বিকৃতির স্বীকৃতি!!!
লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ১০ ডিসেম্বর, ২০১৫, ০২:৩৩:০৫ দুপুর
খুব সহজেই সভ্যতা আজ হয়ে গেছে বিকৃত,
চোর ডাকাতি জেনা সুদ তাই সভ্য বলেই স্বীকৃত।
সহজ সরল পূত জীবন আজ বিরোধী প্রগতির,
বেশ্যাদের আজ কদর ভারী মূল্য নেইতো সৎ সতীর।
টাকার মাপেই বিচার হয় যে ভালো কিংবা খারাপের,
ধর্মকথা বলতে গেলেই পড়ছে ঘাড়ে ফাঁড়া ঢের।
এরাই নাকি সভ্য মানুষ, কচ কচানি মিডিয়ার,
লাভ ক্ষতিতেই দুলছে দোলক খবর মানেই ফি ডিয়ার!
শিক্ষার ধারাও বদলে গেছে ভার্সিটিতেই যৌনতা,
বুদ্ধিজীবি বুদ্ধিবেশ্যা, সুশীল মানেই মৌনতা।
বিষয়: বিবিধ
৯৭১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
গভীর রাতে টকশো চলে সুশীলেরা যাত্রী,
রাতকে করে দিন তারা আর দিনকে করে রাত্রী৷
প্লিজ, কারো দিকে আর তাকিয়ে থাকা নয়, কেউ আসুক অথবা নাই আসুক, আপনি আসছেন, লিখছেন, ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা করছেন, এটাই নিশ্চিত করুন!
মন্তব্য করতে লগইন করুন