শুধু কি ছাত্রলীগ ভাড়া খাটছে, শেখ হাসিনাও কি ভাড়া খাটা থেকে বাদ আছে?!
লিখেছেন লিখেছেন পুস্পিতা ১১ মে, ২০১৪, ০৩:৪১:০৭ দুপুর
অসাধ্য সাধন করতে চান? পুরাতন-নতুন শত্রুর সাথে পেরে উঠছেন না? বাড়ী, জমি, হাট, ঘাট ইত্যাদি দখল করবেন? কোন ছেলে-মেয়েকে তুলে আনতে হবে? কাউকে খুন, গুম করতে হবে? ছাত্রলীগের সাথে যোগাযোগ করুন, চুক্তিতে আসুন, করে দেবে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান? তাদের চাহিদা মত পয়সা দিন, ভর্তি পরীক্ষা লাগবে না। হোস্টেলে থাকবেন? এখানেও তাদের রেইট আছে, দিয়ে দিন, কোনও সমস্যা নেই! সবকিছুই হবে, সব সব...!
খুুবই নৃশংস ও ঘৃণ্য অপরাধীদেরকে পশুর সাথে তুলনা করা হচ্ছে দীর্ঘ দিন থেকে। যেমন লোকটা মানুষ না পশু? এভাবে মানুষের ঘৃণা ও ক্ষোভ ফুটে উঠতো। বিগত ৫/৬ বছরে বিষয়টি সম্পূর্ণ বদলে গিয়েছে। এখন ঘৃণ্য, মারাত্মক কোন অপরাধ কেউ করলে জনগণ জিজ্ঞেস করে লোকটি মানুষ না আওয়ামী লীগ? অপরাধের সাথে এখন একটি নাম মানুষের মুখে মুখে! সেটি আওয়ামী লীগ বা ছাত্রলীগ! মানুষ এখন আওয়ামী লীগ বা ছাত্রলীগ শব্দগুলো ব্যবহার করছে খুন, রাহাজানি, ডাকাতি, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ধর্ষণ, শ্লীলতাহানি, দখলদারী, অস্ত্রবাজি, দূর্নীতি প্রভৃতি অপরাধের অনুঘটক হিসেবে। তবে এক্ষেত্রে দেশব্যাপী সবচেয়ে বেশি এগিয়ে ছাত্রলীগ।
ছাত্রলীগ সন্ত্রাস করছে, অস্ত্রের মহড়া দিচ্ছে, প্রতিপক্ষ রাজনৈতিক দল, তাদের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের উপর হামলা করছে, চাঁদাবাজি-টেন্ডারবাজি করছে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছে, ছাত্রছাত্রী ভর্তি নিয়ে বাণিজ্য করছে, সীট নিয়ে বাণিজ্য করছে, অসহায় মেয়েদের ধর্ষণ নির্যাতন ও শ্লীলতাহানী করছে, প্রতিপক্ষ ছাত্র সংগঠনের নেতাকর্মীদের হল থেকে বের করে দিচ্ছে, তাদের কক্ষ লুট করছে, আগুন লাগিয়ে দিচ্ছে, হত্যা করছে, যারা প্রতিবাদ করছে তাদের মেরে হাত-পা ভেঙ্গে পুলিশের হাতে তুলে দিচ্ছে, মহিলা কলেজ সমূহে ছাত্রলীগ নেত্রীরা নিজেরা পয়সার লোভে অনৈতিক কাজে লিপ্ত হয়ে পড়ছে তেমনি সংগঠন ও সংগঠন বহির্ভূত অন্যান্য মেয়েদেরও সতীত্বকে পদদলিত করে অনৈতিক কাজ করতে বাধ্য করছে, ছাত্রলীগ ও আওয়ামী লীগের সিনিয়র নেতাদের মনোরঞ্জনে জোর করে পাঠাচ্ছে! এমন কোন অপরাধ এদেশে নেই যার সাথে লীগ জড়িত নয়। অর্থাৎ ছাত্রলীগ শিক্ষাঙ্গনে এখন একটি মুর্তিমান আতংকের নাম এবং এদেরই শীর্ষনেত্রী শেখ হাসিনা এবং তাকে "দেশরত্ন" উপাধি এই ছাত্রলীগেরই দেয়া!
এই হলো ছাত্রলীগ! এই হলো স্বাধীনতার চেতনা! শেষ পর্যন্ত কথিত সুশীল পত্রিকাগুলোও লিখতে বাধ্য হলো ভাড়া খাটছে ছাত্রলীগ!
এখন প্রশ্ন ভাড়া কি শুধু ছাত্রলীগ খাটছে?! এদেশের সন্ত্রাস, অপকর্ম, ধর্ষন, খুন সবকিছুর জন্য ভাড়া খাটছে পুরো আওয়ামী লীগ ও তাদের সকল অঙ্গসংগঠনগুলো! আবার পুলিশ, র্যাব নামের নব্য রক্ষীবাহিনী, বিচারবিভাগ, প্রশাসন সবকিছুকে এমন ভাবে সাজানো হয়েছে তারা সবাই যেন লীগ সন্ত্রাসীদের ভাড়া খাটার লাটিয়াল হতে পারে! এভাবে নাকি দেশকে ডিজিটাল বানানো হচ্ছে! সবচেয়ে বড় কথা হলো 'দেশরত্ন' শেখ হাসিনা নিজেও ভাড়া খাটছে! পুরো দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হরণ করার দায়িত্ব নিয়ে ভারতের পক্ষে ভাড়া খাটছে স্বয়ং শেখ হাসিনা!
ট্রানজিট চান? করিডোর লাগবে? শেখ হাসিনার জন্য বস্তা ভরা টাকা পাঠিয়ে দিন, সব অনুমতি পাওয়া যাবে! বাংলাদেশের তরুণ প্রজন্মকে ফেনসিডিলে ঢুবিয়ে রাখতে চান? কোন ব্যাপারই না, বিডিআর শেষ করে দিলাম, এবার সীমান্ত ওপেন! ফেনসিডিল, ইয়াবা যা চান সব পাঠিয়ে দিন! নদীর উপর বাঁধ দিয়ে বাংলাদেশকে মরুভূমি বানাতে চান? ইশ্ এটাতো খুবই ছোট বিষয়, যা খুশি তা করুন, শুধু নির্বাচন ছাড়াই যেন ক্ষমতায় থেকে যেতে পারে সে ব্যবস্থা করুন! এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হরণ করে করদ রাজ্য বানাতে চান? তাহলে 'দেশরত্ন'কে ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় ঠিকিয়ে রাখার ব্যবস্থা করুন! যা চান, যেভাবে চান সব পাবেন! শুধুু লেন্দুপদর্জি হওয়ার চাঞ্জ দিন প্লিজ...
বিষয়: বিবিধ
১৮৫২ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
থ্যাঙ্কস পুস্পিতা!
বলুন বঙ্গ রত্ম!
বঙ্গতো রত্মই একটাই জন্মিয়াছে যেটাকে শুধু ওয়াজেদ মিয়াই চিনিয়াছে।
ভালো লাগলো ধন্যবাদ
যেটা আরব বিশ্বেও দেখা যায় না ।
কত্তো এগিয়ে গেছে আমাদের দেশ ......... বাংলাদেশ ।
বুঝতে হবে। দেশ চলছে এখন মদিনা সনদ অনুযায়ী .....................
এরা ও ভাড়া খাটছে.....।
মন্তব্য করতে লগইন করুন