জেনে নিন বাংলাদেশ এর ৬৪টি জেলার বিখ্যাত খাবার/ স্থান/বস্তুর নাম।

লিখেছেন লিখেছেন উমাইর চৌধুরী ০৩ এপ্রিল, ২০১৪, ১২:১৫:৫৩ দুপুর

জেনে নিন #বাংলাদেশ এর ৬৪টি জেলার বিখ্যাত খাবার/ স্থান/বস্তুর নাম। তিন ঘন্টার পরিশ্রমে সবগুলো জেলার তথ্য একসাথে করলাম। ইন্টারনেটে আর কোথাও একসাথে পাবেন না

০১) ঢাকা ------------------ বেনারসী শাড়ি, বাকরখানি, বিরিয়ানি

০২) গাজীপুর ------------------কাঁঠাল, পেয়ারা, নুহাশপল্লী, বঙ্গবন্ধু সাফারী পার্ক

০৩) নারায়ণগঞ্জ----------------- তাজমহল, পানামা নগর, পাঁচবিবির মাজার

০৪) নরসিংদী---------------- সাগর কলা, লুঙ্গি, উয়ারী বটেশ্বর

০৫) মুন্সিগঞ্জ ---------------- ভাগ্যকুলের মিষ্টি, সোনাকান্দা দূর্গ, কলা

০৬) মানিকগঞ্জ -------------- খেজুর গুড়, নীলকুঠি

০৭) টাঙ্গাইল ------------চমচম, টাঙ্গাইল শাড়ি, রানী কুঠির

০৮) ময়মনসিংহ — ------- মুক্তা-গাছার মন্ডা, গারো পাহাড়, আমিরতি

০৯) জামালপুর — --------- ছানার পোলাও, ছানার পায়েস, জামাইমেলা

১০) শেরপুর— ---------- - ছানার পায়েস, ছানার চপ

১১) নেত্রকোনা—-------- - বালিশ মিষ্টি

১২) কিশোরগঞ্জ— -------- বালিশ মিষ্টি, হাওর, শোলাকিয়া ঈদগাহ মাঠ

১৩) শরীয়তপুর ------------ বিবিখানা পিঠা

১৪) মাদারীপুর---------- - চর মুগুরিয়ার বানর, শকুনী লেক, গুড়

১৫) গোপালগঞ্জ------------ বঙ্গবন্ধুর মাজার

১৬) ফরিদপুর — --------- খেজুরের গুড়, মাছের মেলা

১৭) রাজবাড়ি —-------- --শংকরের ক্ষীরের চমচম, খেজুরের গুড়

১৮) চট্টগ্রাম -------------- মেজবান, শুটকি, বন্দর

১৯) কক্সবাজার —--------- মিষ্টিপান, সমুদ্র সৈকত

২০) বান্দরবান-------------- হিল জুস, তামাক, নীলাচল

২১) রাঙামাটি --------------- আনারস, কাঠাল, কলা

২২) খাগড়াছড়ি ---------- হলুদ

২৩) ফেনী—--------------- মহিশের দুধের ঘি, সেগুন কাঠ, খন্ডলের মিষ্টি

২৪) নোয়াখালী—--------------- নারকেল নাড়ু, ম্যাড়া পিঠা, খোলাজা পিঠা

২৫) লক্ষ্মীপুর—--------------- সুপারি

২৬) চাদঁপুর—-------------- ইলিশ

২৭) কুমিল্লা--------------- রসমালাই, খদ্দর (খাদী), ময়নামতি

২৮) ব্রাহ্মণবাড়িয়া----------- তিতাস নদী, ক্ষুদিরামের বাড়ি, ছানামুখি

২৯) রাজশাহী— --------- আম, রাজশাহী সিল্ক শাড়ী

৩০) চাপাইনবাবগঞ্জ ---- আম, শিবগঞ্জের চমচম,কলাইয়ের রুটি

৩১) নওগাঁ — -------------- চাল, সন্দেশ

৩২) নাটোর— ----------- কাঁচাগোল্লা, বনলতা সেন

৩৩) পাবনা— ----------- -ঘি, লুঙ্গি, পাগলাগারদ

৩৪) সিরাজগঞ্জ— ------- পানিতোয়া, ধানসিড়িঁর দই, লুঙ্গি

৩৫) বগুড়া— ------------ দই, মহাস্থানগড়

৩৬) জয়পুরহাট------------- গোপীনাথপুর মন্দির

৩৭) রংপুর— ------------- তামাক, ইক্ষু, ভাওয়াইয়া গান

৩৮) কুড়িগ্রাম----------- চিলমারী বন্দর

৩৯) গাইবান্ধা— ------------- তামাক, ইক্ষু

৪০) লালমনিরহাট----------- তিস্তা ব্যারেজ, দালাইনামার ছড়া

৪১) নীলফামারী----------- নীলসাগর

৪২) দিনাজপুর-----------লিচু, কাটারিভোগ চাল, চিড়া, পাপড়

৪৩) ঠাকুরগাঁও------------সূর্য্যপুরী আম

৪৪) পঞ্চগড়------------ বারো আউলিয়ার মাজার

৪৫) খুলনা—------------- সুন্দরবন, সন্দেশ, নারিকেল,গলদা চিংড়ি

৪৬) সাতক্ষীরা------------ সন্দেশ, সুন্দরবন

৪৭) বাগেরহাট—----------চিংড়ি, ষাটগম্বুজ মসজিদ,সুপারি

৪৮) নড়াইল—------------ পেড়ো সন্দেশ, খেজুর গুড়, খেজুর রস

৪৯) যশোর— ------------- খই, খেজুর গুড়, জামতলার মিষ্টি

৫০) ঝিনাইদহ----------- হরি ও ম্যানেজারের ধান, বেথুলী বটগাছ (সবচেয়ে বড় বটগাছ)

৫১) মাগুরা--------- রসমালাই, সত্যজিৎ রায়ের বাড়ি

৫২) চুয়াডাঙ্গা—---------- পান, তামাক, ভুট্টা

৫৩) কুষ্টিয়া — ------------ তিলের খাজা, কুলফি আইসক্রিম, লালনের মাজার

৫৪) মেহেরপুর— --------- মিষ্টি সাবিত্রি, রসকদম্ব, মুজিবনগর

৫৫) বরিশাল--------------- আমড়া

৫৬) ঝালকাঠি—---------- লবন, আটা

৫৭) পিরোজপুর–----------- পেয়ারা, নারিকেল, সুপারি,আমড়া

৫৮) বরগুনা------------- গাজী-কালুর মাজার

৫৯) পটুয়াখালী —--------- কুয়াকাটা, নাপ্পি

৬০) ভোলা—------------- নারিকেল, মহিষের দুধের দই, মনপুরা দ্বীপ

৬১) সিলেট— ------------ কমলালেবু, সাতকড়ার চা,আচার, হযরত শাহজালাল (রহঃ) এর মাজার

৬২) মৌলভীবাজার------------- হামহাম জলপ্রপাত, ম্যানেজার স্টোরের রসগোল্লা, খাসিয়া পান

৬৩) হবিগঞ্জ---------- চা বাগান

৬৪) সুনামগঞ্জ---------- হাওড়, দেশবন্ধুর মিষ্টি

courtesy : আলামিন মোহাম্মদ এর ফেবু স্ট্যাটাস কপি

বিষয়: বিবিধ

৪৫৪৫ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

202033
০৩ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৩২
সিটিজি৪বিডি লিখেছেন : আমি চট্টগ্রামের হলেও সুটকি পছন্দ করি না। অনেক ধন্যবাদ
202047
০৩ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৫৩
মোস্তাফিজুর রহমান লিখেছেন : ফেনী-নোয়াখালী নেতা-নেত্রীর জন্যও বিখ্যাত।
202051
০৩ এপ্রিল ২০১৪ দুপুর ০১:০০
আগামী দিনের প্রধান মন্ত্রী লিখেছেন : ১৮) চট্টগ্রাম -------------- মেজবান, শুটকি, বন্দর
১৯) কক্সবাজার —--------- মিষ্টিপান, সমুদ্র সৈকত
২০) বান্দরবান-------------- হিল জুস, তামাক, নীলাচল
202065
০৩ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৫০
বিন হারুন লিখেছেন : চট্টগ্রামের বিখ্যাত মেজবান দাতার একজন হলেন সালাহ্ উদ্দীন কাদের চৌ. তাঁর বান্ধবীকে মেজবানের দাওয়াত দিত না, সে আজ জেলে.
০৩ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৪৯
151691
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মেজবানে তো বাই দাওয়াত দেয়ার নিয়ম নাই। খবর দেয়া নিয়ম। তার বান্ধবি বুঝতে না পেরে তাকে জেলে ঢুকিয়েছেন।
০৩ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:০৪
151697
বিন হারুন লিখেছেন : অতি আপনজনদের স্পেশাল ভাবে খবর দিতে হয় Happy
০৩ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৫২
151730
আল্লাহর সন্তুষ্টি লিখেছেন :
৬৩) হবিগঞ্জ---------- চা বাগান

৬৪) সুনামগঞ্জ---------- হাওড়, দেশবন্ধুর মিষ্টি

৬৫) গোপালগঞ্জে ----- জঙ্গিবাদী--আওয়ামীলীগ,

202079
০৩ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৪৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মেজবানই সেরা!!!!!
202100
০৩ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৩৩
প্যারিস থেকে আমি লিখেছেন : ৬২) মৌলভীবাজার------------- হামহাম জলপ্রপাত, ম্যানেজার স্টোরের রসগোল্লা, খাসিয়া পান ভাই মৌলভীবাজার জেলার বাসিন্ধা হয়েও হামহাম শব্দটি প্রথম শুনলাম। তবে হে মাধবকুন্ড জলপ্রপাত বাংলাদেশের দর্শনীয় স্হান গুলির মধ্যে একটি যা মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় অবস্হিত।
202107
০৩ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৪৯
ফেরারী মন লিখেছেন : Thumbs Up Thumbs Up Thumbs Up সো নাইচ সো নাইচ
202112
০৩ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:২৬
আহ জীবন লিখেছেন : প্রত্যেক জেলায় একজন কইরা দোস্ত বানাইতে হইব।
202158
০৩ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৫১
আল্লাহর সন্তুষ্টি লিখেছেন :
৬৩) হবিগঞ্জ---------- চা বাগান

৬৪) সুনামগঞ্জ---------- হাওড়, দেশবন্ধুর মিষ্টি

৬৫) গোপালগঞ্জে ----- জঙ্গিবাদী--আওয়ামীলীগ,

০৩ এপ্রিল ২০১৪ রাত ০৮:৫৭
151853
সুমাইয়া হাবীবা লিখেছেন : একমত
১০
202252
০৩ এপ্রিল ২০১৪ রাত ০৮:৫৮
সুমাইয়া হাবীবা লিখেছেন : নেত্রকোনার সবচাইতে বিশেষ জিনিসটার কথাই তো বলেননি। বিরিশিরি। অসাধারন জায়গা! Thumbs Up

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File