নাচিয়ে হবো, শাওন হবো, হুমায়ুন পাবো, এরপর আমায় আর ঠেকায় কে?!
লিখেছেন লিখেছেন পুস্পিতা ১৪ মে, ২০১৪, ১০:৩৪:৫৮ রাত
আরে জীবনে প্রতিষ্ঠিত হতে লেখাপড়া লাগে নাকি?! নাহ্ লেখাপড়া, জ্ঞানঅর্জন এসব পুরোনো ধ্যানধারণা! পরীক্ষা দিব ফেইসবুক থেকে প্রশ্ন সংগ্রহ করে। দেশ ডিজিটাল হয়েছে অথচ পরীক্ষার প্রশ্নপত্র উত্তর সহ কয়েকসপ্তাহ আগে থেকে ফেইসবুকে পাওয়া যাবে না তা কি হয়?! অসম্ভব, তা না হলে ডিজিটালের অর্জন কোথায়?! জিপিএ-৫ ঘরে এসে দিয়ে যাবে এসবের জন্য কষ্ট করতে হয় নাকি?!
এখন সময় নানারকম শরীর প্রদর্শনের প্রতিযোগীতায় অংশগ্রহণ ও জয়ী হওয়া। তাই প্রয়োজন নাচের ক্লাসে, গানের কোচিংয়ে ভর্তি হওয়া। ওফ কি কঠিন প্রতিযোগীতা হয় সেখানে। ৫৫ হাজার জন থেকে মাত্র একজন নির্বাচিত হবে! চিন্তা করা যায় কি কঠিন অবস্থা! বছরের ৩৬৫দিনই তো এখন হয় নাচ, গান চর্চায় পড়ে থাকতে হবে। তাহলেই না এই ধরনের কঠিন প্রতিযোগীতায় উত্তীর্ণ হওয়া, ওহ না, অংশ গ্রহণের সুযোগ পাওয়া যায়! আর একবার উত্তীর্ণ হলেই গাড়ি-বাড়ী-নারী-পুরুষ সব সব পাওয়া যায়! শুধু কি পাওয়া যায়, সবকিছু পিছে পিছে ঘুরতে থাকে!
এতকিছুর পর স্কুল, কলেজের পড়ালেখা করার সময় কোথায়?! তাই তো আমাদের দেশের প্রগতিশীল সরকার পরীক্ষার প্রশ্নপত্র উত্তরসহ ডিজিটাল আকারে শিক্ষার্থীদের মোবাইলে পৌঁছিয়ে দিচ্ছে! লেখাপড়া ছেড়ে সবাই নাচুনে হবে, নাচিয়ে হবে, গায়িকা হবে, মডেল হবে, নায়িকা হবে আরো কতকিছু! জীবনের উন্নতি কেউ আর ঠেকাতে পারবে না! আর নায়িকা, গায়িকা, নাচুুনে হওয়ার জন্য নিশ্চয় লেখাপড়া লাগেনা! তাই কেন এত কষ্ট করতে যাবো?! সেখানে দরকার শরীর প্রদর্শনীর কলাকৌশল, আর তা তো আয়োজকরাই শিখিয়ে দিচ্ছে! যে যত তারাতারি যত বেশি শিখতে পারবে সে হবে সেরা! ৫৫ হাজার থেকে এবার মাত্র একজন হয়েছে, তাতে কি?! বাকী ৫৪৯৯৯জনকে আরো চেষ্ঠা পুরো বছর ধরে চালিয়ে যেতে হবে! ওই ৫৪৯৯৯ সাথে প্রতিবছর একই সংখ্যা বা আরো বেশি করে যোগ হবে, এভাবে চলতে থাকবে, চলতে থাকবে! সার্বক্ষণিক ভাবে নাচ-গান নিয়ে পড়ে থাকতে হবে এবং মনে রাখতে হবে হাল ছেড়ে দিলে চলবে না, জীবনে সাফল্য চাইলে সকল টিনএজারের কাজই হতে হবে শুধু নাচ-গান নিয়ে পড়ে থাকা!
ওহ হ্যাঁ, এভাবে নাচিয়ে, নায়িকা ইত্যাদি হওয়ার পর আর পিছন ফিরে থাকতে হবে না, শুধু প্রযোজক, পরিচালক, নির্মাতাদের খুশি রাখতে হবে এবং সাফল্য ঘরের ভিতরে চলে আসবে। এবার নাচিয়ে হবো, শাওন হবো, হুমায়ুন পাবো, নূহাশপল্লী পাবো, কে আর ঠেকায় আমার উন্নতি! আর হুমায়ুন পেতে হলে তো আর সহজে পাওয়া যায়না, গুলতেকিনদের ঘর ভাংতে হয়, এভাবে একদিকে চলবে ঘরভাঙ্গা, অন্যদিকে চলবে আনন্দের লীলাখেলা!
