বিবর বাজার স্থলবন্দর এলাকাটা দেখলে মনেহয় এটা বাংলাদেশের অংশ নয়?

লিখেছেন লিখেছেন জুয়েল৩২ ২০ ফেব্রুয়ারি, ২০১৩, ০৫:০৭:০৪ বিকাল

প্রতি দিন কয়েকশত ট্রাক মালামাল বাংলাদেশ থেকে ভারতে যায় আসে। এ স্থল বন্দর দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ ভিসানিয়ে ভারত খেকে বাংলাদেশে আসে এবং বাংলাদেশ খেকে ভারতে যায়। প্রতি দিন এই স্থলবন্দর খেকে কয়েক লক্ষ্যটাকা রাজস্ব পায় সরকার। অথচ যে রাস্তা দিয়ে এত সব ভারী যানবাহন চলাচল করে, সেই রাস্তার কি যে বেহাল অবস্থা দেখলে মনেহয় এটা বাংলাদেশ নয় ভারতের একটি অংশ। প্রতিদিন এই রাস্তাদিয়ে কটক বাজার, শাহাপুর, রাজমঙ্গলপুর,গাজীপুরের একটি অংশের লোকজন চলাচল করে থাকে। তাদের যে কত কষ্ট হয় তা বাস্তবে না দেখল কেউ উপলদ্ধি করতে পারবে না। উল্লেখিত এলাকার ছেলে মেয়েরা স্কুলে যেতে পারেনা । তাদের লেখাপড়া মারাত্তক ভাবে ব্যাহত হচ্ছে । এই বন্দর থেকে বৎসরে যে পরিমান রাজস্ব পায় সরকার তা দিয়ে এই রকম ১০ টি নতুন রাস্তা বানাতে পারে। সরকারের কাছে এলাকাবাসীর একটাই প্রাণের দাবী । সেটা হলো বিবির বাজার থেকে কটক বাজার স্থলবন্দর পর্যন্ত রাস্তাটি দ্রুততার সাখে তৈরী করে জনগনের দীর্ঘ দিনের সমস্যার সমাধান করা।

বিষয়: বিবিধ

১০০৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File