টাঙ্গাইল কি আমেরিকার কোন জেলা?! নাকি আমেরিকা টাঙ্গাইলের কোন উপজেলা?!
লিখেছেন লিখেছেন পুস্পিতা ১৮ ফেব্রুয়ারি, ২০১৪, ০৩:৩১:৩৩ দুপুর
কয়েকমাস আপলোড হওয়া ও প্রচার হওয়া কথিত আল কায়েদার অডিও বার্তাটি নাকি আপলোড হয়েছিল আমেরিকার আরিজোনা থেকে। সরকারী প্রতিষ্ঠান বিটিআরসি বিষয়টি কনফার্ম করেছিল। কয়েকমাস আগে আপলোড হওয়া সেই বার্তা নিয়ে সরকার ও মিডিয়াকে তেমন কোন কথা বলতে দেখা যায়নি। কিন্তু অবৈধ ও স্বনির্বাচিত তথাকথিত সরকারের উপর দেশ-বিদেশের ক্রমাগত চাপ, বিশেষ করে আমেরিকার সিনেটের কঠোর মন্তব্যের পর কথিত সেই বার্তা নিয়ে চিহ্নিত কিছু মিডিয়া ও আওয়ামী লীগের হঠাৎ তোলপাড় বিশ্বাসযোগ্য সন্দেহ তৈরি করে। নিরাপত্তা বিশ্লেষক সহ সংশ্লিষ্ট সবাই কথিত সেই বার্তাটিকে ফেইক হিসেবে অভিহিত করে আমেরিকাকে কাছে টানার জন্য আওয়ামী লীগের ষড়যন্ত্র হিসেবেই দেখছে। কিন্তু আওয়ামী লীগ ৫ই জানুয়ারীর নির্বাচনের মতো আরেকটি কাঁচা নাটক মঞ্চত্ব করেছে বলেই মনে হচ্ছে। তার পরিণতিতে পুরো কথিত সেই বার্তার বিষয়টি হাস্যকর তামাশায় পরিণত হচ্ছে।
আমেরিকা থেকে আপলোড হয়েছে বলে সরকারীভাবে স্বীকার করে নিয়ে বর্তমানে আওয়ামী লীগের লাঠিয়ালে পরিণত হওয়া র্যাব কথিত সেই আপলোডারকে আটক করে টাঙ্গাইল থেকে! তাহলে টাঙ্গাইল কি আমেরিকার কোন জেলা?! নাকি আমেরিকা টাঙ্গাইলের কোন উপজেলা?! পুলিশের সাথে থেকে গুলি করে ছাত্রলীগ আর অস্ত্র মামলায় আসামী করা হয় শিবিরকে- বিষয়টি যেন তেমনই! আপলোড হয় আমেরিকা থেকে আর গ্রেফতার হয় টাঙ্গাইল থেকে! আমাদের আইনশৃংখলারক্ষাকারী বাহিনীর মাথা যে এখন সম্পূর্ণ বিকৃত হয়ে গিয়েছে তা যেন আবারও হাতেকলমে প্রকাশ হয়ে গেল। পাবনায় পাঠানো ছাড়া উপায় নেই দেখছি!
তবে আরেকটি বিষয় এখানে উল্লেখযোগ্য। যাকে আটক করা হয়েছে সে আপলোডের সময় আমেরিকা ছিল বা জীবনে কখনো গিয়েছে তা জানা যায় না। তবে আমেরিকায় কিন্তু আমাদের দেশের স্বনির্বাচিত প্রধানমন্ত্রীর ছেলে-মেয়ে-বোনরা পরিবার-পরিজন নিয়ে অবস্থান করে। আমেরিকা থেকে যদি আপলোডই হয়ে থাকে তাহলে জনগণের সন্দেহ কিন্তু ওদের দিকেই যায়। কারণ তথাকথিত ওই বার্তার একমাত্র বেনিফিশিয়ারি আওয়ামী লীগ। মি. তথ্যজীবি কথিত আইটি বিজ্ঞানী ও স্বনির্বাচিত প্রধানমন্ত্রীর পুত্র ভায়া আইটি উপদেষ্ঠা কি মায়ের অবৈধ ক্ষমতা পাকাপোক্ত করার উদ্দেশ্য এই কাঁচা হাতের অডিওটি আমেরিকা থেকে নিজেই আপলোড করেছে?! আমরা নিশ্চিত নই, তবে আওয়ামী লীগের অতিউৎসাহী আচরণ দেখে জনগণ অনেক ধরনের সন্দেহই কিন্তু করে!
বিষয়: বিবিধ
২০৫৩ বার পঠিত, ৪৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পুরাই বাআল.....
মাথায় কিচ্ছু ঢুকছেনা!!
তবে বাশের কেল্লার তাৎক্ষনিক পোষ্ট টি দেখেঅনেকেই বিভ্রান্ত হওয়া থেকে বিরত থাকতে পারে
বাংলাদেশ টু আমেরিকা ভায়া টাংগাইল
যেতে চাইলে দৌড়ে আসেন আড়াআড়ি আইল
কথা শুনে দেবেননা ধরে বাপ দাদারে গাইল
যাবেন যদি খেয়ে নিন গোটা দশেক ফেন্সি ডাইল
আসল ঘটনা এবার খুলে বলি ভাই
আল কায়দা ট্রানজিট পয়েন্ট হয়েছে টাংগাইল
আরিজোনা থেকে নাকি ছেড়েছে ভিডিও বার্তা
সেই সূত্রে টাংগাইলের জনৈক হবে আলু ভর্তা
কিসের মধ্যে কি বুঝা আসেনা মাথায়
হঠাৎ মনে পড়ে গেল সাকার সেই রংগ কথায়
আজব এক মেশীন নাকি বানাল লীগ
রাজাকার ঢুকিয়ে দিলে হয়ে যায় দেশ প্রেমিক
সেই সূত্রে টাংগাইল এখন হয়ে গেছে মার্কিন
কোন নাটক দেখব এবার ভাবছি নিশী দিন
একাত্তর টিভিতে মজু আর নবনিতার চলছে মহরত
না জানি আবার হয়ে যাবে গণপ্রজাতন্ত্রী ভারত!!
প্লেন ভাড়া ছাড়াই আমেরিকাতে পেীছে যাব। কি মজা!!
কিযে করবো, কিছুই বুঝছিনা।
সরজন্ত্রের শেষ কি নাই ?
আরে বাবা ভিসা ছাড়াই , বাসে , কিংবা হেটে টাঙ্গাইল আমেরিকা চলে যাব। কি খুশি !!!!
কী আশ্চর্য ! হাসিনা দর্জি এদেশেকে সিকিম না-বানিয়ে ছাড়বে না !
মন্তব্য করতে লগইন করুন