একদিকে চলছে জিপিএ-৫ এর জোয়ার, অন্যদিকে প্রশ্নপত্র উত্তর সহ ঘরে পৌঁছিয়ে দেয়া! এদেশের আর লেখাপড়ার প্রয়োজন নেই! লেখাপড়া যখন করতে হচ্ছেনা তখন নূতন প্রজন্মকে কিছু কাজ তো দিতে হবে নাকি?! তাই বিভিন্ন কর্পোরেট হাউজ, মিডিয়া, প্রতিষ্ঠান শুরু করেছে বিভিন্ন নামে সুন্দরী প্রতিযোগীতা, নায়িকা, গায়িকা, নাচুনী প্রতিযোগীতা! গ্রাম থেকে নিয়ে রাজধানী পর্যন্ত চলছে সেই ধরনের প্রতিযোগীতায় ঢেউ! সেই ধরনের একটি প্রতিযোগীতা মাত্র গতকাল শেষ হয়েছে এবং তার বিচারকের একজন ছিল শাওন! এখন জাতি ভবিষ্যতের জন্য পাবে শাওনদের মতো নাচিয়ে ও ঘরভাঙ্গা নারী, হুমায়ুনদের মতো পরকীয়ায় মত্ত পুরুষ, হাসিনার মতো নৃশংস শাসক! মানুষ ও শিক্ষার প্রয়োজন আর এদেশের নেই...!
বিষয়: বিবিধ
২৬৩৯ বার পঠিত, ৬৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মারিয়া
পরীবানু
মরুর মুসাফির
পরীবানু ,সততার আলো
অশ্বথমা
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
পরমা ,নীলমণীলতা
বিলকিস লায়লা
দস্তার
রুপবান
মুক্তিযুদ্ধ ৭১
দ্রাবীড় বাঙাল
লেয়লা ইসলাম
বিলকিস
বাংলা ৭১
ভিক্টোরিয়া
হেলেনা
পল্লব প্রভাতে
খালেদ
রুশো তামজিদ
বারাংগনা
মধুবালা
সখি
ফয়সাল১
মাঝি-মাল্লা, ,
লায়লার
লায়লা০০৭
রাতুল দাস
চকো চকো
সায়েদ-রিয়াদ
বিভ্রান্ত নাবিক
ফাজিল
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
মুক্তিযুদ্ধ ৭২
দ্রাবীড় বাঙাল
পিচ্চি পোলা
কাওসাইন হক
চাষা
jahed_ullah
নীরু
সাদা মন
সাদা মন
চোথাবাজ
আমি বিপ্লবী
সততার আলো সকাল সন্ধ্যা
এই কুত্তার এত নিক
মেয়েরা হবে এরকম। তাই তো চাচ্ছেন।
অসাধারণ লিখার জন্য অন্নেক ধন্যবাদ আপনাকে!
হুমম! পশ্চাতৎ শিক্ষা হারাম। মেয়েরা হবে ঠিক এই রকম- ইসলামের সুশীতল ছায়া তলে চলে আসবে?
মারিয়া
পরীবানু
মরুর মুসাফির
পরীবানু ,সততার আলো
অশ্বথমা
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
পরমা ,নীলমণীলতা
বিলকিস লায়লা
দস্তার
রুপবান
মুক্তিযুদ্ধ ৭১
দ্রাবীড় বাঙাল
লেয়লা ইসলাম
বিলকিস
বাংলা ৭১
ভিক্টোরিয়া
হেলেনা
পল্লব প্রভাতে
খালেদ
রুশো তামজিদ
বারাংগনা
মধুবালা
সখি
ফয়সাল১
মাঝি-মাল্লা, ,
লায়লার
লায়লা০০৭
রাতুল দাস
চকো চকো
সায়েদ-রিয়াদ
বিভ্রান্ত নাবিক
ফাজিল
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
মুক্তিযুদ্ধ ৭২
দ্রাবীড় বাঙাল
পিচ্চি পোলা
কাওসাইন হক
চাষা
jahed_ullah
নীরু
সাদা মন
সাদা মন
চোথাবাজ
আমি বিপ্লবী
সততার আলো সকাল সন্ধ্যা
এই কুত্তার এত নিক ।
আর আন্দোলন যারা করছে তারা লীগের অনুমতি নিয়ে আন্দোলন করার অপেক্ষায় থাকে। এ জাতির কপালের দুঃখ কেও ঠেকাতে পারবে না। আল্লাহ সাহায্য কর।
তুমি দিতে প্রস্তুত তাই লুটেরারা জন্ম নেয় তোমার মতনই কোন মায়ের জঠরে।
ওরা একই পৃথিবীর আলো বাতাস খেয়ে বাঁচে সরীসৃপের মতন।
টিভি পর্দাটা অত আহামরি কিছু নয়, কিংবা সিনেমার পর্দায় তোমার অনাবৃত শরীর
সময়ের কাছে এসব খুবই হাস্যকর, যৌবন সে তো খোলা বাতাসে বরফের মত।
তুমিই কি লোলুপ পুরুষ জন্ম দেও, নাকি ঐ কামুকেরাই তোমার জন্মদাতা?
ঘুরে ফিরে আমার অবনত দৃষ্টির সামনে যখন অসহায় বিলবোর্ডগুলো দাঁড়ায়
আমি নিজেকেই প্রশ্ন করি... এ বরফ গলে যেতে কতক্ষণ?
আহ! জীবনে আরও কত কিছু করার ছিল... কিন্তু এ কি করলে তুমি?
তোমার ছায়াতে, সেলফিতে, আয়নায় কিংবা টাইমলাইনের নিচের দিকের স্ক্রল থেকে
একদিন ঐ বিসুভিয়াসের ধোঁয়ার মতন অন্ধকার তোমার নরম মগজে বাসা বাঁধবে
ভয় নেই, মানুষ মৃত্যু আবধি বদলায়, কেবল আফসোস করে, কেন আরও আগে বুঝলাম না।
সময় ফুরিয়ে গেলে তুমিও বুঝবে...
ঘোর কেটে গেলে তুমিও খুঁজবে...
একটা শান্তির জানালা। বুক ভরে নিঃশ্বাস নেয়ার জন্য।
লেখাটা হাসান আল বাননার ফেসবুক থেকে নেয়া।
মিছিল করে মানসিক রোগগস্ত্র সমকামিরা।
এই দেশ কি হতে যাচ্ছে নতুন ডেড সি?
আপনি কী মহাগ্রস্থ কুরআন কখনো পড়ে দেখেছেন? কিংবা রাসুল (সঃ) এর হাদীসগুলি? আমার মনে হয়ে পড়েননি। পড়া থাকলে এভাবে ঢালাও মন্তব্য করতে পারতেন না।
আপনার বাবা-মা'র দেয়া এতো সুন্দর নাম থাকতে আপনি ছদ্মনাম ব্যবহার করেছেন কেন? নিজেকে আড়াল করার জন্য? যেন যা খুশি তা বলবেন আর আপনাকে কেউ আইডেন্টিফাই করতে পারবে না। কিন্তু সেটা কী ঠিক?
আপনার ছদ্মনামই প্রমান করে আপনার মানসিকতা কী রকমের। আধুনিকতার নামে, প্রগতিশীলতার নামে আমাদের মা-বোনদেরকে নিয়ে নোংরামী করবেন আর দাবী করবেন আপনি মুক্তমনা, সেটা কী ঠিক?
সৎ সাহস থাকে তো পৈত্রিক নাম নিয়ে ব্লগে আসুন। নিজেকে জানুন, জগতকে জানুন, সৃষ্টিকে জানুন, স্রষ্টাকে জানুন। গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে আগুনের খোরাক হবেন এতোটা বোকা আপনাকে আমি মনে করি না।
একজন মেয়ে কি আরেকজন মেয়ের এগিয়ে যাওয়াকে বাঁধা দান করতে পারে ?
আপনাদের মত এরকম পশ্চাদমুখী নারীরা আছে বলেই নারী স্বাধীনতা কখনও আলোর মুখ দেখে না ।
নারীর শত্রু নারীরাই - এটা কি এমনি এমনিই মানুষ বলে !!
আপনি কি দেখেননা যে ৫৫,০০০ মেয়ে নাচতে গেলো? বললেই তারা যাবে? তাদের কেমন চরিত্র? যে দেশে এমন মেয়েরা বাস করে সে দেশে এমন হবে না তো কি হবে? বর্তমানের অধিকাংশ মেয়ে লালা-ঝড়া কুত্তীর চাইতেও খারাপ!
এসবে কোন লাভ নেই – আমার মনে হয়।
মন্তব্য করতে লগইন করুন