মৌনতা যখন ধ্বংসের জানালা
লিখেছেন লিখেছেন নাজমুস সাকিব ১ ০৮ এপ্রিল, ২০১৩, ১১:০৮:১৫ সকাল
প্রথমে চেচনিয়া এবং বসনিয়ায় মুসলিম নির্যাতন হইল, আমরা চুপ রহিলাম।
এরপর ফিলিস্তিনে হইল, আমরা চুপ রহিলাম।
এরপর আফগানিস্তানে হইল, আমরা চুপ রহিলাম।
এরপর ইরাকে হইল, আমরা চুপ রহিলাম।
এরপর সিরিয়ায় হইল, আমরা চুপ রহিলাম।
এরপর ভারত এবং মিয়ানমারে হইল, আমরা চুপ রহিলাম।
অবশেষে বাংলাদেশে প্রথম কিস্তি শুরু হইতেছে, আমরা তারপরেও চুপ রহিলাম।
যতক্ষণ না নিজের ঘরের ভেতর নিজের বাপ- মা, ভাই-বোনের ওপর নির্যাতন হইতেছে, ততক্ষণ আমাদের টনক নড়িবেনা। কুফফারদের পা চাটিয়াই অনুগত কুকুরের ন্যায় লেজ নাড়িব। আর বলিব, ইসলাম শান্তির ধর্ম। আসো শান্তি পালন করি।
বিষয়: বিবিধ
৯৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন