নশ্বর জগতে খারাপ মানুষের বসবাস

লিখেছেন লিখেছেন ইসহাক মাসুদ ০২ ফেব্রুয়ারি, ২০১৪, ০১:৫০:১৭ দুপুর

নশ্বর জগতে খারাপ মানুষের বসবাস

............................................................. (একটি বিশ্লেষণ)

মানুষ দেহে, চেহারা-সুরাতে যত ভদ্র, সাধু-শুদ্ধ অন্তরগত তত অশুদ্ধ। আপনার পাশের যে মানুষটিকে এতদিন ভদ্র জ্ঞান করে আসছেন তার সাথে কাজে-কর্মে, লেন-দেনে জড়ালে বুঝতে পারবেন সে কত বড় শঠ। যে মানুষটিকে হাট-বাজারে, রাস্তা-ঘাটে, পথে প্রান্তরে ভদ্র ও ভাল মানুষ হিসাবে চিনেন তাকে তার আপন সংসারে সবার প্রিয়, সবার আদর্শ পুরুষ হিসাবে কাদাচিৎ পাবেন। কারণ প্রতিটি মানুষ আপন সংসারে হয়ত রাগি, রুঢ়, কর্কশ, নিরস না হয় বোকাসোকা বা অকর্মন্য। এই গুনাবলীর লোকজনকে কেউ ভালবাসে না, কেউ পছন্দ করেনা। অবশ্য তার বিপরীত লোকও পাওয়া যায় তবে তাদের সংখ্যা খুবই নগন্য। আপনি দেখবেন সেই সংসারের অপ্রিয় লোকগুলো বন্ধু মহলে, কলিগ মহলে উদার ও ভালমানুষ হিসাবে পরিচিত। যে ব্যক্তি আপন সংসারে অপ্রিয় সে বন্ধ ও কলিগ মহলে প্রিয় হয় কি করে? বাস্তবে তার সাথে কিছুদিন চললে, লেনদেন করলে, অতি ঘনিষ্ট হলেই তখন তার আসল রূপ প্রকাশ পাবে। আপনি অনেক মানুষকে দেখবেন বাজারের বন্ধুদের সাথে হাজার হাজার টাকা নির্দ্বিধায় খরচ করছে অথচ বাড়ীতে নগন্য শুঁটকি কিনতে বললে রেগে যায়। যেখানে প্রয়োজন সেখানে খচর করছে না অহেতুক টাকা উড়ায়। পরিবারের সদস্যরা কিছু চাইলে বা কিছু আনতে বললেই ধমক দেয়, রাগারাগি ও গালমন্দ করে। অথচ চায়ের দোকানে চাহিত জিনিষের মুল্যের চেয়ে অনেক বেশি টাকার বিল পরিশোধ করছে। তাহলে বুঝতে হবে, এই মানুষটি ভাললোক নয়-আদর্শ ব্যক্তি নয়, মন্দ ব্যক্তি ।

এক কথায় যে ব্যক্তি আপন ঘরে উত্তম সে বাস্তবে উত্তম। রাসুল (সাঃ) এরশাদ করেছেন, তোমাদের মধ্যে ঐ ব্যক্তি উত্তম যে আপন সংসারে উত্তম, আমি আমার সংসারে উত্তম। সুতারাং যখন তোমাদের সাথী (রাসুল সাঃ) ইন্তিকাল করবে, তখন তার জন্য দোয়া করবে। আমাদের রাসুলের কথা বাস্তবে কত সত্য!!!

বিষয়: বিবিধ

৯২৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

171945
০২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:২৯
হতভাগা লিখেছেন : লোক দেখানোর জন্যই এরা এসব করে থাকে ।

যেখানে লৌকিকতা দেখালে তার সুনাম হবে সেখানে সে ইফোর্ট দেয় । নচেত না ।

Formal ব্যবহার Superficial যা সবসময়ই আন্তরিক হয় ।

Normal ব্যবহারই আসল ব্যবহার এবং আসল স্বভারের প্রতিফলন ।
171970
০২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:১০
ইক্লিপ্স লিখেছেন : কোন মানুষই পারফেক্ট হয় না। সবার মাঝেই কম বেশি নেগেটিভ পজেটিভ বৈশিষ্ট্য থাকে। তবুও মানুষের মন নরম রাখার জন্য সব সময় ভালো কথা বল যেতে হয়। আর এটা ঠিক মানুষ নিজে ফেয়ার থাকলে এক সময় সেই জয়ী হয়।

ভালো লাগল লেখাটা। শুভকামনা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File