রক্তে আমার ইসলামী সুর বাজে
লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ২৮ ডিসেম্বর, ২০১৫, ০৮:৪৭:২৩ রাত
সারা দিন মান যতটাই আমি
ডুবে থাকি কোনো কাজে,
সেসবে সদাই রক্তে আমার
ইসলামী সুর বাজে।
দিনের শুরুতে ফজর নামাজে
সিক্ত করে মন প্রাণ,
তসবি জপে হাতে তুলে নিই
পবিত্র আল কুরআন।
সুরায় সুরায় আয়াতে আয়াতে
অমৃত সুধা পিয়ে,
কত সুখ পাই বোঝাতে পারিনা
পার্থিব কিছু দিয়ে।
আল্লাহর রাহে এজীবন যেন
কাটে নবীজীর পথে।
সদা যেনো থাকি বিরত আমি
কুফরি অকাজ হতে।`
বিষয়: সাহিত্য
১০৬০ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন