আবার যুদ্ধ হবে!!!

লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ০১ ফেব্রুয়ারি, ২০১৬, ০৮:৩১:১৭ সকাল

আমি জন্ম নিয়েছি যে মাটিতে সে মাটি থেকেই আমাকে উতখাতের ষড়যন্ত্র হচ্ছে। কথিত নাগরিকত্ব আইনে আমাকে আমার অধিকার থেকে বঞ্চিত করতে একদল ডাকাত উঠে পড়ে লেগেছে।এই ডাকাতদের দল আমাকে কথিত মুক্তিযুদ্ধের চেতনার নামে হিন্দু বা নাস্তিক বানাতে চায়। কিন্তু না পবিত্র ইসলামের সাথে সংঘর্ষ থাকার কারণেই আমি কথিত মুক্তিযুদ্ধের ফেতনায় বিশ্বাসী নই। কারণ আমি জানি আর জন্ম অবধি আমার দেখা ঘটনা সমুহ দেখে আমার মনে এই বিশ্বাস জন্মেছে যে বাংলাদেশ ভূখণ্ডে বাস করা মুসলমানদের জোর করে হিন্দু বা নাস্তিক বানানোর জন্যই একাত্তরে ভারত কথিত মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সাহায্য করেছে। আমি স্বাধীতায় বিশ্বাসী .তবে সেই স্বাধীনতার বিনিময়ে কোন ইসলাম বিরোধী শক্তির কাছে মাথা নত করা আমার কর্ম নয়। আর এই ভাবে শয়তানের দোসরদের কাছে মাথা নত করে কথিত স্বাধীনতার স্বাদ ভোগ করার পক্ষেও আমি নই। প্রয়োজনে তিতুমীর এর মত বাশেঁর কেল্লা তৈরী করে আমি এইসব শয়তান অপশক্তির বিরুদ্ধে লড়াই করে জীবন দেব | তার পরও আমার জন্মভূমি থেকে আমাকে উতখাতের ষড়যন্ত্র আমি কিছুতেই মানব না।

বিষয়: বিবিধ

১০৯৭ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

358166
০১ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১২:০৮
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : ব্যাপার না। অামাদের রক্তের অভাব নেই!
358181
০১ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৪:২৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সব কিছু নিজেেদের দখলে নেওয়ার নতুন চেষ্টা!
358182
০১ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৪:২৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সব কিছু নিজেেদের দখলে নেওয়ার নতুন চেষ্টা!
358265
০২ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০৩:৩৫
হতভাগা লিখেছেন : এসব ডিভাইডেশন আরোপ করলে হীতে বিপরীত হয়ে আসতে পারে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File