বুদ্ধিজীবীদের সন্তানের প্রতি

লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ৩০ ডিসেম্বর, ২০১৫, ০৮:৪৫:০৪ সকাল



হে বুদ্ধিজীবীর সন্তানেরা ......... এখনো সময় আছে ছুপ হইয়া

যাও ...

আমরা কীবোর্ড যোদ্ধা শুধু এইটা ভেবে ছুপ হইয়া যান ......

আমরা গাড়ি ভাঙচুর করিনা , জ্বালাও পোড়াও করিনা ,

মিছিল মিটিং করিনা ... অস্রের মোহড়া দেইনা আর

শাহবাগে গিয়া বিরিয়ানির ভাগটাও নেই না ......

আমাদের কাজ হচ্ছে নীরব প্রতীবাদ , আর এই নীরব

প্রতীবাদের প্রধান অস্রের নাম কীবোর্ড ...... এই কীবোর্ড

দিয়ে আমরা শেমুকে পাকবন্ধু হিসেবে অন্তত আমাদের

প্রজন্ম কে জানান দিতে পেরেছি , ইভেন তার বিভিন্ন

সময়ের বিভিন্ন গাদ্দারি ও ফুটিয়ে তুলেছি .........

মানুষ আগে ঘুমিয়ে থাকলেও আমাদের কীবোর্ড তাদের

জাগাতে বাধ্য করেছে , এই যুদ্ধ আমরা চাইনা শেষ পর্যন্ত

বুদ্ধিজীবীদের বিরুদ্ধে যায় , আমরা ইচ্ছে করলে

হাজারো ডকমেন্ট যোগাড় করতে পারি ১৪ ডিসেম্বর

(১৯৭১) পর্যন্ত পাকিস্থান সরকারের অধীনে আমলা , সচিব ,

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক , সাহিত্যিক , ছড়াকার ,

প্রবন্ধকদের চাকুরী করে বেতন ভাতা ভোগ করা শহীদ

বুদ্ধিজীবীদের বিরুদ্ধে ,

যারা দেশ স্বাধীনের দুই দিন আগেও পরাজিত

পাকিস্তানী শাসকদের পক্ষে লিফলেট , ব্যানার ,

প্যাস্টুন , ছড়িয়েছে বিশ্ববিদ্যালয় ও সচিবালয়ে তাদের

কে আমরা শহীদ বুদ্ধিজীবী বলে যে সম্মাননা এবং

আপনাদের কে ভাতা দেই আমরা চাইনা ভবিষ্যতে

আপনাদের অতিউৎসাহী চেতনার কারনে সেটা বন্ধ হয়ে

যায় ......

মনে রাখবেন স্বৈরাচার ইজ স্বৈরাচার , তার পতন

অনিবার্য আজ হোক কাল হোক ...... তারপর ???????? তারপর

আপনাদের কে কে দিবে প্রটোকল ? কার প্রটোকল নিয়ে

মুক্তিযুদ্ধা গয়েশ্বর বাবুর সাথে দেখা করার হুংকার

দিবেন ?????

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে অনেক জগা খিচুড়ি

খেয়েছে এই দেশের কৃষক শ্রমিক দিনমজুর সরল জনতা , দিন

বদলে গেছে ...... এখন সবাই সচেতন , এখন আবেগের চেতনা

কন্দন কেঁদে মানুষকে বোকা বানানো যায় না , তারা

চিনে ফেলেছে মুক্তিযুদ্ধের চেতনা ব্যাবসায়িদের

যারা খাটের তলায় , সোনাগাছি , "র" এজেন্ট হয়ে ৭১ এ

ভূমিকা রেখেছে ......

এই দিকে ভারত আবার দাবী করতেছে তারা ৭ মাস তারপর

১৪ দিনে বাংলাদেশ স্বাধীন করেছে যার পুরা কৃতৃত্ব

তৎকালীন "র" প্রধান কাও এর , কিন্তু আমাদের দেশপ্রেমিক

সেনাবাহিনী যে বিদ্রোহ করে রেভুলেশন ঘোষণা

করলো সেটা ভাড়ত টিনের চশমার কারনে দেখেনাই .........



স্বাধীনতা মানে ভারতের গোলামী নয়

স্বাধীনতা মানে মেজর সাকিলের বিডিয়ার দিয়ে

সীমান্তে বিএসেপ কে দাঁত ভাঙ্গা জবাব ............

ভবিষ্যতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস উম্মচিত হবে ---

ইনশাআল্লাহ

.. ফেসবুক থেকে সংগৃহীত।

বিষয়: রাজনীতি

১০৩২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

355716
৩০ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:২৩
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

সত্যের বিজয় অনিবার্য,
মিথ্যার বিণাশ অবশ্যম্ভাবী
355727
৩০ ডিসেম্বর ২০১৫ দুপুর ০৩:১৬
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : বাল সরকার যাদেরকে যুগের পর যুগ বুদ্ধিজিবী হিসেবে প্রচার করতেছে এরাই আসল দালাল, কারন তারা নভেম্বর মাসের বেতটাও পাকিস্তান সরকারের কাছে থেকে নিয়ে ছিল। এরাই প্রকৃত রাজাকার।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File