ভয়কে করবো জয়

লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ১৫ জানুয়ারি, ২০১৬, ০৮:১৪:৩৫ সকাল

সত্য কথা বলতে গেলেই চোখটি রাংগায় যারা

নাস্তিক আর ফেরাউনের বন্ধু জানি তারা।

স্বাধীনতার চেতনার নামে মিথ্যাচারের ফেরি

তারাই আমায় ভয় দেখিয়ে দেখায় ফাসির দড়ি।

জানেনা ওরা মরণ আমি থোরাই করি ভয়।

সত্যের তরে মৃত্যু এলেও মানবনা পরাজয়।

কাদের মোল্লা, কামারুজ্জামান, শহীদ মুজাহিদ ভাই,

ইসলাম তরে এমন শহীদী প্রেরণা আছে তাই।

হাজারো রক্তচোখের চাহনি কিংবা ফাসির দড়ি,

ভয় করিনা সত্যের তরে প্রাণটাও বাজি ধরি।

বিষয়: সাহিত্য

১০৩৩ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

357016
১৬ জানুয়ারি ২০১৬ রাত ১২:৪২
আফরা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File