শাহবাগে বেলুন উড়িয়ে শহীদদের স্মরণ
লিখেছেন লিখেছেন সোহাগ ২০ ফেব্রুয়ারি, ২০১৩, ০৫:০৭:৩১ বিকাল
রাজধানীর শাহবাগে আন্দোলনকারীরা মুক্তিযুদ্ধের শহীদদের উদ্দেশে বেলুনের মাধ্যমে চিঠি পাঠানো কর্মসূচি পালন করেছে। বুধবার বিকেল সোয়া চারটার দিকে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া প্রত্যেক মানুষ যাতে অন্তত একটি করে বেলুন ওড়াতে পারে সেজন্য ‘যথেষ্ট পরিমাণ’ বেলুনের আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা।
গত ১৮ ফেব্রুয়ারি এ কর্মসূচির ঘোষণা করা হয়।
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গত ১৬ দিন ধরে শাহবাগে আন্দোলন চলছে। ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্ট ফোরামের ব্যানারে এই আন্দোলন শুরু হয়।
বিষয়: বিবিধ
৯০৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন