'সক্রেটিস থেকে মাওলানা সাঈদী ' ইতিহাসের পূনরাবৃত্তি!!!
লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ২১ ডিসেম্বর, ২০১৫, ০৯:১২:৪২ সকাল
কবি নজরুল যদি আজ বেঁচে থাকতো আর কবিতায় লিখত 'সত্যকে আজ হত্যা করে অত্যাচারীর খাড়ায় /নেই কিরে কেউ সত্য সাহস বুক খুলে আজ দাঁড়ায়? "তাহলে এই অবৈধ সরকার তাকে কথিত সাতান্ন ধারায় আটক করে রিমান্ডে নিয়ে তার হাতের নখ উপরে ফেলতো । আমরা জানি বৃটিশ সরকারের এ দেশে অন্যায় শাসনের বিরুদ্ধে কবিতা লিখেছেন বলেই নজরুলকে কারাগারে যেতে হয়েছে। তার পর উপমহাদেশ স্বাধীন হয়েছে। আবার পাকি সরকার আমাদের উপর অনেক অন্যায় অত্যাচার করেছে বলেই আমাদের দেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছে। পাকিদের অত্যাচারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে অনেক জেল জুলুম আর অন্যায় হত্যার শিকার হয়েছেন এদেশের অনেক রাজনৈতিক নেতা কর্মী। এমনকি বারবার জেলে আটক হয়েছেন এদেশের ইতিহাসের সব চেয়ে আলোচিত নেতা শেখ মুজিব। সেই সময় এদেশের সাধারণ মানুষ পাকি শাসনের বিরুদ্ধে ফুসে উঠেছিল।
কিন্তু আজ কথিত স্বাধীনতার পক্ষের শক্তি দেশে কী করছে? তারা কী বৃটিশ বা পাকি শাসকদের চেয়ে কম অন্যায় করছে। মত প্রকাশের স্বাধীনতাকে আজ তারা এমন ভাবে হরণ করেছে যে ফেসবুক বা ব্লগের মতো সামাজিক মাধ্যমে সত্য কথা বলতেও মানুষ ভয় পাচ্ছে। কিন্তু আওয়ামী গুন্ডারা দেশে এত চুরি ডাকাতি করছে, এতো লুটপাট করছে, এতো খুন ধর্ষণ করছে, চোখের সামনে সেসব দেখেও কথিত "বংগবন্ধুর সৈনিকদের 'বিরুদ্ধে কথা বলা যাবেনা। বললেই সেটা রাষ্ট্র বিরোধী কিংবা স্বাধীনতা বিরোধী হয়ে যাবে।
কিন্তু না, এতো কিছুর পরও সত্যপ্রেমিকেরা চুপ করে নেই। কথিত সুশীলরা সম্পদ আর আরাম আয়েশ হারানোর ভয়ে গণমাধ্যমে সত্য কথা না বললেও দেশের তরুণ ও যুবশক্তির একটা উল্লেখযোগ্য অংশ আজ সামাজিক মাধ্যমে সরব রয়েছেন। তারাই আজ আমাদের মতো বিদ্বগদ্ধ জনেদের জন্য আশার আলো।
কথিত 'ডিজিটাল বান্ধব 'এই সরকার এদেরকে হতোদ্যম করার জন্য সব রকমের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। চরম সত্যকথা প্রকাশকারী সামাজিক মাধ্যম গুলোকে রক্তচোখের হুঙ্কার দিয়ে বন্ধ করে দিচ্ছে। তারপর ও সত্যকে চাপা দিয়ে রাখা যাচ্ছেনা। আর যাবেওনা কখনোই। মিথ্যার দম্ভ বেশিদিন স্থায়ী হয়না। অবৈধ ভাবে ক্ষমতা দখলকারীরা দেশের সাধারণ মানুষের অনেক রক্ত ঝরার। তারপর সেই রক্তের বিষাক্ত পাঁকে নিজেরাই এক সময় আটকে যায়। মহান আল্লাহ তাদের পরিণতিকে আরও শোচনীয় করার জন্যই তাদের অন্যায় ও অত্যাচার মূলক কাজে সাময়িক সফলতা দেন। সত্য প্রচারক সক্রেটিসকে বিষপানে বাধ্য করে হত্যা করতে সক্ষম হলেও মিথ্যার শক্তিতে দাপুটে তস্কররা সক্রেটিসের সত্য আদর্শকে হত্যা করতে পারেনা। আজ বাংলাদেশে মাওলানা সাঈদী কিংবা আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানরাই নব্য 'সক্রেটিস '।তাদেরকে অন্যায়ভাবে জেলের মধ্যে আটকে তিল তিল করে মৃত্যুপানে ধাবিত করা হলেও হাজারো সক্রেটিসের পূনর্জন্ম হচ্ছে আজ বাংলার ঘরে ঘরে। এদের কে হত্যার মিশন যতোই শক্তিশালী করবে, তাদের ডিজিটাল আক্রমণের ধার ও ততই বেগবান হবে। সত্যকে কিছুতেই আটকানো যাবেনা ইনশাআল্লাহ।
বিষয়: বিবিধ
১০৩৭ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাযাকাল্লাহ খায়ের
মন্তব্য করতে লগইন করুন