কওমী মাদ্রাসা শিক্ষা কমিশন ২০১২ নীতিমালা চুড়ান্ত
লিখেছেন লিখেছেন ইসহাক মাসুদ ০৪ জুন, ২০১৩, ০৯:০১:০১ রাত
আজ জাতীয় সংসদ অধিবেশনে, সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার এক প্রশ্নের জবাবে, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, কওমী মাদ্রাসা গুলোকে সরকারী নীতিমালায় নিয়ে আসা হবে। এ লক্ষে কওমী মাদ্রাস শিক্ষা কমিশন'২০১২ গঠন করা হয়েছে। এ কমিশনের শিক্ষনীতি ২০১২ এর খচড়া প্রনয়ন করা হয়েছে।
আওয়ামীলীগ সরকার অনেক পরে হলেও একটি ভাল কাজে হাত দিয়েছে, কওমী মাদ্রাসা থেকে প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী শিক্ষা সমাপন করে মসজিদ ও কওমী মাদ্রাসা ছাড়া অন্য কোথাও চাকুরীর করার সুযোগ পান না। সরকার যদি কওমী মাদ্রাসা শিক্ষা কমিশনের নীতি বাস্তবায়ন করতঃ উক্ত মাদ্রাসার শিক্ষা সনদ সিকৃতি দেয় তাহলে কওমী মাদ্রাসা থেকে পারেগীনগন অনতঃ সরকারী কিছু কিছু জায়গায় চাকুরী করতে পারবে। তা নাহলেও বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলামিক ষ্টাডিতে এডমিশেন পাবে।
বিষয়: বিবিধ
১৬৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন