না বললাম
লিখেছেন লিখেছেন ৭১ বলছি ২৩ ফেব্রুয়ারি, ২০১৩, ০২:২০:৫৭ রাত
আগুন নিয়ে খেলবি না তুই আগুন নিয়ে খেলবি না
শান্তি নামক সম্প্রিতিতে আগুন ডানা মেলবি না।
দেশ জুড়ে আজ জাগছে মানুষ, জাগছে দলে দলে
তুই কি ভাবিস? ভুলবে সবাই শাহবাগী ছলা কলে?
ভোটের সময় কার মাথাতে হিজাব পট্টি ওঠে?
কার হাতে তস-বীহ দানা আর জিকির থাকে ঠোটে?
সব দেখেছি, সব শুনেছি কানা বগি নই রে
মিছিল যখন হলো শুরু বাঁদর গুলো কই রে?
বিষয়: সাহিত্য
১০০৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন