সাচ্চা মুসলমান!!!

লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ২২ আগস্ট, ২০১৪, ১০:৫৪:৫০ সকাল

জালিমের আছে অস্ত্র ও গোলা, আমাদের

আছে রক্ত,

সেটাই দিতে রাজি মোরা সব আল্লাহ -নবীর ভক্ত।

জেল জুলুম আর অত্যাচারের রোলার চালাবে ওরা,

জিহাদী চেতনা বুকে নিয়ে মোরা কেয়ার করব

থোরা।

ওরা নানা ছলে, কলে কৌশলে হানবে আঘাত ঢের,

এতটুকু তাতে টলবেনা জানি অন্তর মুমিনের।

বুকে যারা বেঁধে নিয়েছে কুরান, সুন্নাহ নবীজীর,

টলাতে কী পারে একচুল তারে ঝাঁকে ঝাঁকে ছোঁড়া তীর?

জালিম যতই খুন চোখে আসে মুসলিম পানে ধেয়ে,

জিহাদের মাঠে ধীর থাকে বীর ঈমানী শরাব খেয়ে।

সোনার দেশে যে জালিম আজ কেড়েছে মুমিন প্রাণ,

প্রতিশোধ নিতে জেগে ওঠ.সব সাচ্চা মুসলমান।

বিষয়: সাহিত্য

১১৫৬ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

257020
২২ আগস্ট ২০১৪ সকাল ১০:৫৯
কাহাফ লিখেছেন : জেগে উঠা ছাড়া মুসলিমের নাজাতের আর কোন উপায় নাইরে................।
257039
২২ আগস্ট ২০১৪ সকাল ১১:৫৩
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সুন্দর হয়েছে! টুডেব্লগে কবিতা গদ্যের মত হয়ে যায়।
২২ আগস্ট ২০১৪ দুপুর ১২:৫০
200725
মামুন লিখেছেন : কবিতা তো আসলেই দু'ধরণের। একটা আমরা যাকে কবিতা মনে করি- ছন্দ এবং অন্ত্যমিল সম্পন্ন। আর আপনি যাকে গদ্যের মত বলছেন, সেটি হল 'গদ্য কবিতা'। বর্তমান ট্রাডিশন হল এই গদ্য কবিতা। আসলে, প্রতিটি মুক্ত শব্দই এক একটি কবিতা। তাতে ছন্দ, অন্ত্য মিল কিংবা পুর্ব মিল থাকতেও পারে, নাও পারে। আসল হল অনুভুতির প্রকাশ। আপনাদের জন্য শুভেচ্ছা রইলো।Good Luck
২২ আগস্ট ২০১৪ দুপুর ০১:১৩
200730
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আমি বুঝতে চেয়েছি


লাইন একটা আর একটা খালি সুদুর মিলিয়ে পড়তে কষ্ট হয়..... যেমন http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/4081/kala/48356#.U_btQcuoVAg
257042
২২ আগস্ট ২০১৪ দুপুর ১২:০৩
বুড়া মিয়া লিখেছেন : আকারে ছোট হলেও আপনার কবিতাগুলো ভালোই হয়
257051
২২ আগস্ট ২০১৪ দুপুর ১২:৪১
মাহফুজ আহমেদ লিখেছেন : ভালো লাগল।ধন্যবাদ
257053
২২ আগস্ট ২০১৪ দুপুর ১২:৪৬
মামুন লিখেছেন : ধন্যবাদ, ভালো লাগলো।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File