এটা তো ফাঁস হওয়ার কথা ছিল না! ওফ্ কি যে করি?!
লিখেছেন লিখেছেন পুস্পিতা ৩০ এপ্রিল, ২০১৪, ০৫:১৭:০৭ বিকাল
না, লীগ দিয়ে কিছু হবে না। সরকার পরিচালনা করছি "র" দিয়ে, জামায়াত-শিবিরের বিরুদ্ধে যুদ্ধ করছি "বিএসএফ" দিয়ে, বিএনপিকে দৌড়ের উপর রেখেছি "পুলিশ" দিয়ে, জনগণকে গুম করার দায়িত্ব দিয়েছি র্যাবের উপর, সবকিছুই তো দিয়ে রেখেছি ভিন্ন ভিন্ন এজেন্সির উপর, শুধুমাত্র একটি মানে জঙ্গী নাটকটি মঞ্চত্ব করার দায়িত্ব দিয়েছিলাম নিজ দলের উপর আর তাতেই কিনা ওরা বারে বারে ফেইল! কি আজব ব্যাপার?!
সবকিছু বলে দিয়েছি তারপরও জেল থেকে বের করে আনা একজন ধরা পড়ে টহল পুলিশের কাছে! এসব কাজে এই ধরনের কাঁচা হলে হয়?! তাই তাকে দিয়ে দিয়েছিলাম ক্রসফায়ারে! এই সব ঝামেলা রাখতে চাইনা!
কিন্তু এখন কি করি?! প্রিজন ভ্যান থেকে ওদের বের করে আনার মূল দায়িত্ব যে যুবলীগারদের হাতে দিয়েছিলাম ওরা কিভাবে ধরা পড়ে?! এটা তো ফাঁস হওয়ার কথা ছিল না! অতীতে যুবলীগকে দিয়ে শায়খ আবদুর রহমান নাটকটি মঞ্চত্ব করতে তো কোন অসুবিধা হয়নি, তখন তো ওরা সব ঠিকঠাক মতো করেছিল! এবার কি হলো?! এখন ওরা বারবার ফেল মারছে কেন!
না, শেষ পর্যন্ত জঙ্গী নাটকটিও বন্ধু মনমোহনের কাছে দিতে হবে দেখছি। ওহ না! মনমোহনের পিরিয়ড তো শেষ, আসছে মোদী! সে কি আমার অনুরোধ রাখবে?! রাখতে না চাইলে অবশ্য আমার কাছে ট্রাম্পকার্ড আছে, মালাউনদের (লীগের ভাষায়) কয়েকশ বাড়িতে লাগিয়ে দিব আগুন এরপর সুরসুর মোদী বাবাজি চলে আসবে আমার কাছে! নো চিন্তা, ডু ফুর্তি!
কিন্তু যুবলীগের যে কি হলো?! ওদের হাতে সারাদেশের টেন্ডার ও চাঁদাবাজির সিংহভাগ ছেড়ে দিয়েছি তারপরও তারা সামান্য একটি কাজ ঠিকঠাক মতো করতে পারেনা! না, এবার জঙ্গী বিষয়টি সরাসরি আমাকে দেখতে হবে। নিজের কাজ নিজে করাই ভাল। জঙ্গী বানাবো, জঙ্গী সাজাবো, আর তা দিয়ে নূতন নূতন নাটক/সিনেমা দেখাবো সারাবিশ্বকে। শুধু একটু মোদীকে কাছে আনতে হবে আর কাছে আনার কেঁচো মালাউনরা (লীগের ভাষায়) তো রেডি স্টকে আছে! যুবলীগ দিয়ে এসব আর হবেনা, ওরা ধর্ষনবাজি ও চাঁদাবাজিতে আছে তাতেই থাকুক, এসব সুক্ষ কাজ ওদের দিয়ে আর হবে না!
বিষয়: বিবিধ
১৮৩৪ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন