পুলিশ কারা হয়

লিখেছেন লিখেছেন এলিট ৩০ অক্টোবর, ২০১৫, ০৫:০৯:১২ সকাল



একসময় একটি কথা প্রচলিত ছিল – ব্রিটিশ সম্রাজ্যে সুর্য ডবে না। অর্থাৎ তারা সর্বদাই জয়ী হয়। এছাড়াও ব্রিটিশ সম্রাজ্যের বিস্তৃতি ছিল অর্ধেক দুনিয়া জুড়ে। এর মধ্যে একটা না একটা দেশে ঠিকই দিন থাকত, অর্থাৎ আকাশে সুর্য থাকত। এই ব্রিটিশের অধীনেই ছিল আমেরিকা, ভারত উপমহাদেশ। ১৯৪৭ সালের আগে আমরাও ছিলাম ব্রিটিশের অধীনে।

ব্রিটিশেরা কিভাবে আমাদেরকে অত্যাচার করেছে, কভাবে আমাদের সম্পদ তাদের দেশে নিয়ে গেছে, কিভাবে চাবুক মেরে নীল চাষ করিয়াছে – এগুলো বেশ শোনা যায়। তবে তাদের প্রায় দুইশত বছর শাশনামলে আমাদেরকে কি শিখিয়ে গেছে, এটা কেউই তেমন বলে না। দয়া করে আমার কথা ভুল বুঝবেন না। ব্রিটিশেরা আমাদের কোন উপকার করেনি। আমাদের দেশ দখল করে তারা দেশের মালিক বনে গিয়েছিল। এর পরে এই দেশটিকে তাদের নিজেদের দেশের মতন পরিচালনা করেছে আর আমাদেরকে গোলাম বানিয়ে রেখেছে। তাই ইচ্ছা না থাকলেও তারা আমাদেরকে অনেক কিছু শিখিয়ে গেছে।

ট্রেন, বিশ্ববিদ্যালয়, থানা পুলিশ, আইন আদালত ইত্যাদি বৃটিশেরাই আমাদেরকে শিখিয়েছে। এত বছর পরে আমরা এখনও ব্রিটিশ পদ্ধতি সামান্য পরিবর্তন করে ব্যাবহার করছি। প্রায় দেড়শো বছর আগে, এই ব্রিটিশেরই নির্বাসন বা জেলখানা ছিল অস্ট্রেলিয়া। বন্দীদের ধরে নিয়ে ওখানে রাখা হোত। এখনও তার ধংশাবশেষ আছে সেখানে। ধীরে ধীরে সাধারন লোক গিয়ে বসতি স্থাপন করের সেখানে। এভাবে কোন দখল করা দ্বীপে বসতি শুরু করারটা ছিল ব্রিটিশদের একটা কায়দা। অনেক দ্বীপেই ওরা এই পদ্ধতিতে বসতি স্থাপন করেছে। প্রথমে কয়েদীদের ওখানে ছেড়ে দেয়। এর পরে ধীরে ধীরে সাধারন লোকেরা সেই দ্বীপে আসতে শুরু করে। আর এভাবেই তারা অস্ট্রেলিয়া দেশটি বানিয়েছে। অস্ট্রেলিয়া একটি স্বায়ত্ব শাশিত (স্বাধীন নয়) দেশ। ওরা এখনো ব্রিটিশকে কর দেয়। ব্রিটিশের রানী ওদের রানী। ওদের মুদ্রার উপরেও ব্রিটিশ রানীর ছবি থাকে।



অস্ট্রেলীয়ার পুলিশ বাহিনী গঠন করা হয়েছিল ওই জেলখানা থেকেই। ১২ জন ভদ্র ব্যবহারকারী আসামীকে নিয়ে গঠন করা হয় অস্ট্রেলিয়ার পুলিশ বাহিনী। এর পরে ধীরে ধীরে সেই বাহীনিটি আজ শক্তিশালী পুলিশ বাহিনী। এখন অস্ট্রলিয়ার বিশ্ববিদ্যালয়ে পুলিশ বিষয়ক স্নাতক কোর্স আছে। এই কোর্স করেই তবে পুলিশ হওয়া যায়। আরেকটি মজার ব্যাপার হল, পুলিশ হওয়ার জন্য – বয়স ও উচ্চতা কোন ব্যাপার নয়।

যাই হোক, আমার এই লেখাটার বিষয় হল, পুলিশ কারা হয়। আমাদের দেশের পরিবেশে কারা কিভাবে পুলিশ হয় এবং পুলিশ হয়ে তারা কি করে সে সম্পর্কে নতুন করে বলার কিচু নেই । কিভাবে যোগ্য লোককে পেছনে ফেলে অযোগ্য লোক সুযোগ পায়, কিভাবে কোন কোন খাতে কিভাবে বানিজ্য হয় সেটা সবাই জানে। দুর্নীতি চ্যাম্পিয়ন আমাদের এই দেশে সবচেয়ে দুর্নীতিগ্রস্থ হচ্ছে পুলিশ। পুলিশের ঘুষ নেওয়াটা আমাদের এমনভাবে সয়ে গেছে যে এখন আর চাইতে হয় না। ঝামেলা মেটাতে চাওয়ার আগেই দিয়ে দেই। উন্নত বিশ্বের পুলিশ ও তার কার্যকলাপ দেখলে কিছুটা বোঝা যায়, পুলিশ আসলে কাদের হওয়া উচিত। আমি স্বচোক্ষে অস্ট্রেলিয়ার পুলিশ দেখেছি। তাই তাদেরটা বলছি।

