এদেশে কি ইসলামী আন্দোলনের বিজয় অতি সন্নিকটে?

লিখেছেন লিখেছেন জিনাত ১৩ ডিসেম্বর, ২০১৩, ০১:১২:৪৬ দুপুর

২০০৯ সাল। ইসলামী ছাত্রশিবির এর সদস্য সম্মেলন এ অতিথি হিসাবে উপস্থিত শহীদ আঃ কাদের মোল্লা। যতদুর মনে পড়ে সাবেক কেন্দ্রীয় সভাপতি মতিউর রহমান আকন্দ ভাই তাকে একটি গান গাইতে অনুরোধ করেন। আঃ কাদের মোল্লা সাহেব রাজী হলেন ঠিকই কিন্তু একটা শর্ত জুড়ে দিলেন যে তিনি এখন একটা দোয়া করবেন আর উপস্থিত সবাইকে তার সাথে "আমীন" বলতে হবে, সবাই রাজী হলে উনি দোয়া করলেন-" আমি যেন দেখি ইসলামের বিজয় এর দ্বারপ্রান্তে আমি দাঁড়িয়ে আর ঠিক তখন ঐ প্রান্ত হতে শত্রুর বুলেট এসে আমার বুকটা ঝাঝরা করে দিল আর আমি আল্লাহর দরবারে শহীদ হিসাবে উপস্থিত হলাম" । তার এ ধরনের দোয়ায় উপস্থিত সকলে থতমত খেয়ে আমীন বলতে দেরি করলে উনি তখন বললেন "আপনারা কিন্তু আমাকে কথা দিয়েছেন"। আর সবাই তখন সমস্বরে বলে উঠল আমীন। এতগুলো মানুষের একসাথে দোয়া নিশ্চয় সেদিন মহান আল্লাহর দরবারে কবুল হয়েছিল। যার ফলশ্রুতিতে আজ জুমআ' বারে আঃ কাদের মোল্লা শহীদ হয়ে তার রবের সান্নিধ্যে চলে গেলেন.............. কিন্তু ইসলামের বিজয়??? তা হলে কি এদেশে ইসলামী আন্দোলনের বিজয় অতি সন্নিকটে?? মহান আল্লাহতাআ'লার কাছে সেই কামনাই করছি।।

বিষয়: বিবিধ

১৪৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File