তাহলে তো জয়কে ইন্ডিয়া, হাসিনাকে সাহারা মরুভূমি, আওয়ামী লীগকে ওয়াজিরিস্তানে পাঠিয়ে দিতে হয়...!

লিখেছেন লিখেছেন পুস্পিতা ১২ জুলাই, ২০১৪, ০৩:০৭:১৭ দুপুর



আকবরের দীনে ইলাহীর কথা মনে আছে? সেখানে "আসসালামু আলাইকুম-ওয়ালাইকুমুস সালাম" বলা নিষিদ্ধ করে চালু করা হয়েছিল "আল্লাহু আকবর-জাল্লে জালালুহু মা আকবারা শানুহু!" উদ্দেশ্য ছিল সবাই যেন আকবরের নামটি সবসময় স্মরণ করে!

অবৈধ প্রধানমন্ত্রীর পুত্র কথিত আইটি বিজ্ঞানী জয় দ্বিতীয়বার ক্ষমতা দখল করার পর ভাষা বিজ্ঞানী হিসেবে আবির্ভূত হয়েছেন! তিনি এবার দারুণ এক তত্ব তিনি হাজির করেছেন জাতির জন্য!

‘যারা “জয় বাংলা” না বলে “বাংলাদেশ জিন্দাবাদ” বলে তারা পাকিস্তানের এজেন্ট’ এবং যারা জিন্দাবাদ বলবে তাদেরকে পাকিস্তানে চলে যেতে হবে! কারণ হিসেবে ভাষাবিজ্ঞানী হিসেবে আবির্ভূত তথাকথিত আইটি বিজ্ঞানীর যুক্তি, জিন্দাবাদ নাকি উর্দু শব্দ আর একটি মাত্র উর্দু শব্দ ব্যবহারের জন্য নাকি এদেশের ৯৫% মানুষকে পাকিস্তানে চলে যেতে হবে (আওয়ামীরা এবার অবৈধভাবে ক্ষমতায় আছে মাত্র ৫% মানুুষের ভোটে)!

আসলে জিন্দাবাদ কি উর্দু শব্দ? জিন্দাবাদ ফার্সি শব্দ। ফার্সির সাথে পাকিস্তানের সম্পর্ক কি?! আর অন্য ভাষার শব্দ ব্যবহার করলেই কি দেশ ছেড়ে চলে যেতে হবে?! হাসিনা পুত্র কিভাবে বিজ্ঞানী হলো? ক্লাস ওয়ানের বাচ্চার জ্ঞানও তো মনে হচ্ছে হাসিনার আইটি উপদেষ্টার চেয়ে বেশি!

যেহেতু কথিত বিজ্ঞানী বিশাল তত্ব জাতির জন্য হাজির করেছেন সেহেতু আমরা আরো কিছু শব্দের মূল তার কাছে জানতে চাই-

১। সজীব ওয়াজেদ জয়- জয় শব্দটি বাংলা না হিন্দী?

২। জয়ের স্ত্রীর নাম ক্রিস্টিনা- এটি বাংলা নাকি ইংরেজি?

৩। জয়ের মা'র নাম হাসিনা- এটি বাংলা নাকি আরবি?

৪। জয়ের বাবার নাম ওয়াজেদ- এটি বাংলা নাকি আরবি? জয় নিজেও তা ব্যবহার করে!

৫। জয়ের নানার নাম মুজিবুর রহমান- রহমান বাংলা নাকি আরবি?

৬। জয়ের পার্টির নাম আওয়ামী লীগ- আওয়ামী ও লীগ এসব বাংলা নাকি উর্দু ও ইংরেজি?


জয়ের নিজ পরিবার ও দল থেকে আরো অনেক উদাহরণ দেয়া যায়। যার দলের নামই এসেছে উর্দু থেকে, নিজের নাম সহ যার পরিবারের অনেকের নাম আরবী, উর্দু, ইংরেজি শব্দে ভরপুর সেই জয় কিনা বলে এদেশের কোটি কোটি মানুষকে অন্যদেশে চলে যেতে? তাও মাত্র একটিশব্দ উচ্চারণের জন্য?!

