তথ্য মন্ত্রীর অনুরোধ
লিখেছেন লিখেছেন ইসহাক মাসুদ ২৯ আগস্ট, ২০১৩, ১২:১৭:৪২ দুপুর
আজ ২৯/০৮/২০১৩ইং তারিখে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এটিএন বাংলায় এক অনুষ্ঠানে জামায়াত মুক্ত দেশ চাইলে, তেুতঁল হুজুর মুক্ত দেশ চাইলে, সম্প্রাদায়ীক রাজনীতি মুক্ত দেশ চাইলে মহাজোটকে ভোট দেয়ার জন্য দেশবাসীর প্রতি অনুরোধ জানালেন।
মন্ত্রীর বক্তব্যের বিশ্লেষনঃ
জামায়াত একটি ইসলামী দল, তেতুঁল হুজুররা মসজিদ-মাদ্রাসা, পীর মুরীদি ও খানকা পরিচালনা করেন, সম্প্রদায়ীক রাজনীতি বলতে ইসলামী দল বুঝায় (কারন হিন্দু বৌদ্দ ও খৃষ্টান সম্প্রদায়ের কোন দল বাংলাদেশে রাজনীতি করেন না তথা ইসলাম মুক্ত বাংলাদেশ চাইলে মহাজোটকে ভোট দিন।)। অর্থাৎ মন্ত্রী ইসলাম মুক্ত রাজনীতি চাইলে মহাজোটকে ভোট দেয়ার অনুরোধ জানিয়েছেন। আমিও মন্ত্রীর সাথে সহমত। তাই সবার আমার আকুল আবেদন,আপনারা আগামীতে ইসলাম মুক্ত বাংলাদেশ চাইলে মহাজোটকে ভোট দিয়ে পুনরায় ক্ষমতায় আনুন।
বিষয়: বিবিধ
১৩৩২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন