ইসলাম নিয়ে লজ্জা?

লিখেছেন লিখেছেন নাজমুস সাকিব ১ ২২ মার্চ, ২০১৩, ০৯:৫৬:১৩ রাত

আজকের মুসলিমরা সাদা চামড়ার মানুষদের ফলো করে হাফ প্যান্ট পড়ে রাস্তায় নামতে লজ্জা পায়না। কিন্তু রাসূল [ﷺ] কে ফলো করে টাখনুর উপর প্যান্ট টানতেই যত লজ্জা তাদের।

পশ্চিমা বেহায়া মেয়েদের মত শরীরের উত্থান পতন প্রদর্শন করে নিজের বাপ, ভাই, আত্মীয়, অপরিচিতের সামনে ঢেউ খেলানো হাঁটতে আজকের মুসলিমাদের লজ্জা লাগেনা, কিন্তু ইসলামের নির্দেশে শরীরটা ঢেকে চলতে তাদের যত লজ্জা।

আজকের মুসলিমরা বগল আর নাভীর নিচের কেশ বাড়াতে লজ্জা বোধ করেনা, অথচ মুখের দাড়ি বাড়াতেই তাদের যত লজ্জা।

আজকের মুসলিম নারী পুরুষের রাস্তাঘাটে বেহায়ার মত হাতে হাত ধরে, গায়ে গা ঘেঁষে প্রেম পিরীতি দেখাইতে লজ্জা লাগেনা, কিন্তু নামাযের সময় আড্ডা ফেলে মসজিদে যেতে তাদের যত লজ্জা।

আজকের মুসলিমরা চরিত্রহীন হলিউড বলিউড নায়ক নায়িকাদের আইডল মানতে বিন্দুমাত্র লজ্জা বোধ করেনা, কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটিকে আইডল মানতে তাদের লজ্জায় মাথা হেট হয়।

আজকের মুসলিমদের পূজা পার্বণে গিয়ে নাচতে লজ্জা হয়না, কিন্তু নামায পড়তে যত লজ্জা।

আজকের মুসলিমদের পথভ্রষ্ট ও আল্লাহ্‌র গজবপ্রাপ্ত শ্রেণীকে অনুসরণ করতে লজ্জা হয়না, কিন্তু আল্লাহ্‌র রাস্তায় চলতে তাদের যত লজ্জা।

বিষয়: বিবিধ

১০৭০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File