আমার লেখা থাকবে তো!!

লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ০৬ ডিসেম্বর, ২০১৫, ০৬:২৮:০২ সন্ধ্যা

জানি, আওয়ামী সরকারের অপকর্মের বিরুদ্ধে কলম ধরলেই অনেক ভোগান্তি সইতে হয়। সত্যের পক্ষে, ইসলামের পক্ষে জোরালো অবস্থান করতে গেলেই জংগী ট্যাগ কপালে জোটে। ব্লগ এর মতো সামাজিক যোগাযোগের মাধ্যম গুলোও আজ বাকশালীদের চরম রোষানলে। সরকার ফেসবুক বন্ধ করে দিয়েছে। নিজেদের খুনি আচরণের বিরুদ্ধে মানুষ তীব্র প্রতিক্রিয়া জানাবে এটা তাদের পছন্দ নয়। কিন্তু এভাবে কি সত্যকে আটকানো যায়? হয়তো কিছুদিন শয়তানের দল প্রলয় নাচন নাচবে। হয়তো সত্যবাদীদের রক্তে দেশের মাটি লাল হতে থাকবে। কিন্তু আল্লাহ যেদিন চাইবেন জালিমের পতন হবেই ইনশাআল্লাহ। তখন এই জালিমের ভক্তদের কি হবে? এসব জালিমের দল কখনোই ভাবে না। আর এজন্যই তাদের জন্য চরম ঘৃণ্য পরিনতি অপেক্ষা করে।

বিষয়: বিবিধ

৯৪৫ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

352911
০৬ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:২১
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
352919
০৬ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:৫০
শেখের পোলা লিখেছেন : ইনশা আল্লাহ৷ সেই দিনের অপেক্ষায় রইলাম৷
352978
০৭ ডিসেম্বর ২০১৫ সকাল ০৭:২৭
চেতনাবিলাস লিখেছেন : অনেক দিন পর টুডে ব্লগে লেখা দিলাম। যারা কমেন্ট করে আমাকে উৎসাহ দিলেন তাদের ধন্যবাদ জানাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File