। ভারত আমাদের দেশের মানুষকে উন্নয়নের লোভ দেখিয়ে পতিতা বানাচ্ছে | বাংলাদেশের মানুষ আজ ধীরে ধীরে চোর ডাকাত হয়ে যাচ্ছে | তারা এখন মিথ্যাচার .ধোকাবাজি .ইয়াবা ব্যবসা .ছিনতাই ইত্যাকার খারাপ করে বড়লোক হওয়ার নেশায় মত্ত। ভারত বিশ্বজুড়ে যে অসভ্যতা ফেরি করে বেড়াচ্ছে তার জন্যই ভারতের ধ্বংস কামনা প্রতিটি সভ্য মানুষের জন্যই অবশ্য কর্তব্য |

বিষয়: বিবিধ

১১৬৩ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

359055
০৯ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:৫১
সামছুল লিখেছেন : সহমত!!
359057
০৯ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:১২
শেখের পোলা লিখেছেন : দেশের প্রশাসণ সহ অধিকাংশ হোমরা চোমরাদের জগৎগুরু ভারত৷ এ নেশা কাটতে সময় লাগবে৷ ধন্যবাদ৷
359063
০৯ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:২৯
বিবর্ন সন্ধা লিখেছেন : নিজেদের বুঝ , বিবেক না থাকলে ,
অন্যেরা তো সুযোগ নিবেই .
359066
০৯ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১০:১৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সাম্রাজ্যবাদি ভারত এখন পৃথিবির জন্য বড় সমস্যা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File