ছাত্রাবস্থায় প্রথম যে রেস্টুরেন্ট এ কাজ করি সেই রেস্টুরেন্ট এর মালিক তার গাড়ীটি রাস্তায় পার্ক করে রেখে নিজের রেস্টুরেন্ট এ বাবুর্চীর কাজ করত। তার গাড়িটি সাধারনত একই যায়গায় প্রত্যেক দিন পার্ক করা থাকত। রাস্তার টহল পুলিশ এক সপ্তাহে তিনবার ওই গাড়িতে জরিমানা করেছে। জরিমানার কারন হল, গাড়ির দরজা ঠিকমতন লক করা ছিল না, জানালার কাচ কিছুটা নামানো ছিল, ইত্যাদি। দুইবার ফাইন লিখে কাগজটি গাড়িতে রেখে চলে গেছে। কিন্তু তৃতীয়বার ফাইন লেখার সময় ঘটনাক্রমে ওই গাড়ীর মালিক দুজন পুলিশকে দেখে ফেলেছে। দৌড়ে গিয়ে তাদের সঙ্গে ঝগড়া শুরু করে দিল। ঝগড়ার বিষয় হল - তোমরা কোন সাহসে একই কারনের জন্য দুই তিনবার ফাইন কর? এক পর্যায়ে লোক্টি পুলিশকে অকথ্য ভাষায় গালি দিল। ওই দুজন পুলিশ নিজেদের মুখ চাওয়া চাওয়ি করে চলে গেল। ভাবখানা এমন – এই লোকটি কি পাগল হয়ে গেছে নাকি !!। ফাইনের কাগজ কিন্তু ঠিকই দিয়ে গেছে। ৫-৭ দিন পরে সেই দুজন পুলিশের সঙ্গে আবার লোকটির রাস্তায় দেখা। পুলিশ দুজন তাকে দেখে জিজ্ঞেস করছে – কি কেমন আছ? তোমার রাগ কি কমেছে ?



সিডনী শহরে যারা নতুন আসে, তাদের কাছে পুলিশের গাড়ী ও ট্যক্সি দেখতে একই রকম লাগে (ছবিতে দেখুন)। অবশ্য কয়েক মাসে পরে চট করে বুঝে ফেলা যায় কোনটা পুলিশের গাড়ী। আমার এক বন্ধু তেমনিই নতুন এসেছিল সিডনী শহরে। একটা ট্যাক্সি ধীরে ধীরে যাচ্ছে। হাত ইশারা করে থামিয়ে দ্রুত উঠে পড়ল পেছনের সিটে। এর পরে বলল – অমুক যায়গায় চল। পরক্ষনেই চোখে পড়লে গাড়ির সামনে বসা দুজন পুলিশ ও তাদের গাড়ির ভেতরে বিভিন্ন যন্ত্রপাতি। বুঝতে পারল, এটা তো পুলিশের গাড়ী। সরি বলে গাড়ি থেকে নেমে যাচ্ছিল। তখন পুলিশ তাকে থামিয়ে বলল – অসুবিধা নেই, চল তোমাকে পৌছে দিয়ে আসি।

ইংরেজী নববর্ষের আগের দিন, ৩১ ডিসেম্বর রাতে সারা শহর জুড়ে উতসবের আমেজ থাকে। নিরাপত্তা নিশ্চিত করতে সবচেয়ে ব্যাস্ত থাকে পুলিশ। যেখানে সেখানে মদ খাওয়া ও মাতলামী করাটা ওই রাতের এক প্রকারে – জনগনের অধিকার বলা যেতে পারে। সবাই মাতাল। এখানে সেখানে মজা করে বেড়াচ্ছে। তবে বেশীরভাগ লোক জড় হয় সিডনী অপেরা হাউজের আশে পাশে যেখানে রাত ৯টা ও রাত ১২ টায় আতশবাজী ফোটানো হয়। এমনি এক দিনে, ওই অপেরা হাউজ ট্রেন স্টেশনে এক মাতালকে দাড় করিয়ে কয়েকজন পুলিশ তার আইডি কার্ড দেখতে চাইল। মাতাল তো মহা বিরক্ত। এতটাই মাতাল যে, পকেট থেকে মানিব্যাগ বের করতে পারছে না। অনেক চেস্টা করার পরে রাগে সামনে থাকা পুলিশকে লাথি দিল। এই লাথিটি দিয়ে সে নিজেই বেসামাল হয়ে পড়ে গিয়েছিল। অন্যান্য পুলিশ তাকে দ্রুত শরে ফেলল, নইলে হয়ত পড়ে এগিয়ে তার মাথা ফাটতে পারত। লোকটি মেঝেতে বসে রইল। পুলিশ তার মানিব্যাগের ভেতরে তার আইডি কার্ড দেখে বলল – এট তো কাছেই। এর পরে দ্রুত স্থান ত্যাগ করল। আসলে ওই মাতালের অবস্থা খারাপ দেখে পুলিশ তাকে বাসায় পৌছে দিতে চেয়াছিল। এজন্যই আইডি কার্ড দেখতে চেয়েছে। আইডি কার্ডে ঠিকানা দেখে বুঝেছে, এর বাসা কাছেই। তাই তাকে রেখে চলে গেছে। পুলিশকে গালি দিলে তার বিরুদ্ধে কোন আইনী ব্যাবস্থা নেওয়া যায় না, তবে মারলে তাকে শাস্তি দেওয়া যায়। বিশেষ উতসবের দিনে মাতালকে প্রশ্রয় দেওয়া হলেও সবসময় মাতালকে প্রশ্রয় দেয় না পুলিশ।



পুলিশের টহ্ল দেবার গাড়িতে সবসময় একটি পুরুষ ও একটি নারী পুলিশ থাকে। কারন কোন নারী অপরাধীকে ধরতে, বা তল্লাশি করতে নারী পুলিশ কাজে লাগবে। বেশীরভাগ ক্ষেত্রে পুরুষ পুলিশটিই গাড়ি চালায়। একবার এক মাতাল রাস্তা দিয়ে চিৎকার করতে করতে যাচ্ছিল। যাকে দেখে তাকেই গালি দেয়। রাস্তার সবাই লোকটির গালি শুনেও না শোনার ভান করছে। ঘটনাক্রমে স্থানটিও পুলিশ স্টেশনের পেছেন গাড়ীর গ্যারেজের কাছে। ঠিক সেই সময়, একটি পুলিশের টহল গাড়ি এসে থামল। নারী পুলিশটি গাড়ি থেকে বের হল। মাতালটি তাকে দেখে গালি দেওয়া শুরু করল। গালিটি মেয়েদের জন্য খুব অপমানজনক। তাই মেয়েটি রাগে, ক্ষোভে প্রচন্ড শক্তিতে কান্না মিশ্রিত চিৎকার করে ওই মাতালটিকে একটি ধমক দিল। মাতাল দমবার পাত্র নয়। সে আরো গালি দিচ্ছে। মেয়েটির সাথের পুরুষ পুলিশটি তখনও গাড়ি থেকে বের হয়নি। সেই লোকটিও মাতালকে একটা ধমক দিল। তাতেও কাজ হল না। মাতাল চিৎকার করেই যাচ্ছে। একেবারে চোখের সামনে দুইজন পুলিশ মাতালের কাছে অসহায় হয়ে রয়েছে। ঠিক তখনই পুরুষ পুলিশটি বুদ্ধি করে একটি কাজ করল।



কাজটি হল, গাড়ির দরজাটি মাতালের পথের সামনে এমনভাবে খুলে দিল যাতে মাতালের যাবার পথ বন্ধ হয়ে যায়। মাতাল তো মাতালই। একেবারে তাল সামলাতে না পেরে গাড়ির দরজায় ধম করে একটা গুতা খেলো। ব্যস, মাতাল তো রেগে আকেবারে আগুন। কি আমাকে দরজা দিয়ে গুতা দিস। সে পুলিশকে মারতে তেড়ে এলো। তখন পুলিশ তাকে খপ পরে ধরে ফেলে তার হাত পেছনে নিয়ে মাটিতে শুইয়ে ফেলল। এর পরে কি হয়েছিল সেটা আর আমি দেখিনি। কারন এর পরে মাত্র দুটো জিনিস হয়ে পারে। এক, লোকটিকে ওভাবে কয়েক মিনিট মাটিতে শুইয়ে আটকে রেখে দিবে। যদি সে শান্ত হয়, তাকে ছেড়ে দিবে। সে শান্ত না হলে, তাকে পুলিশ স্টেশনে আটকে রাখবে। সকালে নেশা কেটে গেলে তাকে ছেড়ে দিবে।

এই ঘটনাটিতে আমার চোখের সামনে পুলিশের পেশাদারিত্বের ননুনা দেখতে পেলাম। মাতালের দেওয়া ওই গালিটি শুনে ওই মেয়েটি হয়ত অন্য সময় হলে ওই মাতালের গালে চড় বসিয়ে দিত। কিন্তু এখন সে সেটা করতে পারে না। কারন, সে ডিউটিতে রয়েছে। পুলিশের পোষাক রয়েছে তার গায়ে। আর পুলিশকে গালি দেবার জন্য জনগনকে ছোয়া যায় না। জনগন যদি পুলিশকে মারতে আসে, তখন জনগনকে ধরা যায়। তাও আবার ধরে মারা যায় না। আটকে রাখা যায় মাত্র। আর সবচেয়ে বড় কথা হল – ব্যাক্তিগত আক্রোশ থেকে কাউকে ছোয়ার অধিকার পুলিশের নেই।



একবার এক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের দাবী আদায়ের জন্য রাস্তা অবরোধ করেছিল। প্রায় শ খানেক ছাত্র, শহরের একটি ব্যাস্ত রাস্তায় বসে রয়েছে। তাদেরকে অনেক রকমের হুমকী দিয়েও সরানো গেল না। অবশেষে পুলিশ এলো। পুলিশ অনেক হুমিকী দিল। কেউ সরল না। কারন সবাই জানে, পুলিশ আর যাই করুক, মারতেও পারবে না, ধরতেও পারবে না। তখন আরো পুলিশ আনা হলো। এবার প্রত্যেক বসে থাকা ছাত্রের পেছনে এক এক জন করে পুলিশ গিয়ে দাড়াল। যতগুলো ছাত্র, ততগুলো পুলিশ। ছাত্ররাও, বিভ্রান্ত – এরা এক একজন আমাদের পেছনে দাঁড়ানো কেন। কিছুক্ষনের মধ্যেই কারনটা বোঝা গেল। ওই দারানো পুলিশেরা সবাই একসাথে একটু একটু করে সামনে সরে আসছে। একেবারে গায়ে ঘেষে দাঁড়িয়ে আছে দেখে প্রত্যেক ছাত্র সামান্য একটু সরে বসল। আবার আরেকটু সামনে এগুচ্ছে। ছাত্ররা আরেকটু সরছে। এভাবে এক ঘন্টার ভেতরে ইঞ্চি ইঞ্চি করে সরিয়ে রাস্তা থেকেই সরিয়ে ফেলেছে সব ছাত্রদেরকে। মারামারি, লাঠি চার্জ, কাদানি গ্যাস ইত্যাদি কিছুই লাগল না। ছাত্ররা করেছে সন্ত্রাসমুক্ত আন্দোলন। পুলিশও করেছে সন্ত্রাসমুক্ত প্রতিরোধ।

আরেকটি জিনিস অস্ট্রেলিয়ার পুলিশের ভেতরে আছে। সেটা হল ছদ্যবেশ। আমি এমন অনেক ছদ্যবেশী পুলিশ দেখেছি। আপনি কল্পনাও করতে পারবেন না, এমন যায়গায় ছদ্যবেশী পুলিশ রয়েছে। রাস্তার ভিক্ষুক, ক্লাবের ড্যান্সার, স্কুলের টিচার, ট্রেনের সহযাত্রি, অন্ধ পথিক, রাস্তায় গান গেয়ে ভিক্ষা করে এমন যে কেউই হতে পার ছদ্যবেশী পুলিশ।

আমার লেখাটি পরে অস্ট্রেলিয়ার পুলিশকে ফেরেশতা ভাবাটা ঠিক হবে না। বিচ্ছিন্ন অনেক ঘটনাতে তাদের বিভিন্ন ত্রুটি ধরা পরেছে। অনেক ঘটনাতে, ভুল করে, সহকর্মীর গুলিতে পুলিশ নিহত হয়েছে। পুলিশকে আক্রমন করবে, এটা ভেবে নিরাপরাধ মানুষ পুলিশের গুলিতে খুন হয়েছে। কোন নালিশ নিয়ে পুলিশের কাছে গেলে চোরের চেয়ে বাদীকে বেশী জেরার মুখে পড়তে হয়। নালিশ করে তেমন ফলও হয় না। অনেক সময়, নিরিহ লোককে ঘাটায়। ভারতীয় বংশোদ্ভুত এক ডাক্তারকে জঙ্গী সন্দেহে কয়েক মাস আটকে রেখে ব্যাপক হয়রানী করেছে। লোকটির খালাতো ভাই ইংল্যান্ডের একজন সন্দেহভাজন জঙ্গী। তার কাছে সে মোবাইলের ম্যাসেস চালাচালি করেছিল। এটাই ছিল তার অপরাধ।

তবে যত ত্রুটিই থাকুক। কয়েকটি জিনিস পুলিশ মেনে চলে। ভদ্র ব্যাবহার করে, মানুষ যেমন ব্যাবহারই করুন না কেন। ঘুষ জিনিসটা চিনেই না। ব্যক্তিগত আক্রোশ মেটায় না। যত বড় অপরাধী হোক না কেন – তাকে পেটায় না। পুলিশের কাজ হল অপরাধীকে ধরে কোর্টে হাজির করা। তাকে পেটানো নয়। পুলিশ যে মানুষের বন্ধু হতে পারে সেটা উন্নত বিশ্বের পুলিশ দেখলে বোঝা যায়। আর আমাদের দেশের পুলিশের অবস্থা হল – যার এমন বন্ধু আছে, তার আর শত্রুর দরকার নেই।

বিষয়: বিবিধ

২৫৯৯ বার পঠিত, ৪০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

347784
৩০ অক্টোবর ২০১৫ সকাল ০৬:৩২
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম ।

সেখানকার পুলিশদের কাছে যে কোনো নির্যাতিত ব্যক্তি বা সাহায্যাপ্রার্থী নির্দ্বিধায় যেতে পারে, আর আমাদের দেশে পুলিশের কাছ যাওয়া মানে জুলুমকেই নিশ্চিত করা!

বেশ চমৎকার কিছু তথ্য জানলাম আপনার পোস্ট টি পড়ে। ভালো লগালো খুব। অনেক দিন পর সুন্দর পোস্টটির জন্য আন্তরিক শুকরিয়া জানবেন!
৩১ অক্টোবর ২০১৫ দুপুর ০২:২২
288870
এলিট লিখেছেন : ওয়া লাইকুম আস সালাম। আপনাকে অনেক ধন্যবাদ - প্রথম মন্তব্য আপনার কাছ থেকে পেয়ে খুব ভালো লাগছে।
347786
৩০ অক্টোবর ২০১৫ সকাল ০৭:১৪
হতভাগা লিখেছেন : এইট পাশ বাংলাদেশী পুলিশদের কাছ থেকে আমরা কোন এক্সিলেন্সী আশা করি না ।

বাংলাদেশের মানুষ পুলিশকে বন্ধু মনে করে না
৩১ অক্টোবর ২০১৫ সকাল ১০:৪০
288850
আহমদ মুসা লিখেছেন : বর্তমানে বাংলাদেশ পুুলিশ বাহিনীতে সম্ভবত এইট পাশ লোক নেয়া হয় না। অতীতে এইট পাশ তথা অর্ধশিক্ষিত লোকজন নিয়োগ দিয়েছিল। এইট পাশ তথা অর্ধশিক্ষিত পুলিশের সদস্যদেরকে কমান্ড করে কারা? তারাও কি এইট পাশ? এইটপাশওয়ালা তো শুধু অর্ডার কেরি করে মাত্র! কিন্তু বর্তমানে যারা পুলিশ বাহিনীতে ডুবে বিভিন্ন দূর্নীতি ও চরম মানবাধিকার লংঘন করে সাধারণ মানুষকে জুলম নির্যাতন ও অন্যায়ভাবে হয়রানী করছে তারা একজনও এইট পাশ তো নয়-ই বরং আন্ডারগ্রাজুয়েটও নয়। সবাই কলেজ-বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা সার্টিফিকেটধারী কথিত শিক্ষিত! বর্তমানে সর্বনিম্ন স্তরের অফিসার এ. এস. আই. থেকে শুরু করে প্রথম শ্রেণীর কর্মকর্তা সহকারী পুলিশ সুপার পর্যন্ত কোন পদেই অর্ধ শিক্ষিত কাউকে নিয়োগ দেয়া হয় না। সমস্যা আসলে অর্ধ শিক্ষিত-শিক্ষিত হওয়ার মধ্যে নয়। যুগ যুগ ধরে চলে আসা আমাদের পুলিশ বাহিনীর মধ্যে চরম অপরাধ প্রবণতা সার্টিফিকেটধারী শিক্ষিত না হওয়ার কারণে নয়। বৃটিশের দুই শত বছর শাসন-শোষন, পরবর্তীতে পাঞ্জাব-পাঠানী তথা পশ্চিম পাকিস্তানীদের হামবড়াইপনার তেইশ বছরের শাসনে বাঙ্গালী জাতির নিজস্ব স্বকীয়তা বলতে কিছুই অবশিষ্ট ছিল না। একটা অধঃপতিত জাতির সামগ্রিক চিন্তা-চেতনা ও রুচি অভিরুচির প্রভাব পড়েছে তাদের আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলোর উপর। পুলিশের দুর্নীতি নির্ভরশীল হচ্ছে রাষ্ট্রে অন্যন্যা অঙ্গ প্রত্যেঙ্গগুলো। যারা পুলিশ বাহিনীকে নিয়ন্ত্রণ করছে অথবা পুলিশ বাহিনী দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা নিয়ন্ত্রিত হচ্ছে, প্রভাবিত হচ্ছে তারাই বা কতটুকু দুর্নীতি বা অপরাধ প্রবণতামুক্ত? এ বিষয়ে বিতর্ক করতে গেলে পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখা যাবে।
৩১ অক্টোবর ২০১৫ দুপুর ০২:১৭
288869
শফিউর রহমান লিখেছেন : কারণ, বাংলাদেশী পুলিশ বাংলাদেশের মানুষকে বন্ধু মনে করে না। তারা নিজেদেরকে আলাদা একটি গোষ্ঠী মনে করে।
৩১ অক্টোবর ২০১৫ রাত ১০:০৫
288928
এলিট লিখেছেন : ধন্যবাদ আপনাদের তিনজনকে
347787
৩০ অক্টোবর ২০১৫ সকাল ০৭:১৫
শেখের পোলা লিখেছেন : 'কোথায় লিয়াকত আলি আর কোথায় জুতার কালী৷'উল্টো দিক থেকে ভাবলে আমাদের পুলিশ ফার্স্ট হবে৷এদেরকে এভাবে তৈরী করা হয়৷ ধন্যবাদ৷ কানাডাতেও পুলিশ জনগনের বন্ধু৷ দেখলে সাহস বাড়ে৷ধন্যবাদ৷
৩১ অক্টোবর ২০১৫ দুপুর ০২:২৪
288871
এলিট লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ।
পুলিশ দেখলে "সাহস বাড়ে"। এমনই তো আসলে হওয়া উচিত। আমাদের দেশে তো উল্টোটা হয়।
347807
৩০ অক্টোবর ২০১৫ সকাল ১১:৩৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : শিক্ষনিয় পোষ্টটির জন্য অনেক ধন্যবাদ।
বৃটিশরা তাদের প্রত্যেক কলোনি তে তৈরি করেছিল অত্যাচারি পুলিশ আর আইন গুলি করেছিল তাদের স্বার্থরক্ষার উপযোগি। আমাদের মত দেশগুলি এই পুলিশের কোন পরিবর্তন না করে দুইশ বছরের পুড়ান সেই আইনগুলি দিয়েই চলে যাচ্ছে। কারন তাতে শাসকদের খুবই সুবিধা। বাংলাদেশে লাখ দেড়েক পুলিশের মধ্যে একজনও সৎ নাই। যে নিজেকে সৎ দাবি করবে সেও আসলে অভদ্র।
৩১ অক্টোবর ২০১৫ দুপুর ০২:২৫
288872
এলিট লিখেছেন : ঠিক বলেছেন। সবাই ক্ষমতাতে টিকে থাকতে চায়, কাজেই জনসনের বন্ধু কেউই হয় না। আপনাকে অনেক ধন্যবাদ।
347883
৩১ অক্টোবর ২০১৫ রাত ০১:০৮
সাদিয়া মুকিম লিখেছেন : স্টিকি পোস্টে অভিনন্দন ভাইয়া! Thumbs Up
৩১ অক্টোবর ২০১৫ দুপুর ০২:২৫
288873
এলিট লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ
347888
৩১ অক্টোবর ২০১৫ রাত ০১:৩৩
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। এসব লিখে কি বাংলার পুলিশ সংস্কৃতির পরিবর্তন সম্ভব হবে?
৩১ অক্টোবর ২০১৫ দুপুর ০২:২৬
288874
এলিট লিখেছেন : না, আমি পলিশের স্বভাব বদলাতে চাইনা। আমি চাই সাধারন লোকের দৃস্টিভঙ্গী বদলাতে। সবাই সচেতন হলে পুলিশ এমনিই শুধরে যাবে। আপনাকে ধন্যবাদ।
347897
৩১ অক্টোবর ২০১৫ রাত ০৩:২৫
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
৩১ অক্টোবর ২০১৫ দুপুর ০২:২৭
288875
এলিট লিখেছেন : আপনাকে ধন্যবাদ।
347926
৩১ অক্টোবর ২০১৫ সকাল ১০:৪৮
আহমদ মুসা লিখেছেন : আমাদের পুলিশ বাহিনীকে সত্যিকারের সেবাদানকারী আইন শৃংঙ্খলা বাহিনীতে পরিনত করার জন্য প্রয়োজন দেশকে নতুনভাবে স্বাধীন করা। বর্তমানে অলিখিত ও অঘৌষিত এই পরাধীন জাতিকে যে বা যারাই পরিপূর্ণ মুক্ত করে স্বাধীনতা এনে দিতে পারবেন তারাই মূলত যোগ্যতা রাখেন একটি স্বাধীন সার্বভৌম আত্মমর্যাদাশীল জাতির সত্যিকারের সেবাদানকারী আইন শৃংঙ্খলা বাহিনী উপহার দিতে।
৩১ অক্টোবর ২০১৫ দুপুর ০২:২৮
288878
এলিট লিখেছেন : আসলে সত্যিকারের স্বাধীনতা আমরা পাইনি। আগে ছিলাম পাকীস্থানিদের খপ্পরে, এখন আছি অসত নেতাদের খপ্পরে। আপনাকে ধন্যবাদ।
347939
৩১ অক্টোবর ২০১৫ দুপুর ১২:২৮
আবু জান্নাত লিখেছেন : আমাদের দেশের শিক্ষা সংস্কৃতি থেকে মানবতার দীক্ষা গায়ের হয়ে গেছে। সব জায়গাতেই জোর ও ক্ষমতার জয় জয়কার। তাছাড়া পুলিশের মহাপরিচালক বা হুকুমদাতারা জুৃলুমবাজ, দূর্তিনীতিবাজ, ঘুষখোর কর্মকর্তাদের শাস্তির পরিবর্তে পুরস্কারে ভূষিত করছে। এভাবে দিনদিন পুরস্কারের লোভে জুলুমের মাত্রা ছড়িয়ে যাচ্ছে।


বাংলাদেশে বর্তমানে পুলিশ দেখলেঃ-

সাধারণ মানুষ মনে করে রাষ্ট্রীয় লাইসেন্সপ্রাপ্ত ডাকাতের দল।
রাজনীতিকরা মনে করেনঃ সরকার পালিত পাগলা কুকুর।
আলেম ওলামরা মনে করেনঃ জালিম।
চোর ডাকাতরা মনে করেনঃ আমাদের সহকারী।
চোরাচালান ও মাদক ব্যসায়ীরা মনে করেনঃ আমার পাহারাদার।
গাড়ির ড্রাইভাররা মনে করেনঃ লাইসেন্স করা হাইজ্যাক।
ফুটপাতের দোকানদাররা মনে করেনঃ ভিক্ষার জন্য ফকির।

আবুধাবীর পুলিশ দেখলে অটোমেটিক সম্মান করতে মন চায়। তারাই আগে সালাম দেয়, মানুষের বিপদে ছুটে আসে। ৯৯৯ নাম্বারে ফোন করে লোকেশান দিলে পুলিশ আসতে ৫ মিনিট লাগে। যেন জনগনের সেবায় নিবেদিতপ্রাণ কোন বাহিন।

সুন্দর পোষ্টটির জন্য শুকরিয়া।

৩১ অক্টোবর ২০১৫ দুপুর ০২:২৯
288879
এলিট লিখেছেন : হ্যা, ভাই। উন্নত দেশে ৫ মিনিটের মধ্যে পুলিশ না আসতে পারলে সেটাকে দায়িত্ব অবহেলা বা ব্যার্থতা বলে গণ্য করা হয়। আপনাকে ধন্যবাদ।
১০
347950
৩১ অক্টোবর ২০১৫ দুপুর ০১:২১
আবু জারীর লিখেছেন : গত পরশু অফিস থেকে বাসায় ফেরার পথে রাস্তায় খুব জ্যাম ছিল। সুযোগ বুঝে সেকেন্ড ট্রাক থেকে হুট করে ফার্স্ট ট্রাকে এসেই লুকিং গ্লাসে দেখি একেবারে পুলিশের গাড়ির সামনে ঢুকে পরেছি। আমারতো ত্রাহী মধূসুধন। ট্রাক চেঞ্জ করে যে আবার সেকেন্ড ট্রাকে আসব তাও পারছিলাম না। মিনিট তিনেক চলার পর ট্রাক চেঞ্জ করে আবার সেকেন্ড ট্রাকে এসে পুলিশের গাড়িতা যেতে দিলাম। এটা সৌদি'আরবের রাস্তার ঘটনা। এদেশেও পুলিশকি সাহস করে কিছু বলা যায় এবং বন্ধু ভাবা যায় যদিও তাদের মধ্যেও কিছুটা অবক্ষয় ঢুকেছে।
৩১ অক্টোবর ২০১৫ দুপুর ০২:৩১
288880
এলিট লিখেছেন : আভিজ্ঞতা শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।
১১
347966
৩১ অক্টোবর ২০১৫ দুপুর ০৩:২৩
গরীবেরবন্ধু জুয়েলখান লিখেছেন : সুন্দর লিখেছেন
১২
347974
৩১ অক্টোবর ২০১৫ বিকাল ০৪:৩৩
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


পুলিশ ও রাজনীতিকের কাজ একই- জনসেবা, আমাদের দেশেও এ দুটোর মিল আছে!
১৩
348002
৩১ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:৪৬
মোঃ আনোয়ার হুসাইন লিখেছেন : বাংলাদেশের পুলিশকে ঘুষ না দিলে মামলা দিবো। হায়রে! বাংলাদেশের পুলিশ।
১৪
348035
০১ নভেম্বর ২০১৫ রাত ০১:১৮
নূর আল আমিন লিখেছেন : শেখের পোলা ভাইয়ের সাথে সহমত/ : 'কোথায়
লিয়াকত আলি আর
কোথায় জুতার
কালী৷'উল্টো দিক
থেকে ভাবলে আমাদের
পুলিশ ফার্স্ট
হবে৷এদেরকে এভাবে
তৈরী করা হয়৷
ধন্যবাদ৷ কানাডাতেও
পুলিশ জনগনের বন্ধু৷
দেখলে সাহস
বাড়ে৷ধন্যবাদ৷
১৫
348048
০১ নভেম্বর ২০১৫ সকাল ০৫:০১
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১৬
348055
০১ নভেম্বর ২০১৫ সকাল ১০:১৪
মোহাম্মদ লোকমান লিখেছেন : আবুধাবির পুলিশকেও জনগণের বন্ধু বলা যায়। মারধর এবং ঘুষ নিয়ে অপকর্ম করতে দেখিনি কখনো।
১৭
348061
০১ নভেম্বর ২০১৫ সকাল ১০:৫০
দ্য স্লেভ লিখেছেন : সাধারনভাবে বলা যায় এসব দেশের পুলিশরা অনেক ভালো। অনেক ভদ্র আর পেশাদার। এর পেছনে আছে সুশিক্ষা,ভালো বেতন,নির্ধারিত সময় পর্যন্ত কাজ,কাজের প্রচন্ড চাপ না থাকা, রাজনৈতিক নেতার চাপ বা হুমকী না থাকা,অপরাধে সহযোগী হওয়ার উপরের মহলের চাপ না থাকা,,,,,আরও অনেক কিছু। ভালো লেগেছে। ধন্যবাদ
১৮
348074
০১ নভেম্বর ২০১৫ দুপুর ১২:২৩
এম আবদুল্লাহ ভূঁইয়া লিখেছেন : খুবই চমৎকার , আর সবচেয়ে বড় কথা হল – ব্যাক্তিগত আক্রোশ থেকে কাউকে ছোয়ার অধিকার পুলিশের নেই। ======্ এমনটা ইসলামের শিক্ষা - নবী সাঃ ও ছাহাবায়ে কেরাম ব্যক্তিগত অক্রোসের বদলা নিতেন না , আজকে বিজাতীরাই সেই ইসলামের শিক্ষাটা নিয়ে গেছে, আর মুসলিমরা-----
১৯
348082
০১ নভেম্বর ২০১৫ দুপুর ০২:১৪
ছালসাবিল লিখেছেন :


Sad পু Nail Biting লি Worried
Sad Hypnotised Hypnotised Hypnotised Hypnotised
২০
348085
০১ নভেম্বর ২০১৫ দুপুর ০২:২৯
মীর ফরিদ লিখেছেন : আসসালামু আলাইকুম।
সবাই এক দিক থেকেই চিন্তা করেছেন। বিপরীত দিক থেকেও একটু চিন্তা করে দেখা প্রয়োজন। বৃটিশ এর বিরুদ্ধে আমরা অর্থাৎ এদেশের ৯০ ভাগ মানুষ কি সংগ্রাম করেছিল। হালুয়া রুটির জন্য, উন্নত ও মিথ্যে মর্যাদা লাভের আশায় যে মানুষগুলো তাদের তাবেদারী করেছিল, তারা যদি তা না করত তবে বৃটিশ আমাদেরকে এত দীর্ঘ সময় ধরে গোলামী করাতে পারতোনা। বৃটিশ এ দেশ ছেড়ে যাবার সময় বলে গিয়েছে, ‍"আমরা চলে যাচ্ছি, কিন্তু আমাদের প্রেতাত্মাদের রেখে যাচ্ছি, তারাই তোমাদেরকে শাসন করবে।"

কথাটা একশ ভাগ সত্য হয়েছে। তা-ই চলে আসছে দীর্ঘ ৬৭ বৎসর যাবৎ। নৈতিক শিক্ষার অভাব, চারিত্রিক বৈশিষ্টহীনতা, হারাম খাদ্যের উপর বংশ পরম্পরা, দুনিয়ার লোভ আর মোহ, পরকাল বিমুখতা- এই সব কিছুর সমাহার ঘটেছে আমাদের মধ্যে। পুলিশ আমাদের কারো না কারো ভাই ব্যাটা বা আত্মীয়। তাদের ৯৫ ভাগ এক কথায় খারাপের তালিকায়। বাকী ৫ ভাগ ভাল।

এবার অংকটা একটু কষে দেখলে বুঝতে অসুবিধা হবেনা যে, ১৬ কোটি মানুষের কয় ভাগ আমরা ভাল আর কয় ভাগ খারাপ। ‍কথায় আছে- "লোম বাছতে কম্বল উজাড়", "সর্ষের মধ্যেই ভুত"। পুলিশ বিভাগ থেকে খারাপ লোক বাছতে গেলে যেমন কম্বল উজাড় হয়ে যাবে, তেমনি নতুন লোক নিতে গেলেও সর্ষের ভুতে পেয়ে বসবে। 'যে কোন কিছুর বিনিময়ে এই দুনিয়ায় উন্নত জীবন যাপন করা চাই' মানসিকতা ধ্বংসের মূল কারণ। অল্পতে সন্তুষ্ঠ থাকার মানসিকতা আজ সমাজ থেকে বিলুপ্ত প্রায়। তো উপায় কি? কোন উপায় নেই গোলাম হোসেন। না, এই বলে বসে থাকলে চলবেনা। কোন দেশ জাতি বা বিভাগ (ডিপার্টমেন্ট) হঠাৎ করেই খারাপ বা ভাল হয়না। দীর্ঘ মেয়াদী পরিক্রমায় এমনটা হয়ে ওঠে।

আমাদের মধ্যে একটা অসুখ আছে। অসুখটা হল এই যে, আমরা যে কোন ভাল কাজের ফল তৎক্ষণাৎ পেতে চাই এবং নিজেরাই সেই ফল ভোগ করতে চাই। আমরা যারা ভাল হতে চাই, ভাল চলতে চাই, তারা যদি আন্তরিক ভাবে ক্রমাগত চেষ্টা করে যাই তবে নিশ্চয়ই আল্লাহ তায়ালা ভাল ফল দান করবেন। সে ফল হয়তো আমরা বা আমাদের পুত্র কন্যারা ভোগ করতে পারবেনা, কিন্তু একদিন না একদিন এ দেশের মানুষ তো ভোগ করতে পারবে। ধন্যবাদ।
২১
348114
০১ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:০৯
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : একটা কৌতুক মনে পড়ে গেল।

ইন্টারপোলে একজন পুলিশ অফিসার নিয়োগ করা হবে। চূড়ান্ত ভাইবায় তিন দেশের তিনজন পুলিশ হাজির- আমেরিকান, বৃটিশ ও অপরজন বাংলাদেশী।
প্রথমে আমেরিকান এর ইন্টারভ্যিউ এর পালা। বনে একটি হরিণ ছেড়ে দিয়ে তাকে বলা হলো সেটি খুঁজে ধরে আনার জন্য। আমেরিকান পুলিশ তিনঘন্টা খুঁজে গলদঘর্ম হয়ে শেষ পর্যন্ত হরিণটি ধরে আনলো। এবার বৃটিশ এর পালা। একই পরীক্ষা। করিতকর্মা পুলিশ মাত্র দেড় ঘন্টায় হরিণটি খুঁজে বের করে আনলো। অবশেষে বাংলাদেশী পুলিশ! হরিণটি বনে ছেড়ে দিয়ে তাকে ধরে আনতে বলা হলো। বাংলাদেশী পুলিশ মাত্র আধাঘন্টার মধ্যে হরিণ এর পরিবর্তে একটি কুকুর ধরে নিয়ে এল। সবাইতো তাজ্জব। আরে তোমাকে বলা হলো হরিণটি ধরে আনতে, তুমি এই কুকুর কেন এনেছ? "কুত্তাটারে আগে রিমান্ড এ নিতে দেন। হ্যাতে নিজ মুখে স্বীকার করবো-হ্যাতে কুত্তা নয়, হরিণ"। সুন্দর লেখনীর জন্য ধন্যবাদ জানবেন।






২২
348126
০১ নভেম্বর ২০১৫ রাত ০৮:২৪
মোঃজুলফিকার আলী লিখেছেন : সুন্দর লেখার জন্য ধন্যবাদ।
২৩
348162
০২ নভেম্বর ২০১৫ রাত ০৪:২৭
প্যারিস থেকে আমি লিখেছেন : আমাদের দেশের পুলিশের কথা কিছু বলুন।
২৪
348191
০২ নভেম্বর ২০১৫ দুপুর ১২:২২
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : আমাদের দেশের পুলিশ...মাশাআল্লাহ দেশে এমন সিস্টেম চালু করছে যে চালু গাড়ী থামালেই হাতের তালু ভরে যায় ! বাক্যবেয়ের দরকার হয়না,আগে কিছুটা লকুচুরি ছিলো এখন রিতিমত সিনাজুড়ি...আর আমাদের পুলিশের ব্যাক্তিগত কোনই আক্রোশ নেই শুধু পালন করেন উপরের নির্দেশ,হাতে মারেননা বিচি দিয়া মাইরা ফেলেন...তথাকথিত বন্দুক যুদ্ধ...চলছে চলবে...পারলে ঠেকান। অনেক ধন্যবাদ সুন্দর পুলিশ স্টরির জন্য। পিলাচ পিলাচ পিলাচ
২৫
348366
০৩ নভেম্বর ২০১৫ রাত ০৯:৪৫
শহীদুল ইসলাম প্রামানিক লিখেছেন : পুলিশ জনগণের বন্ধু তবে আমাদের দেশে না।
২৬
348396
০৪ নভেম্বর ২০১৫ রাত ০২:১৩
বৃত্তের বাইরে লিখেছেন : আপনার উল্লেখিত দেশগুলোতে পুলিশেরা যে পরিমান সুযোগ সুবিধা পায় তাই হয়ত ঘুষ,দুর্নীতির চিন্তা মাথায় আসেনা। এসব দেশে আইন তার নিজস্ব গতিতে চলে। সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমাদের দেশের হর্তা কর্তারা এটা বুঝলে পুলিশ নিজেদের দায়িত্বশীল হিসেবে গড়ে তুলতে পারত, মানুষও হত। ধন্যবাদ পোস্টের জন্য
২৭
348398
০৪ নভেম্বর ২০১৫ রাত ০২:১৪
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : ভালো লাগলো
২৮
348420
০৪ নভেম্বর ২০১৫ সকাল ০৯:০৩
মেজর রাহাত০০৭ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File