ইসলাম যখন গিনিপিগ
লিখেছেন লিখেছেন নাজমুস সাকিব ১ ২১ এপ্রিল, ২০১৩, ১২:১৬:৪৪ দুপুর
বই এর তাকের সারি সারি বই, হার্ড ডিস্কের অগুনতি লেকচার ও বিভিন্ন কোর্সের ভিডিও ক্লিপ, ভুরি ভুরি অডিও লেকচার। এগুলোর দিকে প্রতিদিনই যখন চোখ যায়, একটা অসহ্য যন্ত্রণা হয় ভেতরে। ইসলাম সম্পর্কে নিজের অজ্ঞতা যখন চোখের সামনে ফুটে উঠে, তা সহ্য করা আসলেই অসম্ভব। কত জ্ঞান থেকে আমি বিচ্ছিন্ন। কত ইলম থেকে বঞ্চিত।
একটা সময় ছিল যখন প্রথম প্রথম দ্বীন পালন শুরু করি, তখন মনে হত নির্দিষ্ট কয়েকটা বই পড়লেই হল। এক্সপার্ট হয়ে গেলাম। কিন্তু যতই দিন গড়াচ্ছে, নিজের অজ্ঞতায় নিজেই লজ্জায় পড়ে যাচ্ছি। নিউটনের সেই বিখ্যাত উক্তি প্রতিটা মুহূর্তেই মাথায় বাজতে থাকে। জ্ঞান সাগরের বালুচরে যেন শুধু নুড়ি পাথর নাড়াচাড়া করেই জীবন কাটিয়ে দিলাম। যদিও আমার ক্ষেত্রে বলতে গেলে আমি এখনও সাগর পাড়েই পৌঁছাতে পারিনি।
ভেবে অবাক হই, ইমাম মালিককে যখন কোন মাসালা সম্পর্কে প্রশ্ন করা হত, তিনি অত্যন্ত সতর্কতা অবলম্বন করতেন। এমনও হয়েছে, যে একটি মাসালার উত্তর দিতে তিনি সারারাত ঘুমাননি। তাকে একবার ২২ টা মাসালা জিজ্ঞেস করা হয়, তিনি দীর্ঘ চিন্তার পরে ২ টার উত্তর দিয়েছিলেন। বাকি ২০ টার দেন নি। তিনি তাঁর জ্ঞানহীনতাকে এর জন্যে দায়ী করতেন।
এরপরেও যখন দেখি কিছু অর্বাচীন, যারা ইসলামি জ্ঞানের সাগরের ঠিকানাও জানে কিনা সন্দেহ, দিন রাত টিভি-পত্রিকায় ইসলামের ব্যাখ্যা দিয়ে যাচ্ছেন, যেমন খুশি তেমন, যেভাবে পারে সেভাবে, তখন আর স্থির থাকতে পারিনা। মাথায় রক্ত উঠে যায়।
এই সময়ের সবচে সহজলভ্য গিনিপিগ হল ইসলাম। সবাই তার গবেষক।
বিষয়: বিবিধ
১৫৫২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন