স্বাধীনতা
লিখেছেন লিখেছেন সঠিক ইসলাম ২৯ জুন, ২০১৩, ১২:৫২:৪৮ দুপুর
স্বাধীনতা কি শাহবাগে বসে বিরানি-খিচুড়ি খাওয়া ?
স্বাধীনতা কি শালীন নারীর কারাগারে সন্তান জন্ম
দেয়া ?
স্বাধীনতা কি ছাত্রলীগে ধরে হাত-
পা ভেঙ্গে দেয়া ?
স্বাধীনতা কি পুলিশে ধরে হাত- পায়ে গুলি করা ?
স্বাধীনতা কি নির্যাতনের জন্য
রিমান্ডে নিয়ে যাওয়া ?
স্বাধীনতা কি মেজর জিয়াকে গুপ্তচর বলে ডাকা?
স্বাধীনতা কি নাস্তিকদের নবীজিকে (সাঃ) গালাগাল
করা?
স্বাধীনতা কি আনিসুল হকদের কোরআন
প্যারোডি করা?
স্বাধীনতা কি কোরআন প্রেমিকের পুলিশের
গুলিতেমরা ?
স্বাধীনতা কি মুক্তিযোদ্ধার ভিক্ষা করেভাত
খাওয়া ?
স্বাধীনতা কি এসব অন্যায় নীরবে সহ্য করা ?
স্বাধীনতা কি স্বাধীন দেশে ভারতের গোলামী করা ?
স্বাধীনতা কি পাখির মত বিএসএফ এর
গুলিতে মরা ?
স্বাধীনতা কি বিনা শুল্কে করিডোর দিয়ে দেওয়া ?
স্বাধীনতা কি সিরিয়াল আর
ডরিমনে বাংলা ভুলতে বসা ?
স্বাধীনতা কি ক্যাটরিনা আর শিলা- মুন্নিতে পাগল
হওয়া ?
স্বাধীনতা কি দাঁড়ি-টুপি-বোর খাকে অপমান
করে মজা পাওয়া ?
স্বাধীনতা কি রাজাকার বলে বৃদ্ধের
দাঁড়ি ধরে টানা ?
স্বাধীনতা কি আওয়ামীলীগেরাজা কার খুঁজতে মানা ?
স্বাধীনতা কি ছাত্রলীগের ধর্ষণের সেঞ্চুরি করা ?
স্বাধীনতা কি খুনী ছাত্রলীগের বিচার হতে মানা ?
কি দেখার কথা, কি দেখছি; কি শোনার কথা,
কি শুনছি ??????????
এতোটি বছর পরেও
আমি স্বাধীনতাটাকে খুঁজছি......... .........
বিষয়: বিবিধ
১৬৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন