ইসলামিক ফাউন্ডেশনে বোমা- আওয়ামীপন্থি ২ কর্মচারী গ্রেপ্তার
লিখেছেন লিখেছেন কৃষিবিদ১২ ০৫ ডিসেম্বর, ২০১৩, ০৫:২৫:৪৬ বিকাল
রাজধানীর আগারগাঁও ইসলামিক ফাউন্ডেশন প্রধান কার্যালয়ে বোমা নিক্ষেপের অভিযোগে সংস্থার দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে শেরে বাংলানগর থানা পুলিশ। তারা হলেন- ড্রাইভার হায়দার আলী এবং মালী মো. দুলাল। তাদের দু’জনের গ্রামের বাড়ি গোপালগঞ্জ। তারা ইসলামিক ফাউন্ডেশনে আওয়ামীপন্থি কর্মচারী হিসেবে পরিচিত। গোয়েন্দা রিপোর্টে এদের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ ছিল। গত সোমবার ইসলামিক ফাউন্ডেশন প্রধান কার্যালয়ে সন্ধ্যা ৭টায় পর পর ৪টি বোমা বিস্ফোরিত হয়। একই ভাবে গতকাল সকাল ১১ টায় আবারও বোমা নিক্ষেপের সময় তাদের হাতেনাতে ধরা হয়। পরে তাদের পুলিশের হাতে তুলে দেয়া হয়।
শেরে বাংলানগর থানার ডিউটি অফিসার এসআই সাইফুল ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, গ্রেপ্তার হওয়া ২ কর্মচারীর বিরুদ্ধে বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সুত্রঃ http://mzamin.com/details.php?mzamin=MTYyOQ==&s=MTA=
বিষয়: রাজনীতি
১৩০২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন