সাচ্চা মুসলমান!!!
লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ২২ আগস্ট, ২০১৪, ১০:৫৪:৫০ সকাল
জালিমের আছে অস্ত্র ও গোলা, আমাদের
আছে রক্ত,
সেটাই দিতে রাজি মোরা সব আল্লাহ -নবীর ভক্ত।
জেল জুলুম আর অত্যাচারের রোলার চালাবে ওরা,
জিহাদী চেতনা বুকে নিয়ে মোরা কেয়ার করব
থোরা।
ওরা নানা ছলে, কলে কৌশলে হানবে আঘাত ঢের,
এতটুকু তাতে টলবেনা জানি অন্তর মুমিনের।
বুকে যারা বেঁধে নিয়েছে কুরান, সুন্নাহ নবীজীর,
টলাতে কী পারে একচুল তারে ঝাঁকে ঝাঁকে ছোঁড়া তীর?
জালিম যতই খুন চোখে আসে মুসলিম পানে ধেয়ে,
জিহাদের মাঠে ধীর থাকে বীর ঈমানী শরাব খেয়ে।
সোনার দেশে যে জালিম আজ কেড়েছে মুমিন প্রাণ,
প্রতিশোধ নিতে জেগে ওঠ.সব সাচ্চা মুসলমান।
বিষয়: সাহিত্য
১১৫৬ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
লাইন একটা আর একটা খালি সুদুর মিলিয়ে পড়তে কষ্ট হয়..... যেমন http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/4081/kala/48356#.U_btQcuoVAg
মন্তব্য করতে লগইন করুন