“হারিয়ে “
লিখেছেন লিখেছেন মাসুদুর রহমান ২০ ফেব্রুয়ারি, ২০১৩, ০৫:০৪:৩৭ সকাল
হারিয়ে যদি যাই আমি
ওই আকাসের কোনে ,
পাবে না আর সে দিন তুমি
আমায় টেলিফনো,
হাসবো সে দিন ভাসবো আমি
তোমার চোখের জলে ,
বুঝবে সে দিন একটা কথা
বন্ধু কাকে বলে ।
তোমাদের কাচের বন্ধু (মাসুদ)
জেদ্দা সোদি আরব।
বিষয়: বিবিধ
৮৪০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন