চতুর্ভূজ

লিখেছেন লিখেছেন আহসান সাদী ১০ মে, ২০১৪, ০৯:০৬:১৮ সকাল

১. আমার ডিসকাউন্ট কার্ডটা খুঁজে পাচ্ছি না। গুম হয়ে গেলো কি না কে জানে। মানুষ গুম হয়ে যাবার চেয়ে একটা ডিসকাউন্ট কার্ডের গুম হয়ে যাওয়াটা বেশ স্বস্তির। আনন্দেরও বোধহয়।

২. সেদিন একজনের সাথে আলাপকালে জানতে পারলাম তাঁর বাড়ী নারায়ঙন্জ। শোনার সাথে সাথে আমরা কয়েকজন আঁৎকে উঠলাম, 'বলেন কী ভাই'? সেই ভাইটি বেশ একটু ঘাবড়ে গেলেন। লজ্জাও পেলেন খুব। ভাইটির অবশ্য কোনো দোষ নেই। যত দোষ সে তো (নাম বলা যাবে না, ৫৭ ধারায় সমস্যা আছে...)।

৩. দুধের প্লাস্টিক বোতলের গায়ে মেয়াদোত্তীর্ণের তারিখ দেয়া ছিলো। তারিখটার দিকে বারবার চোখ চলে যাচ্ছিলো। জোর করেই চোখ সরিয়ে নিচ্ছিলাম। বারবার তবু সেই তারিখটা সামনে চলে আসছিলো। মনের ভেতরটা অদ্ভুতভাবে শূণ্য মনে হতে থাকলো। মাথা চিড়বিড় করতে থাকলো। মনের গভীর কোনো এক স্থান থেকে আল্লাহর কাছে আরজ করলাম, আল্লাহ যেনো ওদের কবুল করেন আর তাদের যেনো পাকড়াও করেন, শক্তভাবে। দুধের বোতলের গায়ে সাঁটা তারিখটা ছিলো ৫ই মে।

৪. বেশ অনেকদিন ধরেই একটা সমস্যায় ভুগছি। কারো মুখে গোঁফ দেখলেই আমার রুচি নষ্ট হয়ে যাচ্ছে। গোঁফ দেখলেই আমাদের দেশের পাতি বুদ্ধিজীবিদের চেহারা চোখে ভেসে উঠে। মেজাজটাই নষ্ট হয়ে যায়। বিরাট সমস্যা।

বিষয়: রাজনীতি

১১৩৫ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

219714
১০ মে ২০১৪ সকাল ১০:২৭
মনটা আমার বাঁধনহারা লিখেছেন : অস্বস্থি, ভয়, বেদনা, বিদ্বেষ সহ বেশির ভাগ অনুভূতিগুলোই একবার মনে জায়গা করে নিলে আনুষঙ্গিক বা প্রাসঙ্গিক কিছু দেখলেই বার বার তার উপস্থিতি জানান দিয়ে যায়।
১০ মে ২০১৪ বিকাল ০৫:৩৪
167628
আহসান সাদী লিখেছেন : হুম, ঠিকই বলেছেন।
219770
১০ মে ২০১৪ দুপুর ১২:৫০
সুশীল লিখেছেন : ভালো লাগলো পিলাচ । অনেক দিন পর যে ভাইয়া?
১০ মে ২০১৪ বিকাল ০৫:৩৫
167629
আহসান সাদী লিখেছেন : বেশী সময় পাই না ভাই। হঠাৎ হঠাৎ ব্লগে ঢুকি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File