জাগো হে মু'মিন মুসলমান

লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ২৫ ফেব্রুয়ারি, ২০১৩, ০৭:৫০:৫২ সকাল



চারিদিকে আজ হাঁকছে কাফির

নাস্তিক সব বেঁধেছে ঝাঁক,

জাগো হে মুসলিম ,মু'মিনের দল

আল্লাহুআকবার দাও গো ডাক।

লুটেরা আর খুনি ধর্ষক

এক হয় তব বিরুদ্ধে,

আমাদেরও তাই জাগতেই হবে

জিততেই হবে এ যুদ্ধে।

মহান রবের বিধান মেনে

চলি যদি সব এক তালে,

নাস্তিক রূপী হায়েনার দল

জয় পাবে নাতো কোন কালে।

জাগো মু'মিন মুসলিম সবে

আগাও গো হাতে হাত রেখে,

শহীদী কাফেলা সামনে চলুক

পবিত্রতম লহু মেখে।

বিষয়: বিবিধ

১০২১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File