দ্যা থ্রী কোয়েশ্চান
লিখেছেন লিখেছেন নাজমুস সাকিব ১ ০৭ মার্চ, ২০১৩, ০১:০৮:৩৫ দুপুর
অন্ধকার কবর। একজন প্রগতিশীল শুয়ে। পাশে সাওয়ালকারী মালাইকা।
প্রশ্ন ০১: মান রাব্বুকা? [তোমার রব কে?]
উত্তরঃ রব? এইটা আবার কি জিনিস? ক্রিয়েটর হচ্ছে আল্লাহ্, এইটা জানি। রব জিনিসটা বুঝলাম না।
প্রশ্ন ০২: মা দ্বীনুকা? [তোমার দ্বীন কি?]
উত্তরঃ দ্বীন মানে? ও ধর্ম?? আমি তো ধর্মনিরপেক্ষ ছিলাম। আমার ধর্ম মানবধর্ম। মানবসেবাই আসল। আমি বুঝি ধর্ম একটা উপলক্ষ্য মাত্র। স্রষ্টার নিকটবর্তী হওয়াটাই মূল লক্ষ্য হওয়া উচিৎ আমাদের।
প্রশ্ন ০৩: [রাসূলকে দেখিয়ে] মান হাজা রাজলু? [এই ব্যাক্তি কে?]
উত্তরঃ উনি একজন খুব ভালো আরব ব্যাক্তি সম্ভবত। তিনিও হাজারটা ধর্মের মত একটা ধর্ম নিয়ে এসেছিলেন। তাঁকে নিয়ে খুব একটা জানার ইচ্ছে হয়নি। আমি তো বললামই ধর্ম নিয়ে বাড়াবাড়ি জিনিসটা আমি পছন্দ করিনা। যার যার ধর্ম তার তার। আমরা সবাই স্রষ্টার নিকট যাওয়ার চেষ্টা করি বিভিন্ন ধর্মের মাধ্যমে। তাই এনাকে নিয়ে অত পড়ালেখার কোন প্রয়োজন মনে করিনি। বাই দ্যা ওয়ে, আমি বেঁচে থাকতে কারা নাকি তাঁকে নিয়ে আজেবাজে কথা বলত। আর এই লেইম বিষয়টা নিয়ে মৌলবাদী হুজুর কতগুলা যা অবস্থা করলো দেশে। মারেম্মা।
[অতঃপর সেই উহুদ পাহাড়ের চাইতেও ভারী হাতুড়ির আগমন...]
বিষয়: বিবিধ
৮৫১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন