সেনি পালা ফেন্দি মো !
লিখেছেন লিখেছেন উমাইর চৌধুরী ২০ ফেব্রুয়ারি, ২০১৩, ১০:৪৯:৫৭ রাত
"সেনি পালা ফেন্দি মো"
আমার মৌরিতানিয়ান রুমমেট Elweli Cherif প্রায় আমার দিকে দার্শনিক ভঙ্গিতে তাকিয়ে এই ফ্রেঞ্চ প্রবাদবাক্য ছুড়ে দেয় ।
মৌরিতানিয়া-মরক্কো-আলজেরিয়াসহ উত্তর আফ্রিকার বেশ কিছু দেশ ফ্রান্সের অধীনে ছিল বহুদিন। তাই আমাদের ইংরেজীর মত ওদের ফ্রেঞ্চ চর্চা আছে।
তবে লিবিয়ার দখল নিয়েছিল ইতালি।
ওমর মুখতারের মত মরু সিংহদের কামড়ে ক্ষত-বিক্ষত হয়ে পালিয়েছিল মুসোলীনির কুকুররা।
এ প্রসংগে একটা সিনেমার নাম বলি পারলে দেখেন।
"Lion of The Desert"
সিরিয়ান-আমেরিকান পরিচালক মুস্তফা আক্কাদের পরিচালনায় এ অসাধারণ মুভিতে লায়ন ওমর মুখতারের ভূমিকায় অভিনয় করেছেন এন্থনি কুইন যিনি "Muhammad, Messenger of Goad" সিনেমায় রাসূলুল্লাহর (সা.) চাচ হামজা (রা.) এর ভূমিকায় অভিনয় করেছিলেন।
যাহোক অনেক কথা হল, উপরের প্রবাদবাক্যটার মানে বলি।
মানেটা হল "আজকের দিনটাই পৃথিবীর শেষ দিন নয়"
এই বাক্যটা নাকি ফ্রেঞ্চ ভাষায় ব্যাপক ব্যবহৃত হয়।
*আমার অনেক মূল্যবান ইরানী পোস্ট সামু ব্লগে ছিল। তছনছ করে দিয়েছে সব বাকশালীরা ! ~~ ~~
বিষয়: বিবিধ
১২১৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন