বুয়েট শিক্ষকে অন্যায় ও অবাস্তব রায়

লিখেছেন লিখেছেন ইসহাক মাসুদ ২৯ জুন, ২০১৩, ১২:৪২:০১ দুপুর

যেই স্টেটাসের দায়ে অন্যায় ভাবে বুয়েটের শ্কিষককে ৭ বছরের জেল দেয়া হয়েছে সেই স্টেটাসটি এতবড় অন্যায় ছিলনা যে, ৭ বছরের কারা দন্ড দিতে হবে। গ্রাম গঞ্জে, সভা সমাবেশে বক্তারা এবং ফেসবুকসহ সকল স্যোসাল মিডায়াতে মাননীয় প্রধান মন্ত্রী নাম ধরে গালি ও হত্যার হুমকি দিচ্ছে যাচ্ছে তাই বলে সাত বছরের কারা দন্ড দিতে হবে। বাস্তবে প্রধানমন্ত্রীকে হত্যা করার জন্য যায় নাই এবং কোন আগনিয়াস্ত্রও উক্ত শিক্ষকের নিকট পায় নাই।তাহলে এই অবিচার কেন? প্রধান মন্ত্রীকে খুশি করার জন্য? না বিচারক আলোচনায় আসার জন্য? বুয়েট শিক্ষকে অন্যায়টি সকলের অবগতি জন্য নিম্নে উল্লেখ করলাম।

"হায়েনা, ওই হায়েনা, তুই দেশকে খেয়েছিস। এখন বুয়েটকে খাবি.…

পারবি না। আমরা বুয়েটের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা হলাম শিকারি। প্রথমে তোর মাথায় গুলি করবো। পরে পেটে। তারপর মাথা কেটে বুয়েটের সামনে টানিয়ে রাখবো। যাতে হায়েনার আক্রমণে বুয়েট আক্রান্ত না হয়।" এই স্ট্যাটাসে হাসিনার নাম পর্যন্ত নেয়া হয়নি! লেখক নিজেই বলেছেন এখানে, 'হায়েনা' বলতে 'দুর্নীতি'কে বোঝানো হয অথচ এই স্ট্যাটাসের লেখককে ৭ বছরের কারাদন্ড দেয়া হয়েছে হাসিনাকে 'হত্যা হুমকি'র দায়ে! তার মানে কি এই যে হাসিনা নিজেই প্রমাণ করলেন তিনি একজন হায়েনা !!!

বিষয়: বিবিধ

৮৫২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File