জয় বাংলা- দেশের শত্রু রাজাকার চক্র এবার ঠেলা সামলা

লিখেছেন লিখেছেন আমার মন ১৮ ফেব্রুয়ারি, ২০১৩, ১০:২৩:২৬ রাত

যে সকল মুরুব্বীরা তরুণ প্রজন্মের এই আন্দোলনকে পাগলামী, দেশের ক্ষতি, দেশকে পিছিয়ে দেয়া, হুদাই হাউকাউ, ইমোশনাল চিৎকার চেচাঁনো বলছেন তাদের তরে এই লেখা:





জনাব,

১৯৭১ এর কথা বলতে চাইছি না আজ, স্বাধীনতার পরেরটা মনে করিয়ে দিচ্ছি আপনাকে।

স্বাধীনতার পর, আপনি যখন তরুণ ছিলেন তখন কি করেছিলেন আপনার দেশের জন্য, নিজের বেঁচে থাকা ছাড়া?

যে দেশের স্বাধীনতার কান্ডারি(শেখ মুজিব) ছিল তাকে মেরে ফেলার পর আপনারা ইন্দুরের গর্তে ঢুকলেন ( দেশের শত্রু রাজাকারেরা সাথেই ছিল), মুক্তির চার নেতা হত্যার পরও আপনারা চোখ বন্ধ করে ছিলেন ( দেশের শত্রু রাজাকারেরা সাথেই ছিল), দেশের অন্যতম বীর সেনানী ও আধুনিক বাংলাদেশের পরিকল্পককে( জিয়া) হত্যার পরেও আপনারা তেমন কিছুই করতে পারেন নি, হয়ে গিয়েছিলেন অন্যের গোলাম ( দেশের শত্রু রাজাকারেরা সাথেই ছিল), ছাত্র রাজনীতিতে জামায়াত-শিবির ক্যাডার প্রথা চালু করলো, অন্য ছাত্র রাজনৈতিক দল গুলোও সেই পথে চলছে আজও, আপনি হাস্য মুখে দেখে মজা নিতে থাকলেন ( দেশের শত্রু রাজাকারেরা সাথেই আছে), রাজনৈতিকভাবে এরশাদ কাক্কুর কাছ থেকে গণতন্ত্র উদ্ধারের পর প্রধান দুইদলকে ৫ বছরের জন্য দেশ ইজারা দিয়ে যাচ্ছেন, আর পিছনে বলছেন এরা কোন জাতেরই না ( দেশের শত্রু রাজাকারেরা সাথেই আছে)। আরও বলা যায় অনেক কিছুই ইতিহাসের পাতা থেকে এই চক্র নিয়ে, তা না হয় নাইবা বললাম।

কিন্তু আমরা যখন তরুণ?

শুরুটা করে দিয়েছি ইতোমধ্যে, ইতিহাস শুধু পড়ছিই না, চোখে শুধু দেখছিই না, কানে শুধু শুনছিই না, তার বিরোদ্ধে কথা ও কাজ করতেও ছাড়ছি না। ( দেশের শত্রু রাজাকারেরা সাথেই আছে) এই চক্র চিরতরে বন্ধ করার পর যারা ৪২ বছর ধরে লালন-পালন, আশ্রয়-প্রশ্রয় দিয়ে বাঁচিয়ে রেখেছে এই চক্র, তাদেরকেও ছাড়বো না। শাহবাগে আসুন আমাদের চোখের দিকে তাকিয়ে অনুভব করুন আগুণের তেজ।

।জয় বাংলা। ।দেশের শত্রু রাজাকার চক্র এবার ঠেলা সামলা





বিষয়: বিবিধ

১২০৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File