আচ্ছা ঠিক আছে- যদি যেতে হয় যাবে, কিন্তু আমরা সবার আগে জয়কে দিয়ে শুরু করতে চাই। নব্য ভাষা বিজ্ঞানীর নিজের ফর্মূলা অনুযায়ী তাকে বেশ কিছু এ্যাকশান প্রথমে নিতে হবে-

১। নিজের নামের সাথে হিন্দী শব্দ ব্যবহার করার কারণে জয়কে প্রথমে ভারতে চলে যেতে হবে! রাজস্থানের মরুভূমিতে গেলে সবচেয়ে ভাল!

২। নামের সাথে ইংরেজি শব্দ ব্যবহারের জন্য জয়ের কথিত স্ত্রী ক্রিস্টিনা কোন ভাবেই যেন বাংলাদেশে ঢুকতে না পারে তার ব্যবস্থা করতে হবে।

৩। জয়ের মা যেহেতু নামের সাথে আরবি থেকে উৎপন্ন হাসিনা শব্দ ব্যবহার করছে তখন তাকে সাহারা মরুভূমিতে স্থায়ী ভাবে পাঠিয়ে দিতে হবে।

৪। সাথে হাসিনার পিতা শেখ মুজিবুর রহমান ও জয়ের পিতা ওয়াজেদ মিয়ার কবর বাংলাদেশ থেকে শিফট করে সাহারা মরুুভূমিতে পাঠাতে হবে কারণ তাদের নামে সাথে আরবী শব্দ আছে!

৫। এরপর দলের নামের সাথে উর্দু আওয়াম শব্দ ব‌্যবহার করার জন্য স্বয়ং আওয়ামী লীগকে ওয়াজিরিস্তানের তালেবানদের কাছে পাঠিয়ে দিতে হয় এবং ওদেরকে ধর্মনিরপেক্ষতাবাদ শিখানোর দায়িত্বটা দিতে হবে!


আশা করি ইন্ডিয়ার সহযোগীতা নিয়ে জয় অতি তারাতারি উপরোক্ত ব্যবস্থা গুলো নিবেন।

আসলে হাসিনার এই স্বঘোষিত বিজ্ঞানী ছেলের মূল উদ্দেশ্য আকবরের উদ্দেশ্যের মতো বলেই মনে হয়। আকবর যেমন ইসলাম নিষিদ্ধ করে তার নামে সবকিছু চালু করার চেষ্ঠা করেছিল হাসিনা পুত্র জয়ও সে ধরনের কিছু করতে চায়। জয় বাংলা বলানোর মাধ্যমে আসলে জয় চাচ্ছে তার নাম সকলে জপতে থাকুক! এক সময় বলবে শুধু "জয় বাংলা" বললে হবে না, বলতে হবে "জাতির নাতি 'জয়' বাংলা!"

বিষয়: বিবিধ

৪১৫৪ বার পঠিত, ৪০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

244097
১২ জুলাই ২০১৪ দুপুর ০৩:১৩
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : কাজেকর্মে চেহারাসুরতে পোলাডা পুরাই একটা বলদ, অনেক ধন্যবাদ আপনাকে।
১২ জুলাই ২০১৪ দুপুর ০৩:১৬
189592
পুস্পিতা লিখেছেন : মুজিব পরিবার ও বংশধররা এরকমই!
244104
১২ জুলাই ২০১৪ দুপুর ০৩:২৬
নিউজ ওয়াচ লিখেছেন : হুম ভালো লাগলো
১২ জুলাই ২০১৪ দুপুর ০৩:২৮
189593
পুস্পিতা লিখেছেন : ধন্যবাদ...
244108
১২ জুলাই ২০১৪ দুপুর ০৩:৪১
সন্ধাতারা লিখেছেন : You have raised very excellent issues Puspita apuni. Joy has to implement his own decision first. Jajakalla khairan.
১২ জুলাই ২০১৪ বিকাল ০৪:০০
189599
পুস্পিতা লিখেছেন : এই ধরনের অসভ্যদের পিছনেই জনগণের কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে এসএসএফ নিরাপত্তার নামে...
244109
১২ জুলাই ২০১৪ দুপুর ০৩:৪৬

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 9368

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> আমি মেঘ হবো লিখেছেন : ইহাকে রাজনীতি বলে।
১২ জুলাই ২০১৪ দুপুর ০৩:৫৯
189598
পুস্পিতা লিখেছেন : আওয়ামী রাজনীতি...
244111
১২ জুলাই ২০১৪ দুপুর ০৩:৫০
গ্যাঞ্জাম খান লিখেছেন : মেডুম আপনের দেয়া তথ্যের হগলগুলান সঠিক। মাগার এক্কান জায়াগায় আপনে ভুল তথ্য পরিবেশ করে গ্যাঞ্জাম লাগাইয়া দিলেন! হের লিগ্যা আপনের বেরুদ্ধে তিরাইবুনাল গঠন করে গন আদালত বসানো যায়। আপনে কুন কেতাবে হাইলেন মুচিব কাক্কুর নাম শেখ মুজিবুর রহমান আছিল?
আমাগো আইন সভার বিগত সংসদের ধারা বিবরণীতে লিখন আছে হেতের আসল নাম নাকি দেবতাস চক্রবর্তী যার কোন পিত্র পরিচয় আছিল না। এ নিয়ে বাইয়ুনপির এক সংসদ মেম্বারনী চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। কেন্তু কুনো আওমী আবাল এই চ্যালেঞ্জ গ্রহণ করে তাগো পিত্র পরিচয়হীন জন্মদাতার জন্ম পরিচয়ের গ্যাঞ্জাম পরিস্কার করণের লিগ্যা এগিয়ে আইলো না আইজ পর্যন্ত।
১২ জুলাই ২০১৪ বিকাল ০৪:০১
189600
পুস্পিতা লিখেছেন : অত সাহস আওয়ামী লীগের আছে নাকি?! আর বাংলাদেশ খুবই ছোট একটি দেশ। কে কি কোথায় ছিল তা বলা, জানা খুব কঠিন নয়। তাই বেশি কথা বললে আরো অনেক কিছুই বের হয়ে আসবে। জনগনই বলবে...
244115
১২ জুলাই ২০১৪ বিকাল ০৪:০৩
হতভাগা লিখেছেন : হাই প্রোফাইল সার্জনরা যেমন টাচে না থাকাতে সামান্য নেইল এবলেশনেও নাভিশ্বাস হয়ে ওঠে , জয়েরও ঠিক একই অবস্থা ।
১২ জুলাই ২০১৪ বিকাল ০৪:০৯
189601
পুস্পিতা লিখেছেন : এ নাকি প্রধানমন্ত্রীর আইটি উপদেষ্টা! মানে বিভিন্ন নামে, স্টাইলে, পদবীতে বাংলাদেশকে লুট করা...
244116
১২ জুলাই ২০১৪ বিকাল ০৪:০৩
আহমদ মুসা লিখেছেন : শেখ হাসিনা তনয় জনাব সজিব ওয়াজেদ জয় সাহেব নিজের মায়ের মত একজন অযোগ্য ব্যক্তি হিসেবে ইতিমধ্যে প্রমাণ দিয়েছেন তার বালখিল্যতাসূলভ কথাবার্তা ও আচার আচারণে।
তার শিশুসূলভ কথাবার্তা শুনে বুঝার উপায় নেই যে, বিখ্যাত পরমানু বিজ্ঞানী মরহুম ড. ওয়াজেদ মিয়ার ওরষজাত সন্তান! যেহেতু শেখ হাসিনার মুখের ঝাঝালো অরাজনৈতিক ও নিম্ন মানের অরুচিকর দুর্গন্ধযুক্ত বেফাস শব্দাবলী দ্বারা গোটা জাতি নাকে আঙ্গুল দিয়ে থাকে তাই সে ব্যাপারে নতুনভাবে কিছু বলার নেই। মিস্টার জয় শেখ হাসিনার ছেলে হিসেবে মাতৃসূত্রে বাই ডিফল্ট আচার আচারণ পেয়েই থাকবে- এটাই স্বাভাবিক। কিন্তু তার মধ্যে একজন দেশ বরেণ্য স্পষ্টবাদী পরমানু বিজ্ঞানীর রক্ত রয়েছে। এমন একজন পিতার সামান্যতম খাসলতও কি অর্জন করতে পারলো না মিস্টার জয়? তার যা কিছু অর্জন সবগুলোই কি মাতৃসূত্রে পাওয়া? যদি তাই হয় তবে মিস্টার জয় সম্পর্কে বেশী কিছু বলাটাই হচ্ছে নিজেকে অনেক নীচু পর্যায়ে নামিয়ে ফেলা।
১২ জুলাই ২০১৪ বিকাল ০৪:১১
189602
পুস্পিতা লিখেছেন : জয় নিজেও মনে হয় স্বীকার করেনা সে ওয়াজেদ মিয়ার বংশধর। জয় পিতার মৃত্যু বার্ষিকীতে একবারও দেশে আসেনি এমনকি কবর জিয়ারতেও যায় না। কিন্তু মুজিবের জন্ম-মৃত্যু সব বার্ষিকীতে দলবল নিয়ে হাজির হয়।
১২ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:১২
189646
নানা ভাই লিখেছেন : পারিবারিক সূত্রে বুদ্ধি প্রতিবন্ধী।Don't Tell Anyone
244122
১২ জুলাই ২০১৪ বিকাল ০৪:১৩
আমি মুসাফির লিখেছেন : সজীব ওয়াজেদ জয়-এর কথা শুনে অবাক হয়ে গেলাম! জিন্দাবাদ উর্দূ বলে বিএনপিকে পাকিস্তান চলে যেতে হবে?

'আওয়ামী' একটি উর্দূ শব্দ আর লীগ ইংলিশ ! আওয়ামী লীগ এই দলের নামেই কোনো বাংলা শব্দ নেই। তাহলে কি তাদের বাংলাদেশ ছেড়ে চলে যেতে হবে?

জয়ের অধিকাংশ কথাবার্তা এত ভাসাভাসা যে, মনে হয় না উচ্চ শিক্ষিত একজন মানুষ তিনি। আসিফ নজরুলের কথাটাই কোট করলাম এবং তার সাথে একমত যে জয় কোন সব্য ও শিক্ষিত হতে পারে না। হয়ত অধিক মদ্রপ পানে এমন হয়েছে।
১২ জুলাই ২০১৪ বিকাল ০৪:৪৮
189610
পুস্পিতা লিখেছেন : আওয়ামীরা এরকমই গাধা টাইপের হয়...
244128
১২ জুলাই ২০১৪ বিকাল ০৪:২৫
হতভাগা লিখেছেন : বউয়ের নাম ক্রিস্টিনা বলেই বউ যেহেতু বাংলাদেশের বাইরে থাকে (আমেরিকায়) তাই জয়ও তার সাথে বাইরে থাকে ।

জিয়া নামের আধিক্য যেহেতু চীনাদের মধ্যেই বেশী দেখা যায় - তাই খালেদা জিয়াকে চায়না চলে যেতে হবে ।

১২ জুলাই ২০১৪ বিকাল ০৪:৩১
189605
গ্যাঞ্জাম খান লিখেছেন : দারুণস জব্বর এক্কান লজিক বটে!
১২ জুলাই ২০১৪ বিকাল ০৪:৪৮
189611
পুস্পিতা লিখেছেন : জয় এর লজিক অনুযায়ী মুজিব পরিবারের কেউই আর বাংলাদেশে থাকার অধিকার রাখে না...
১০
244132
১২ জুলাই ২০১৪ বিকাল ০৪:৩৭
আল সাঈদ লিখেছেন : আমরা সবাই একমত
১২ জুলাই ২০১৪ বিকাল ০৪:৪৯
189612
পুস্পিতা লিখেছেন : হুমম... তাহলে হাসিনাকে দিয়ে শুরু হোক। এই একটি পদার্থকে সাহারায় পাঠিয়ে দেয়া গেলে ১৬কোটি মানুষ বেঁচে যায়।
১১
244133
১২ জুলাই ২০১৪ বিকাল ০৪:৩৯
ভিশু লিখেছেন : উচিত কথা বলেছেন!
Loser Loser Loser
Good Luck Good Luck Good Luck
Rose Rose Rose
১২ জুলাই ২০১৪ বিকাল ০৪:৫০
189614
পুস্পিতা লিখেছেন : জয় ও হাসিনাকে দিয়েই তাহলে শুরু হোক...
১২ জুলাই ২০১৪ বিকাল ০৪:৫৫
189618
ভিশু লিখেছেন : Rolling Eyes Chatterbox জয়ের কথা মতো অবিলম্বে সেটাই শুরু করা উচিত জনগণের...Smug
১২
244134
১২ জুলাই ২০১৪ বিকাল ০৪:৪১
বাকপ্রবাস লিখেছেন : ফাগল ছাগল জাতীয় বলদটার জন্য আপনার অনেক মূল্যবান সময় অপচয় করেছেন, তবুও বলদটা মানুষ হোক সেই কামনা
১২ জুলাই ২০১৪ বিকাল ০৪:৫০
189615
পুস্পিতা লিখেছেন : আওয়ামীরা মানুষ হবে না...
১২ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:১৪
189647
নানা ভাই লিখেছেন : বলদ মানুষ হয় নাকি?
সে জন্মগত বুদ্ধি প্রতিবন্ধী।
১৩
244160
১২ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:২০
চিরবিদ্রোহী লিখেছেন : আমি তো আগেই বলেছি, আমরা একটা ধর্মনিরপেক্ষ জাতি, সে হিসেবে আমরা সবকিছুর নাম থেকে আরবী-উর্দূ শব্দ ক্রমান্বয়ে মুছে নিজেদের কলঙ্কমূক্ত ও পাকাপোক্ত ধর্মনিরপেক্ষ করছি। সে হিসেবে আমাদের জাতির পিতার নামে কিভাবে "রহমান" শব্দটি থাকে? এটা তো খাস মুসলমানি শব্দ, এটা ধর্মনিরপেক্ষতার পরিপন্থি। আমরা অচিরেই আমাদের শ্রদ্ধেয় আব্বা জানের নাম হতে রহমান শব্দটি মুছে তৎস্থলে একটি নিরপেক্ষ শব্দের যোগ দেখতে চাই।
১২ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৩৪
189652
পুস্পিতা লিখেছেন : হ্যাঁ, জয়ের উচিত হবে প্রথম তার ঘর থেকে শুরু করা...
১৪
244161
১২ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:২১
Anwarulhaque67 লিখেছেন : ক্ষমতার দম্ভে হুঁস বুদ্ধি হারিয়ে ফেলেছে।
১২ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৩৪
189653
পুস্পিতা লিখেছেন : ওদের কি কখনো বুদ্ধি ছিল যে হারাবে...!
১৫
244174
১২ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:১০
নানা ভাই লিখেছেন : আইডেন্টিফাইড অটেস্টিক চাইল্ড।
উপরে মামার চেহারাখান দ্যাখেন, বুদ্ধি প্রতিবন্ধী চেহারায়ই বুজা যায়!
১২ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৩৫
189654
পুস্পিতা লিখেছেন : পরিবারে এত বড় অটেস্টিক আছে বলেই জয়ের বোন পুতুল অটেস্টিকের উপর ট্রেনিং নিয়েছে এবং নাকি অটেস্টিক শিশুদের নিয়ে কাজ করে...!
১৬
244181
১২ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:২০
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সে কেন আমেরিকায় থাকে ?তাহলে কি সে আমিরাকান দের ভাষা ভালোবাসে ?
১২ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৩৬
189655
পুস্পিতা লিখেছেন : এটা নিশ্চিত ওরা বাংলাদেশকে ভালবাসে না...
১৭
244204
১২ জুলাই ২০১৪ রাত ০৯:০৯
আফরা লিখেছেন : আমরা সবাই একমত ।ধন্যবাদ আপনাকে আপু ।
১৮
244216
১২ জুলাই ২০১৪ রাত ০৯:২২
হাবিবুল্লাহ লিখেছেন : আপনার মত এত কিছু চিন্তা করে কথা বলেননি হয়ত তিনি।
১৯
244229
১২ জুলাই ২০১৪ রাত ১০:০৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমি আর কি বলব!!!
একটু আগে আওয়ামি সমর্থক(ছিলেন) অধ্যাপক আসিফ নজরুল তার প্রকৃত শিক্ষাগত যোগ্যতা নিয়ে ফেসবুকে সন্দেহ প্রকাশ করেছেন।
২০
245429
১৭ জুলাই ২০১৪ সকাল ১১:৫৩
ইসরাফিল হোসেন লিখেছেন : ভালো বাশ দিয়েছেন। অদেরকে হিন্দুস্তানেই বেশি মানায়।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File