হুদহুদ পাখি ও প্রধানমন্ত্রীর দাওয়াত

লিখেছেন লিখেছেন ইসহাক মাসুদ ০১ সেপ্টেম্বর, ২০১৩, ০৯:০০:৩৭ রাত

অনেক দিন পূর্বে হরযত সোলাইমান (আঃ) এর একটি গল্প পড়েছিলাম। হরযত সোলাইমান (আঃ) পশু পাখির ভাষা বুঝতেন, হুদহুদ পাখি তাঁর বার্তা বাহক ছিল। একদা হুদহুদ পাখি হযরত সোলাইমান (আঃ) কে তার সভাসদসহ এবং সামরিক বাহিনীর সবাইকে দাওয়াত দেয়। নির্ধারিত দিনে সাগর পাড়ে হুদহুদ পাখির দাওয়াতে সবাই সমবেত হল। সবাই উপস্থিত হলেও হুদহুদ পাখির পাতা নাই। সবাই বিরক্তি হলেও সোলাইমান (আঃ) একটু চিন্তিত। তিনি রান্না বান্নার কোন লক্ষণ দেখছেন না। বেলা অনেকটা অস্তে যাচ্ছে। হঠাৎ হুদহুদ পাখি একটি পিড়িং নিয়ে হাজির হয়। হযরত সালোইমান (আঃ) একটু বিরক্তি স্বরে হুদহুদকে সুদালেন, কি তোমার ভোজন কোথায়? সবাইকে দাওয়াত দিয়েছ, কিন্তু খানা খাদ্যের কোন লক্ষণ দেখছি না। হুদহুদ পাখির হাতে থাকা পিড়িংটি সিড়ে সাগরে পেলে দিয়ে বলল, খানা শুরু করেন মাংস শেষ হয়ে গেলেও জোল শেষ হবে না। হুদহুদের কথা শুনে হযরত সোলাইমান (আঃ) অট্টহাসি হাসলেন।

.............................................

সাভারের আশুলিয়া গার্মেন্টস্ বেষ্টিত এলাকা, সেখানে প্রায় ৪ লক্ষ গার্মেন্টস্ কর্মী কাজ করে এবং সেখানে বসবাস করে। প্রধানমন্ত্রী আশুলিয়ায় গার্মেন্টস্ কর্মীদের মরমপট্টী লাগাইতে গেছেন। গার্মেন্টস্ কমীদের দাওয়াত দিলেন। তিনি সেখানে গার্মেন্টস্ কমীদের জন্য আবাসন প্রকল্প করেছেন। প্রধানমন্ত্রীর দাওয়াতে প্রায় ৫০ হাজার গার্মেন্টস্ কর্মী উপস্থিত হয়েছে। সবার আশা দীর্ঘদিনের বাসা মালিকদের অত্যাচার থেকে বাঁচবে। বছর বছর মালিকরা বাসা-ভাড়া বেড়েই চলছে, অতিষ্ট হয়ে বড় আশা নিয়ে সভাস্থলে সবাই মিলে উপস্থিত হয়। সবাই প্রধানমন্ত্রীর দাওয়াতের জায়গায় অধির আগ্রহে প্রহর গুনছে। প্রধানমন্ত্রী উপস্থিত হলেন এবং সবাইকে জানালেন, “আমি ৮ শত গার্মেন্টসরর্মীর আবাসনের ব্যবস্থা করেছি অন্যেরা তা করেনি”। (বাকিরা ! বাকিরা কোথায় থাকবে? কেন উপরে আসমান, নীচে জমিন আছে থাকার জায়গার অভাব হবে না। থাকা শুরু করেনে। ) প্রধান মন্ত্রীর আবাসন ঘোষনা উপস্থিত কেউ হেসেছি কি না জানি না, তবে জনগন হযরত সোলাইমান (আঃ) এম ন্যয় অবশ্যই হেসেছেন। আপনারা কি মনে করেন।

বিষয়: বিবিধ

১১৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File