হাদীছের দরছ-১
লিখেছেন লিখেছেন কৃষিবিদ১২ ২৪ ফেব্রুয়ারি, ২০১৩, ০৫:৪৬:৫১ বিকাল
হযরত আবু হোরায়রা (রাঃ) থেকে বর্নিত, রাসুলুল্লাহ (সঃ) বলেছেনঃ আমি কি তোমাদের সে জিনিসটির খবর দিব না যার সাহায্যে আল্লাহ গুনাহ মুছে ফেলেন এবং যার মাধ্যমে তোমাদের মর্যাদা উন্নত হয়? সাহাবায়ে কিরাম (রাঃ) বললেনঃ নিশ্চয় ইয়া রাসুলুল্লাহ! তিনি বললেনঃ সেটি হচ্ছে, কঠিন সময়ে পরিপুর্নভাবে অযু করা, মসজিদের দিকে গমন করা এবং এক নামাযের পর অন্য নামাযের অপেক্ষা করা। এটিই তোমাদের প্রিয় জিনিস!এটিই তোমাদের প্রিয় জিনিস! (মুসলিম)
আসুন আমরা উত্তমরুপে অযু করতে শিখি , নিয়মিতভাবে নিজে নামায পড়ি এবং অন্যকে নামাযের দিকে আহহবান করি।্নামাযি সমাজ কায়েম করি।
বিষয়: বিবিধ
১১১৭ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন