এ কেমন সরকারী আদেশ !

লিখেছেন লিখেছেন ইদ্রিস আলী ১৮ ফেব্রুয়ারি, ২০১৩, ১০:২৩:২৫ রাত

১৮ ফেব্রুয়ারী ২০১৩ তারিখ বিভিন্ন সরকারি, আদা সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্টানে কালো পতাকা উত্তোলন করা হয়। বিভিন্ন প্রতিষ্টানের প্রধানের সাথে আলাপ করে জানতে পারলাম এটা নাকি সরকারি আদেশ। জানতে চাইলাম কোন চিঠি বা মেইল আছে কি না ? বললেন না, ফোনে আদেশ দিয়েছেন। আরো মজার ব্যাপার হলো প্রত্যেক শিক্ষক কে নাকি কালো ব্যাজ ধারন করতে হবে। প্রশ্ন হলো শাহাবাগের কম্রসুচীতো কোনো সরকারী সিদ্ধান্ত নয়, তা হলে এই কম্রসুচী সরকারীভাবে পালন করা হবে কেন ? সরকার তো মন্ত্রীপরিষদে কোন সিদ্ধান্ত গ্রহন করে নাই। আরো প্রশ্ন হলো সব শিক্ষক তো আর একই দল করে না তা হলে সবাইকে কালো ব্যাজ ধারন করতে হবে কেন ? শুনেছি ৭২ থেকে ৭৫ সালে নাকি বাকশালে যোগদান বাধ্যতামুলক ছিল। তাহলে আমরা কি বাকশালে ফিরে গেলাম ? বাকশাল যেমন চাপিয়ে দিয়ে কায়েম হয়নি এবারও হবে না। আফসোস হলো আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই না!! তবে ব্যক্তি, দল বা বিভিন্ন গোষ্টীর দাবি যদি এভাবে শিক্ষাংগনে চাপিয়ে দেয়ার সংস্কৃতি চালু হয় তবে তা হবে জাতির জন্য হবে আত্তঘাতি!!

বিষয়: বিবিধ

৯৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File