কন্যার হাতে মাতা পিতা খুন, খতিয়ে দেখা প্রয়োজন
লিখেছেন লিখেছেন ইসহাক মাসুদ ১৭ আগস্ট, ২০১৩, ০৭:৫৫:১১ সন্ধ্যা
পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও তার স্ত্রী খুন হয়েছেন। অভিযোগ উঠেছে পরিকল্পিত ভাবে হত্যা করেছে প্রায়ত দম্পতির কন্য সন্তান ঐশী রহমান। ঐশীর বয়স ১৬। সে ধানমণ্ডির অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের ও লেভেলে পড়ে। অভিযোগে বলা হয়েছে, সম্প্রতি ঐশী উচ্ছৃঙ্খল জীবন যাপন করছে এবং প্রচন্ড মাদকাসক্ত হয়ে পড়েছে।
আমার ভাবতে অবাক লাগে, একজন পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ইন্সপেক্টরের কন্যা মাদকাসক্ত! আবার উচ্ছৃঙ্খল জীবন যাপন করছে!!!?। যে কন্যার বয়স মাত্র ১৬ বছর তথা একে বারেই টিনেজ বা কিশোরী। যে পুলিশের কাজ হল, দেশে উচ্ছৃঙ্খলতা রোধ করা, মাদকসেবী ও বিক্রেতাদেরকে প্রতিহত করা প্রতিরোধ করা সেই পুলিশের ঘরে উচ্ছৃঙ্খল মাদকাসক্ত? তাও আবার ছেলে নয় আপদমন্ত কন্যা?। এই ব্যর্থতা কি কন্যার না কি পুলিশ কর্মকর্তার? ইন্সপেক্টরের সাহেবের কন্যা কার সাথে মিশছে, কার সাথে চলাফেরা করছে, লিখা-পড়া নিয়মিত করছে কি না, কখন বাসায় ফিরছে তা কি দেখার প্রয়োজন ছিল না পুলিশকর্মকর্তা পিতা মাতার? একটি টিনএজ মেয়ে কেন নেশা করছে? সে দিকে খেয়ার করার প্রয়োজন বোধ ছিল না মাতা পিতার? অভিযোগে বলা হয়েছে, হত্যার সময় ঐশীর বন্ধুরাও অংশ নিয়েছে। চিন্তা করুনতো, একজন টিনএজ মেয়ের বন্ধু কত উচ্ছৃঙ্খল হলে হত্যায় অংশ নিতে পারে। মা বাবা একটু রাগি হলে বন্ধুরা সে বাড়ীতে যেতে ভয় করে। সে জায়গায় একজন পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ইন্সপেক্টর মাহফুজুর রহমানের বাসা। সে বাসার দিকে চোখ তুলে তাকানো তো বড় সাহসের প্রয়োজন। সে ক্ষেত্রে বাসায় প্রবেশ নয়, কথা বলা নয়, তর্কবির্তক নয় সরাসরি হত্যা!। আশ্চার্য!
মাতা পিতা অত্যন্ত স্নেহে যারপর নাই আদর যত্নে আপন সন্তানকে লালন পালন করেন। সন্তানরাও মাতা পিতাকে সেভাবে শ্রদ্ধা করে। কোন কোন ফ্যামেলিতে সন্তান সন্তুতির সাথে মাতা পিতার সম্পর্ক বন্ধুর মত হয় কোথাও তার চাইতে কিছুটা কম, তবে সৌহার্দ্যতা থাকে। সে জায়গা ঐশী তার মাতা পিতাকে হত্যা করা, টিনএজ বয়সে উচ্ছৃঙ্খল ও মাদকাসক্ত হওয়া তার পিছেনে অন্য কোন কারন নাই তো? ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও তার স্ত্রীর বেচে থাকলে কন্যা ঐশীর ক্ষতি কি ছিল ? বা ঐশীকে তার মা বাবা কেন কেয়ার করেনি। সেটাও ক্ষতিয়ে দেখা প্রয়োজন।
বিষয়: বিবিধ
১৬৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন