বিকৃতির স্বীকৃতি!!!

লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ১০ ডিসেম্বর, ২০১৫, ০২:৩৩:০৫ দুপুর

খুব সহজেই সভ্যতা আজ হয়ে গেছে বিকৃত,

চোর ডাকাতি জেনা সুদ তাই সভ্য বলেই স্বীকৃত।

সহজ সরল পূত জীবন আজ বিরোধী প্রগতির,

বেশ্যাদের আজ কদর ভারী মূল্য নেইতো সৎ সতীর।

টাকার মাপেই বিচার হয় যে ভালো কিংবা খারাপের,

ধর্মকথা বলতে গেলেই পড়ছে ঘাড়ে ফাঁড়া ঢের।

এরাই নাকি সভ্য মানুষ, কচ কচানি মিডিয়ার,

লাভ ক্ষতিতেই দুলছে দোলক খবর মানেই ফি ডিয়ার!

শিক্ষার ধারাও বদলে গেছে ভার্সিটিতেই যৌনতা,

বুদ্ধিজীবি বুদ্ধিবেশ্যা, সুশীল মানেই মৌনতা।

বিষয়: বিবিধ

৯৭১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

353476
১০ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:৩৫
শেখের পোলা লিখেছেন : কবিতা সুন্দর হয়েছে৷
গভীর রাতে টকশো চলে সুশীলেরা যাত্রী,
রাতকে করে দিন তারা আর দিনকে করে রাত্রী৷
353912
১৪ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:৫৫
গাজী সালাউদ্দিন লিখেছেন : এক বোনের মন্তব্য, "ভাইয়া, আমার কাছে মনে হয়, এই ব্লগটা এখন অর্ধ মৃত"। তিনি যথার্থই বলেছেন, আপনাদের সম্মিলিত অনুস্পস্থিতি বিডিটুডের ভবিষ্যৎ নিয়ে পাঠকদের খুব ভাবাচ্ছে। আগের সেই সরগরম অবস্থা এখন আর নেই, এ আসেনা, ও আসেনা, সে আসেনা, তাই আমারও আসতে ভালো লাগে না, অতঃপর নিরুত্তাপ... এমন প্রবণতা থেকে বেরিয়ে আসা উচিৎ।
প্লিজ, কারো দিকে আর তাকিয়ে থাকা নয়, কেউ আসুক অথবা নাই আসুক, আপনি আসছেন, লিখছেন, ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা করছেন, এটাই নিশ্চিত করুন!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File