হায়রে বিশ্ববিবেক!!!
লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ২০ জুলাই, ২০১৪, ০৫:১৪:৪৮ বিকাল
কয়েকদিন পরেই ঈদুল ফিতর। মুসলমানদের পার্থিব জীবনের সব চেয়ে আনন্দের দিন। কিন্তু ফিলিস্তিনের গাজায় ইঙ্গমার্কিন ষড়যন্ত্রের ফসল ইসলামের চরম দুষমন ইহুদিরা রমযানের এই পবিত্র. দিন গুলোতে নারী শিশু নির্বিশেষে সব ধরনের মুসলিম নাগরিকের উপর যে পৈশাচিক হামলা চালাচ্ছে তাতে বিশ্বের অন্যান্য দেশের প্রকৃত ঈমানদার মুসলিমের এবারে ঈদের আনন্দ ইতোমধ্যেই ফ্যাকাসে হয়ে গেছ। সামান্য অযুহাতে আমেরিকা ইরাকের উপর একটি যুদ্ধ চাপিয়ে দিয়েছিল নব্বইয়ের দশকে। ইরাক রাষ্টটি সে যুদ্ধের ধকল আজও কাটিয়ে উঠতে পারেনি। কিন্তু দীর্ঘদিন যাবত ইসরায়েল ফিলিস্তিনের মুসলমানদের উপর জঘন্যতর হামলা চালালেও আমেরিকার নেতৃত্বাধীন বিশ্ব ইসরাইলকে নিবৃত্ত করতে কোনো প্রচেষ্টাই নেয়নি। মারনাস্ত্র সংগ্রহের অযুহাতে ইরাকের পর ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করলেও জারজ রাষ্ট্র ইসরাইলের ক্ষেত্রে থেকেছ নির্বিকার। তাইতো আজ ইসরাইল বেপরোয়া ভাবে মুসলিম নিধনে মেতে উঠেছে। ইসরাইলের এসব অপকর্মের দায় আমেরিকার নেতৃত্বাধীন জাতিসংঘের উপরই সম্পুর্ণরুপে বর্তায়।
বিষয়: বিবিধ
১০১৪ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন