তিতুমীরেরা কখনও মরে না !

লিখেছেন লিখেছেন উমাইর চৌধুরী ১১ এপ্রিল, ২০১৩, ০১:৫০:৪৩ দুপুর

মাহমুদুর রহমানকে প্রখম দেখেছিলাম রাজশাহী জেলা পরিষদ মিলনায়তন এ সম্ভবত ২০০৭ সালে। ফারাক্কার ছোবলে মৃত পদ্মার জন্য মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর উত্তরসূরী এ সাহসী সৈনিক উত্তরবঙ্গে ছুটে বেড়িয়েছেন। দ্বিতীয়বার তার সাথে সালাম বিনিময় করার সৌভাগ্য হয়েছিল রাজশাহী বড়কুঠির পেছনের পদ্মার ধু ধু চরে। সেটাও ছিল ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে একটা প্রতিবাদী সমাবেশ। আমি দাড়িয়েছিলাম সমাবেশের প্রবেশদ্বারের কাছে, হঠাত একটা গাড়ি থেকে নেমে এলেন তিনি। হাতে একগাদা বই আর কাগজ-পত্র। সাধারণ মানুষ এর সাথে নিজেই সালাম বিনিময় করলেন, হাত মেলালেন,হাসিমুখে কুশল বিনিময় করলেন। পেছনে কোন চ্যালা-চামচা নাই।মানুষটা জ্বলে উঠলেন মঞ্চে। চৈত্রের কাঠফাটা রোদে পদ্মার চরে আগুন ছড়ালো তার বক্তব্য। জানিনা ওপারের ভারতের জালেমশাহী পর্যন্ত পৌছেছিল কিনা সে আগুন। হ্যা, পৌছেছিল। ভারতের ইন্টেলিজেন্সের আদেশেই তাকে চরম নির্যাতন করা হয় প্রখমবার গ্রেপ্তার করে। কিন্তু বাংলার বাঘকে থামিয়ে দিবে সাধ্য কার। লড়ে গেলেন একবিংশ শতাব্দীর তিতুমীর। জালেমশাহীর মসনদ কাপিয়ে দিলেন তিনি।ঝড় উঠলো গণবভন থেকে সচিবালয় সবখানে। সেই ঝড়ে তছনছ হয়ে গেল সাধের আওয়ামী ট্রাইব্যুনাল। বজ্রপাতের শক্তিতে এক হল বাংলার তৌহিদী জনতা তৌহিদ আর রিসালাতের দায়িত্ব পালনে। সত্য আর স্বাধীনতা প্রিয় মানুষের ভালবাসার স্রোত কাপিয়ে দিল হলুদ সাংবাদিকতার খুটিগুলোকে আর সে বজ্রপাতে জ্বলে-পুড়ে গেল দেশবিরোধী-ইসলামবিরোধী তথাকথিত সুশীল সম্প্রদায়।এদেশকে সাংস্কৃতিক আর সকল প্রকার আগ্রাসনকে রুখে দেবার মত একটা সাহসী মানুষ দিল্লির গলায় কাঁটার মত বিধে গেল। অত্যাচারী হিরকরাজা আবারও তার প্রভুর আদেশে হামলা চালালো তিতুমীরের বাশেঁরকেল্লায়। গ্রেপ্তার হলেন মাহমুদুর রহমান। মনে রেখ হাসিনা সদা হাসজ্জ্বল এ মানুষটাকে আর ফেরত দেবার ইচ্ছা তোমার নাই হয়ত কিন্তু আল্লাহই তো সর্বোত্তম পরিকল্পনাকারী। এক মাহমুদুর রহমান থেকে লক্ষ-কোটি মাহমুদুর রহমান বাংলার ঘরে ঘরে তৈরী হয়েছে। মাহমুদুর রহমান স্যার কে থামিয়ে দিলেও থামবেনা তার আদর্শ আর সে আদর্শের সৈনিকেরা। অলিউল্লাহ নোমানের মত হাজার হাজার সাংবাদিক তৈরী হয়েছে এবং হচ্ছে এদেশে। You can kill a Man but You can not kill an Ideology ! আল্লাহর কসম ইতিহাস তোমাকে ছেড়ে দিবেনা হাসিনা !

বিষয়: বিবিধ

১০৭১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File