ক্ষুব্ধ প্রতিক্রিয়া।
লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ১৩ ডিসেম্বর, ২০১৩, ১২:০৯:১১ দুপুর
প্রায় চার বছর যাবৎ ফেস বুকও ব্লগে লেখা লেখি করছি। আমার পোষ্ট গুলো প্রায় সবই ইসলামের পক্ষে আর শয়তানি অপশক্তির বিপক্ষে ।আমি বাংলাদেশের সন্তান। কিন্তু বাংলাদেশের বর্তমান রাষ্ট্রীয় শৃঙ্খলার আমি চরম বিরোধী। রাষ্ট্র জনগণের প্রদত্ত করের টাকা খরচ করছে জনগণেরই বিরুদ্ধে। আজ বাকশালী চেতনার বিপক্ষে যারাই সরব হচ্ছে তাদের দেখানো হচ্ছে নানা রকম ভয় ভীতি। আর যুদ্ধাপরাধের বিচারের নামে এদেশ থেকে ইসলামপন্থীদের চিরতরে নির্মুল করার যে মিশনে নেমেছে আওয়ামী বাকশালী আর নাস্তিক চক্র তার বিরুদ্ধে যারাই অনলাইনএ লেখা লেখি করছে তাদের উপরও নেমে এসেছে হাজারো নীপিড়নের খড়গ। তবুও থামবো না আমরা। আমি দ্ব্যর্থহীন ভাবেই বলতে চাই , বাংলাদেশ রাষ্ট্রের বিরোধী আমি নই। তবে রাষ্ট্র এখন ভালমানুষ নিধনে যে ব্যবস্থা নিচ্ছে আমি তার ঘোর বিরোধী। বাংলাদেশের বর্তমান বিচার ব্যবস্থার ও আমি চরম বিরোধী । কারণ এখানে এখন ন্যায় বিচার বলতে নেই । প্রশাসনের কর্তা ব্যক্তিদের ইশারায় বিচারক রা বিচার কাজ সমাধা করে। এটা মহা অন্যায় । আমি আই এই মহা অন্যায়ের বিরোধীতা করবোই।
বিষয়: বিবিধ
১০৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন