পল্টন রণক্ষেত্র
লিখেছেন লিখেছেন সাবাস ২৩ ফেব্রুয়ারি, ২০১৩, ০১:৫৪:৫৪ রাত
পুলিশের সঙ্গে জামায়াত ঘেঁষা ক'টি ইসলাম আশ্রয়ী দলের নেতাকর্মীদের গোলাগুলি হয়েছে জাতীয় প্রেসক্লাব থেকে বায়তুল মোকাররমের মধ্যবর্তী এলাকায়। জুম্মার নামাজের পর জঙ্গি মিছিলটি বায়তুল মোকারম থেকে বেরিয়ে পল্টন-প্রেসক্লাব হয়ে শাহবাগের দিকে যেতে শুরু করলে বাধা দেয় পুলিশ। গোটা তিনেক ব্যারিকেড ভেঙে শাহবাগের দিকে এগিয়ে যেতে শুরু করে তারা। এরপরই শুরু হয় উভয় পক্ষের গোলাগুলি। পুলিশকে লক্ষ্য করে একের পর এক ককটেল ও বোমা ছুঁড়তে থাকে বিক্ষুব্ধরা। জবাবে গুলি ও টিয়ার শেল ছোঁড়ে পুলিশ। কয়েক মিনিটের মধ্যে পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে।
বিষয়: বিবিধ
১০২২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন