বড়ই কষ্ট!!!!!!!!

লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ০১ মার্চ, ২০১৩, ০৫:৪৫:০৫ বিকাল

[b][/b

বড়ই কষ্ট অবিরত বাজছে বুকের মাঝে,

আল্লাহ নবীর প্রেমিক জন আজ কাঁদছে সকাল সাঁঝে।

দেশটাকে আজ শকুন দলে করছে সর্বনাশ,

মুক্তি যুদ্ধের ধুয়া তুলে দিচ্ছে পাছায় বাঁশ।

এদেশ নাকি সোনার বাংলা সোনায় ভরা ধন,

সুখ বদলে দুঃখ কেন , ভাবছি তা এখন।

ভাবনা গুলো অগ্নিগিরির লাভায় যায় যে ভরে,

বুকের ভেতর ভীষণ যে ক্ষোভ থামাই কমেন করে?

বাকশালীদের তান্ডবে আজ মরছে মু'মিন ভাই,

রক্তে তাদের ভিজছে এদেশ, দুঃখের সীমা নাই।

কষ্ট গুলো অগ্নি চুলো, মানেনা যে বাঁধ,

কেমন করে পুরবে আমার মু'মিন মনের সাধ?

বিষয়: সাহিত্য

৯১৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File