হৃদয়ের তন্ত্রীতে আজ বিদ্রোহের সুর
লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ১৫ এপ্রিল, ২০১৩, ১০:২১:৫৭ রাত
দেশ মাতৃকার স্বপ্ন মদীর শান্তির আশায়
আমি বাকপ্রতিবন্ধী তরুনীর মত
নির্বাক থাকতে চেয়েছিলাম।
আমার বুকের দিয়ে হাজারো লম্পট
তাদের পৈশাচিক ক্ষুধা মিটিয়ে গেলেও
আমি একটি বারের জন্যও টু শব্দটি করিনি।
কারণ, পিশাচদের গায়ে মুক্তি যুদ্ধের চেতনার নামাবলী ছিল।
কিন্তু আজ
যে স্বাধীনতার জন্য লাখো শহীদ জীবন দিয়েছিল,
যে এক সাগর রক্ত আর মা বোনের সম্মান হানি হয়েছিল
তাকেই বুকে ধারণ করে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে
গ্রেফতার অতঃপর রিমান্ডে গেল বাংলাদেশের বিবেক।
আমার পক্ষে আজ চুপ থাকা আর অসম্ভব।
যে স্বাধথীনতা আমার কথা বলার অধিকার কেড়ে নেয়,
যে স্বাধীনতা আমার ধর্মীয় বিশ্বাস নিয়ে কটাক্ষ করতে উৎসাহ যোগায়
আমি সে স্বাধীনতাকে তীব্র ঘৃনার বাণে জর্জরিত করি।
আমি সেই স্বাধীনতার নামে পৈশাচিকতার ঘোর বিরোধী।
যে চেতনাবোধ
আমাকে সব অসভ্যতাকে অনুমোদন দিতে প্রোরোচিত করে,
প্রাণের স্পুরণের নামে আদীমতাকে আলিঙ্ঘণ করে,
আমি সেই চেতনাবোধকে পাশবিকতা বলে
আস্তাকুঁড়ে নিক্ষেপ করি।
আমার হুদয় তন্ত্রীতে আজ বিদ্রোহের সুর।
কায়েমী সার্থবাদীদের সভ্যতাবিনাশী এই কূপমন্ডুকতাকে
আমি দুর্বিনীত দাপটে দুপায়ে দলে যাই।
বিষয়: বিবিধ
১২৯২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন