বন্ধু

লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ০৩ আগস্ট, ২০১৪, ০৩:৩৫:২৯ দুপুর

এই জীবনের চলার পথে বন্ধু কে আমার

আল্লাহ নবীর প্রেমিক যারা বন্ধু হোক সবার।

জীবন যদি না হয় সফল বন্ধুতে কি লাভ?

বন্ধু হবে আলোর দিশা, ঘুচবে সব অভাব।

ঈমান যাদের নয় গো সঠিক বন্ধু তারা নয়,

মুসলিম যারা মুসলমানের বন্ধু তারাই হয়।

যে জন তোমায় খারাপ পথের নেশায় ভারায় মন,

জেনে রাখ বন্ধু তোমার নহে সেই কুজন.।

আসল বন্ধু চিনতে হবে, মানতে হবে দ্বীন,

তবেই জীবন সফল হবে, সব হবে রঙ্গিন।

বিষয়: সাহিত্য

১০১৫ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

250433
০৩ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৪২
ফেরারী মন লিখেছেন : আসল বন্ধু চিনতে হবে, মানতে হবে দ্বীন,
তবেই জীবন সফল হবে, সব হবে রঙ্গিন


এটাই আসল কথা ভাই।
250452
০৩ আগস্ট ২০১৪ বিকাল ০৪:২০

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 9368

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> আমি মেঘ হবো লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
250537
০৩ আগস্ট ২০১৪ রাত ০৮:২৩
বুড়া মিয়া লিখেছেন : ছোট ছোট কবিতাগুলো ভালই হয় আপনার;
ধন্যবাদ
251004
০৪ আগস্ট ২০১৪ রাত ১১:২৮
বাজলবী লিখেছেন : অনেক সুন্দর ভালো লাগলো ধন্যবাদ।
251006
০৪ আগস্ট ২০১৪ রাত ১১:৪৩
দিশারি লিখেছেন : ভালো লাগলো।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File