তুমি অনেকদিন কামাইছো, কামাইও না বেশী আর- আমার আল্লাহ্ই করব তোমার বিচার

লিখেছেন লিখেছেন জিনাত ১৪ ডিসেম্বর, ২০১৩, ১১:০৪:২৯ রাত

২০০৬ সাল এ হঠাৎ করে আমাকে সাংবাদিক হতে হবে মর্মে ফরমান আসল। আর সাথে সাথে আমাকে পাঠিয়ে দেয়া হল এক সাংবাদিক কর্মশালায় । কর্মশালার কয়েকদিন পরে সম্মানিত প্রশিক্ষকদের মুখে "প্রিয় সাংবাদিক ভাইয়েরা" সম্মোধনটা শুনে ভালই লাগছিল ভাবলাম খারাপ না পেশাটা শুরু করে দেই, আমার পিঠে তো আর সিল মারা থাকবেনা যে আমি ইঞ্জিনিয়ার। যাই হোক, ঐ পেশায় আমার আর বেশী দুর এগোনো হয়নি এখন আমি পুরোদুস্তর একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার হলেও সাংবাদিকতা পেশাটার প্রতি একটা ভক্তি-শ্রদ্ধা কিন্তু আমার তখন থেকেই।

কিন্তু আজ যখন এই লেখা লিখছি তখন আমি বারবার মহান রবের প্রতি শুকরিয়া আদায় করছি এই ভেবে যে, তিনি আমাকে সাংবাদিক নামের সেই সব সাংঘাতিকদের কাতারে শামিল করেন নাই যারা কিনা---

**একদল রাস্তা বন্ধ করে আন্দোলন করলে বলে প্রগতিশীলতা

আর অন্যরা করলে বলে মৌলবাদী।

**কেউ গুলি করে মানুষ মারলে মুক্তিযুদ্বের স্বপক্ষের শক্তি

আর অন্যরা লাঠি হাতে নিলে হয় জঙ্গি।

** পুলিশী সহায়তায় মানুষ মেরে লাশের উপর নৃত্য করলে হয় আন্দোলন

আর অন্যরা পুলিশের গুলির মুখে প্রতিরোধ করলে হয় সহিংসতা।

আবার কখনও কখনও বিরোধী মতকে ঘায়েল করতে চ্যানেল এ এমন রিপোর্টও দেখি যেটার ভিডিওর সাথে অডিওর নেই কোন মিল।

এসব দেখে মনে হয়, আচ্ছা- এভাবে মিথ্যার কাছে নিজের বিবেক বিক্রি করে দিয়ে উপার্জিত অর্থ দিয়ে কিভাবে এরা খাবার তুলে দেয় তাদের--

** প্রিয়তমা স্ত্রীর মুখে,

** নিষ্পাপ সন্তানদের মুখে

কিংবা তাদের ঐ বাবা-মা দের মুখে যারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এইসব কুলাঙ্গার সাংবাদিকদের লেখাপড়া শিখিয়েছিল।

ধিক তোদের এ পেশাকে ধিক তোদের এই উপার্জনকে সৃষ্টিকর্তার নিকট বিচারের মুখোমুখি হওয়ার আগেই তোদের উদ্দেশ্যে আজ একটাই অনুরোধ " আবার তোরা মানুষ হ"

বি.দ্র: আমার এই লেখা শুধু জন্ডিসে আক্রান্ত সাংবাদিকদের জন্য যাদের সব কিছুই হলুদ।

বিষয়: বিবিধ

১৩৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File