ঘোমটা,টুপি আর বাঙ্গালী জাতীয়তাবাদ

লিখেছেন লিখেছেন আহসান সাদী ১১ আগস্ট, ২০১৩, ০১:২৭:০০ রাত

দুই দিন পর পর একেকটা কন্ঠ দেশের আনাচে-কানাচে থেকে বের হয়। প্রথমেই মন কষে আ্যয়সা গালি দিতে যে ইচ্ছে হয়, কী বলবো! খানিক পরেই এদের সম্ভাব্য করুণ পরিণতিটা চিন্তা করে হালকা একটু করুণাও হয় (একাত্তর টিভিতে সম্প্রতি মিতা হক নামের এক গায়িকার প্রলাপ করা প্রসঙ্গে বলছিলাম)।

আমার সাফ কথা, এসব হঠাৎ করে ঘটতে থাকা কোনো ঘটনা নয়। আপনার আমার প্রত্যক্ষ আর পরোক্ষ সমর্থনের কারণেই এসব এতটা বেড়ে গেছে। তবে এর একটা উপকারী দিক হলো দেশে এখন দিন দিন হকপন্থী আর বাতিলপন্থীদের অবস্থান পরিষ্কার হয়ে যাচ্ছে। দ্রবীভূত অবস্থাট এখন কমে আসছে। এখন আর কেউ বাতিলের সাথে দুয়েকটা হক মিশিয়ে গিলাতে পারবে না সবাইকে।

তবু যেসব মুসলিম ভাবছেন, 'এসবে এত সিরিয়াস হবার কি হলো', তাদেরকে বলতে চাই, আপনি যদি নামমাত্র মুসলিমও হয়ে থাকেন তবে ধরে নিলাম আপনার আখেরাতে বিশ্বাস আছে, তা যতই অল্প হোক। আপনি কি চাইবেন মিতা হক, রোকেয়া প্রাচী, শাহরিয়ার কবির, এদের সাথে আপনার হাশর হউক। তাদের বিচার আল্লাহ করবেন, আল্লাহ ভালো জানেন তাদের কী হবে কিন্তু আপনি তাদের অনুসরণ করেও কি মনে করেন সেদিন কোনো ঝামেলাই আপনার হবে না। যদি মনে করেন তাদের সাথে হাশর হলে আপনার সমস্যা নেই তবে তো ঠিকই আছে আর যদি মনে করেন তাদের অনুসরণ করে তাদের সাথে হাশরের ময়দান পর্যন্ত পৌঁছানোটা রিস্কি হয়ে যাবে তবে তাদেরকে সামন্যতম অনুসরনটাও করছেন কেনো? তাদের কথায় ঘাড় নেড়ে সম্মতি দিচ্ছেন কেনো?

তাদের যা বলার বলুক। এতে যারা বিভ্রান্ত হবে তাদের জন্যে কেবল করুণা। যারা বিশ্বাসী তাদের কোনো ক্ষতিই এতে হবে না। ফাকতালে যারা বিভ্রান্ত হয়ে যাবে, তাদের করুণ পরিণতিটা দেখে বিশ্বাসীরা বিচারের দিনই না হয় মজা নেবে। আমাদেরকে আল্লাহ যেনো সেই বিশ্বাসীদের কাতারে শামিল হবার তাওফিক দান করেন। আমীন।

বিষয়: বিবিধ

১৩৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File