জয়ের বক্তব্য ও জন সাধারনের হাঁসি

লিখেছেন লিখেছেন ইসহাক মাসুদ ২৫ জুলাই, ২০১৩, ০৯:১৬:৫৩ রাত

"মজা লইলে আসেন হাঁসতে হাঁসতে পেট বেথা করলে আমার দোষ নাই"।

নামক শিরনামায় একটি ভিডিও ক্লিপের লিংক পেলাম, অতি উৎসাহ নিয়ে ভিডিওটি দেখলাম। শিরনামার দাবী অনুযায়ী আমার অদম্য হাঁসিও রুখতে পারলাম না। ক্লিপটি দেখছিলাম একা একা, তাই কেউ আমাকে পাগল ভাবেনি। ভিডিও ক্লিপে আমাদের মাননীয় প্রধান মন্ত্রীর তনয় সজিব ওয়াজেদ জয় একটি ইফতার অনুষ্ঠানে সাংবাদিকদের প্রতি প্রশ্ন রেখে বলছেন, বিএনপি এর সাথে আপনারা তুলনা করে দেখবেন আওয়ামীলীগ কোথায় ব্যর্খ হয়েছে? বিএনপি এর সাথে তুলনা করলে কোন ক্ষেত্র নাই যেখানে আওয়ামীলীগ যে পরিমান সফলতা দেখিয়েছে ৪ বছরে, বিএনপি দুই ট্রার্মে এতটুকু সফলতা করতে পারেনি। আমার কাছে তথ্য আছে, আমার কাছে সংখ্যা আছে (মহে উনি বলেছেন আমার কাছে সংজ্ঞা আছে ) আওয়ামীলীগ ফেরত ক্ষমতায় আসবেই।

ক্লিপটি দেখে বিস্মিত হয়েছি এই ভেবে যে, জয় সাহেবের নিকট তথ্যটি কি? আওয়ামীলীগ ফেরত ক্ষমতায় আসবে?! এদেশের জনগন জানে, ক্ষমতায় আসার একমাত্র মূল চাবিকাঠি জনগনের ভোট। তাহলে তাঁর কাছে ভিন্ন কোন্ তথ্য থাকতে পারে? তা জাতির কাছে খোলসা করা প্রয়োজন। যদি জয়ের তথ্য জনগনের ভোট হয় যা সবার জানা, তাহলে আমি জনাব জয় সাহেবকে বিনীয়ের সহিত বলবো বস, যে তথ্য দিয়েছেন অথবা তথ্য পেয়েছেন তা নিছক একটি ভ্রম, দিবালোকে জেগে জেগে স্বপ্ন দেখা মাত্র। জীবন কাটাচ্ছেন লন্ডনে, দেশে থাকেন না, তৃণমূলের সাথে আপনার কোন সংশ্রব নাই। লন্ডনে থেকে আয়েশে দিনাতিপাত করে সময় নষ্ট না করে বাস্তবতায় ফিরে আসুন। সময় আরো ৪-৫ মাস আছে।

আমার হাঁসিখানা ভিডিও ক্লিপে ওরা হাঁসতে হাঁসতে লু্টোপুটি খাচ্ছে তাই নাকি জয়ের কথায় বুঝতে পারছিনা আপনারা ক্লিপটি দেখে নির্নয় করুন।

https://www.facebook.com/photo.php?v=10200131372319396

বিষয়: বিবিধ

১২৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File